বৃহদান্ত্র (Large Intestine)

বৃহদান্ত্র (Large Intestine)

প্রায় ১.৫ মিটার লম্বা। ক্ষুদ্রান্ত্রের চেয়ে মোটা অংশ। হোস্ট্রেশন (Haustration), টিনিয়া নামক (Taenia) ব্যান্ড ও চর্বিতে পূর্ণ থলি (Appendice Epiploeace) আছে।

ক) সিকাম (Caecum):

( ৬ সে.মি লম্বা ) ডান ইলিয়াক অঞ্চলে অবস্থিত। এর নীচের অংশে আ্যপেনডিক্স ঝুলানো থাকে।

খ) এ্যাসেনডিং কোলন (Ascending Colon):

(১৫ সে.মি লম্বা) সিকাম থেকে ঊর্ধ্বমুখী অংশ যা ডান লাম্বার অঞ্চলে অবস্থিত।

গ) ট্রান্সভার্স কোলন (Transverse Colon):

প্রায় ৫০ সে.মি লম্বা। ডান হাইপোকন্ড্রিয়াক থেকে বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

ঘ) ডিসেনডিং কোলন (Descending Colon):

প্রায় ২৫ সে.মি লম্বা। বাম লাম্বার ও আইলিয়াক অঞ্চলে অবস্থিত।

ঙ) সিগময়েড কোলন  (Sigmoid Colon) :

৪০ সে.মি লম্বা। বাম হাইলিয়াক ও হাইপোগ্যাষ্ট্রিক অঞ্চলে অবস্থিত।

চ) মলাশয় (Rectum) :

পেলভিসের পিছনের দিকে, ৩য় স্যাকরাল ভার্টিব্রা শুরু হয় পায়ু-নালী (Anal Canal) তে শেষ হয়। ১২ সে.মি লম্বা। এটি স্বাভাবিক অবস্থায় খালি থাকে। এখানে মল আসলে মল ত্যাগের জন্য বেগ পায়।

ছ) পায়ুপথ ও পায়ু (Anal Canal & Anus):

২.৫ সে.মি লম্বা পায়ু-নালী। মলত্যাগ ব্যতীত এটা বন্ধ থাকে ।

সফল রোগীর ভিডিও প্রমাণ

বৃহদান্ত্রের কাজ :

  • ১। মল তৈরি করে ও জমা রাখে।
  • ২। ৫% খাবার, ভিটামিন, পানি শোষণ করে।
  • ৩। প্রয়োজন অনুসারে মল ত্যাগ করে।
  • ৪। মিউকাস নিঃসরণ করে মলত্যাগে সহায়তা করে।

আ্যাপেনডিক্র (Appendix):

বৃহদান্ত্রের একটি বর্ধিতাংশ। সিকামের সাথে লাগানো থাকে। ডান আইলিয়াক অঞ্চলে অবস্থিত। ২-১৯ সে.মি পর্যন্ত লম্বা হতে পারে। এখানে প্রদাহ হলে এপেন্ডিসাইটিস (Appendicitis) রোগ হয়, যা হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াই ৮৫% রোগী সম্পুর্ন সুস্থ হয়।

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *