ব্রেইন টিউমার ও মাথাব্যথা

ব্রেইন টিউমার

ভিডিওতে রয়েছে:

ফুলমতি নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে ব্রেইন টিউমার ধড়া পড়ে, রোগীর তীব্র মাথা ব্যথার কারণে বিছানায় প্রস্রাব পায়খানা হতো ও বমি হতো, বাংলাদেশ ও কলকাতায় চিকিৎসা নিয়ে কোন অবস্থা্তেই রোগীর কষ্ট কমছিলোনা, ফলে কলকাতার ডাক্তারগণ অপারেশন করার সিদ্ধান্ত নেন, কিন্তু সুস্থতার নিশ্চয়তা দেন না, অতঃপর রোগী ভীত হয়ে কলকাতা হতে চলে আসেন এবং “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে ও অল্প খরচে সুস্থ হন।

উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘ব্রেইন টিউমারের’ জন্য চিকিৎসা নিলে প্রায় ৩০ জন রোগী অল্প খরচে ও বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়। এবং আরও ৪০ জন রোগী বহুদিন সুস্থ থাকে।

Mobile- 01978789494,  Skype-  hdhomeo1

সফল রোগীর ভিডিও প্রমাণ

অবগতি পত্র:

এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

10 Comments

  1. Kawshar Ahmed

    আমার মাথায় বেশী সময়ই ব্যাথা অনুভুত হয় এবং ব্যাথা মাথার মধ্য থেকে নিচ পর্যন্ত আমার বয়স 18 বছর পরাশুণা করি. এ ব্যাথা কিসের হতে পারে জানাবেন দয়া করে!

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      আপনার সমস্যা মাইগ্রেন জাত হতে পারে, CT Scan করলে নিশ্চিত হওয়া যাবে।
      আপনার বর্নিত লক্ষনের ভিত্তিতে রেপার্টরি টার্ম ও ঔষধ সমূহ দেয়া হল।
      HEAD – PAIN – extending to – Cervical region
      aids. aml-ns. amp. anac. bar-c. berb. Bry. bung-fa. calc-sil. chel. chin. cimic. cocc. des-ac. fic-m. gels. gink-b. guaj. jac-g. kali-bi. kali-c. kali-n. kalm. ketogl-ac. kola lac-loxod-a. Lach. lil-t. lyc. mand. merc. mosch. nat-m. nux-m. Nux-v. onos. phel. pot-e. sabin. tarent. viol-o. viol-t. ziz. তথ্য সূত্র- সিন্থেসিস রেপার্টরি।

      Reply
  2. Md. Mamun Hossain

    আসসালামু আলাইকুম , ব্রেইন টিউমার এর যে সকল লক্ষন গুলো দেখা যায় সে ব্যাপারে আমি জেনেছি । আমার বড় ভাই এর এসবের বেশকিছু লক্ষন মিলে যাচ্ছে । যদি সে রকম কিছু ধরাপরে তবে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে কি ভালো চিকিৎসা পাওয়া সম্ভব । সম্পূর্ণ চিকিৎসা করাতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে এবং ঢাকার কোন সরকারি হাসপাতালে চিকিৎসা করালে বেশি ভালো হবে । সে ব্যাপারে দয়া করে জানালে খুব উপকার হবে ।

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতে পাড়েন। খরচ একেক স্থানে একেক রকম।

      Reply
  3. Kamran Nazir

    আমার অনেক মাথা ব্যাথা,,,আগে ct scen and MRI korai chilam কিনতু তেমন সমস্যা দরা পড়েনাই,,
    ইদানিং কয়দিন থেকে এমন ভাবে মাথা ব্যাথা হয় কখনো মাথার বাম পাশে আবার কখনো ডান পাশে,যখন ব্যাথা শুরু হয় তখন শুয়ে গেলে ব্যাথা কম হয় আর মাথা বালিশ থেকে তুলতেই মনে হয় কেউ আমার মাথায় ইট দিয়ে মারলো আর ব্যাথা বাড়তে থাকে মাথা আর নাড়ানো যায়না,নিচের দিকে তাকালে মনে হয় মাথা শরির থেকে আলাদা হয়ে যাচ্ছে, ,,,খুভ কষ্ট হয়,,,অনেক ঝালা দেয় আমায় আমার এই ব্যাথা,আমার বয়ষ ২৪, ,,,,

    Reply
  4. তুরাব

    আমার মাথার উপরে এই কয়দিন ধরে ফুলে আছে ৷যা চামড়ার ভেতর টিউমারের মতো ৷ আমার মাথা ব্যাথা বা বমি হয়না ৷ কিন্তু আমার এখানে কোনো আঘাত লাগেনি ৷ এখন বুঝতেছিনা এই ফোলাটা কিসের৷ ৷ আমার বয়স ১৫ ৷

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *