বিশেষ অনুভূতি সম্পন্ন অঙ্গসমূহ (Special Sense Organs)
শরীরের কিছু অঙ্গ বিশেষ কতকগুলি কার্য সম্পাদন করে। যেগুলির সকল
কার্যক্রমের জন্য জীবন সহজ ও সরল হয়। এগুলো অচল হলে কষ্টের সীমা থাকেনা । তবে এর জন্য মানুষের জীবনহানির আশংকা হয় না ।
বিশেষ অনুভূতি (Special Sense) | অঙ্গ (Organ) |
দেখা | চোখ |
শোনা / শ্রবণ | কান |
স্বাদ | জিহ্বা |
গন্ধ | নাক |
সাধারণ স্পর্শানুভুতি | ত্বক |
বিশেষ ৪টি ও সাধারণ স্পর্শানুভুতির ১টি অঙ্গকে একত্রে পঞ্চেন্দ্রিয় বলে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]