ব্লাড প্রেশার বা রক্ত চাপ (Blood Pressure)

রক্ত চাপ ৪ ধরনের

১) সিসটোলিক :

হার্ট এর সিসটোল বা সংকোচনের সময় সর্বোচ্চ যে চাপ রক্তনালীর দেয়ালে রক্ত দেয় তাকে ( Systolic Pressure) বলে। স্বাভাবিক ১০০-১৪০ মি.মি-মার্কারি ।

এর দ্বারা বোঝা যায়:

  • ক) হার্ট এর সংকোচন ক্ষমতা,
  • খ) হার্ট কি পরিমাণ কাজ করতে পারে (Extent of Work done by Heart),
  • গ) ধমনীর দেয়াল কতটুকু চাপ সহ্য করতে পারে।

২) ডায়াসটোলিক :

প্রেশার হৃদপিন্ড প্রসারণের (Diastole) সময় সর্বনিম্ন যে চাপ ধমনীতে দেয় তাকে  (Diastolic Pressure ) বলে। স্বাভাবিক মাত্রা ৬০-৯০ মি.মি-মার্কারি।

এর দ্বারা বুঝা যায় :

  • ক) হৃৎপিণ্ডে যে স্থায়ী চাপের বিরুদ্ধে কাজ করে তাহা (Constant load against which the heart works),
  • খ) এর দ্বারা পেরিফেরাল রেজিষ্টান্স বোঝা যায়।

৩) পালস প্রেশার  (Pulse pressure ):

সিসটোলিক ও ডায়াসটোলিক প্রেশারের পার্থক্য। মাত্রা ৩৫-৪৫ মি.মি-মার্কারি

৪) মিন প্রেশার (Mean pressure):

যে রক্ত চাপ হৃৎপিণ্ডের পুরো চক্র (Cardiac cycle) ব্যাপি থাকে তাকে মিন প্রেশার বলে। মিন প্রেশার বাড়লে উচ্চ রক্ত চাপ হবার সম্ভাবনা থাকে। মাত্রা ৮৬-৯৬ মি.মি মার্কারি।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *