বীর্য (Sperm)

বীর্য (Sperm):

যৌন মিলনের সময় উত্থিত পুরুষাঙ্গ থেকে মূত্রনালি পথে যে সাদা বর্ণের তরল নিক্ষিপ্ত হয়, তাকে বীর্য বলে। বীর্য নিম্ন লিখিত দ্রব্যাদির সমন্বয়ে গঠিত।

  • ক) শুক্র (Sperm),
  • (খ) প্রোস্টেট গ্রন্থির রস (Prostatic Fluid)
  • (গ) সেমিনাল ভেসিক্যাল রস (Seminal Fluid),
  • (ঘ) বালবো ইউরেথ্রাল গ্রন্থির রস (Bulbo Urethral Fluid)

প্রতিবার যৌন সংগমের সময় ৩-৫ মিলিলিটার বীর্য স্খলন গয়। প্রতি মিলিলিটারে ৬-১০ কোটি শুক্র থাকে ।

বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি (Sterility) : বংশ বিস্তারের অর্থাৎ জন্ম দানের ক্ষমতা না থাকাকে বন্ধ্যত্ব বলে।

পুরুষের বন্ধ্যত্বের কারণসমূহ :

  • ক) পুরুষাঙ্গ উত্থিত না হওয়া,
  • খ) পর্যাপ্ত পরিমাণে বীর্য স্খলন না হলে,
  • গ) প্রতি মিলিলিটার বীর্যে ৪ কোটি ও কম শুক্র থাকলে,
  • ঘ) যৌনাঙ্গ সমূহে ইনফেকশন হলে ইত্যাদি।

 

অক্ষমতা (Impotence): যৌন সংগম করতে না পারাকে অক্ষমতা বলে। এতে পুরুষাঙ্গ উত্থিত হওয়ার ক্ষমতা লোপ পায়।

কারণসমূহ :

  • ক) অধিকাংশ ক্ষেত্রে মানুষিক দুর্বলতা,
  • (খ) অপুষ্টি,
  • গ) যৌনাঙ্গে ইনফেকশন ইত্যাদি।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *