রক্ত চাপ ৪ ধরনের
১) সিসটোলিক :
হার্ট এর সিসটোল বা সংকোচনের সময় সর্বোচ্চ যে চাপ রক্তনালীর দেয়ালে রক্ত দেয় তাকে ( Systolic Pressure) বলে। স্বাভাবিক ১০০-১৪০ মি.মি-মার্কারি ।
এর দ্বারা বোঝা যায়:
- ক) হার্ট এর সংকোচন ক্ষমতা,
- খ) হার্ট কি পরিমাণ কাজ করতে পারে (Extent of Work done by Heart),
- গ) ধমনীর দেয়াল কতটুকু চাপ সহ্য করতে পারে।
২) ডায়াসটোলিক :
প্রেশার হৃদপিন্ড প্রসারণের (Diastole) সময় সর্বনিম্ন যে চাপ ধমনীতে দেয় তাকে (Diastolic Pressure ) বলে। স্বাভাবিক মাত্রা ৬০-৯০ মি.মি-মার্কারি।
এর দ্বারা বুঝা যায় :
- ক) হৃৎপিণ্ডে যে স্থায়ী চাপের বিরুদ্ধে কাজ করে তাহা (Constant load against which the heart works),
- খ) এর দ্বারা পেরিফেরাল রেজিষ্টান্স বোঝা যায়।
৩) পালস প্রেশার (Pulse pressure ):
সিসটোলিক ও ডায়াসটোলিক প্রেশারের পার্থক্য। মাত্রা ৩৫-৪৫ মি.মি-মার্কারি
৪) মিন প্রেশার (Mean pressure):
যে রক্ত চাপ হৃৎপিণ্ডের পুরো চক্র (Cardiac cycle) ব্যাপি থাকে তাকে মিন প্রেশার বলে। মিন প্রেশার বাড়লে উচ্চ রক্ত চাপ হবার সম্ভাবনা থাকে। মাত্রা ৮৬-৯৬ মি.মি মার্কারি।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]