মস্তিষ্কের কাজ (Brain work):
মস্তিষ্কের বিভিন্ন অংশ ও এদের কাজ :
১) সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক (Cerebrum):
মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ যা বাম ও ডান ২ টি অর্ধে বিভক্ত। অধিকাংশ মানুষের বাম অংশ অধিক ক্রিয়াশীল বলে তারা ডান হাত দিয়ে অধিক কাজ করে। এখানে বিভিন্ন স্নায়ু কোষের কোষ দেহ বা বডি (Body) অবস্থিত। শরীরের সমস্ত অংশ থেকে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন স্নায়ুর মাধ্যমে এখানে এসে পৌঁছে। সেনসরি এরিয়া (Sensory Area ) এর বিভিন্ন কাজের জন্য দায়ী যেমন- পশ্চাৎ ভাগের অক্সিপিটাল লোব আমোদের দেখতে সহায়তা করে। আমরা শোনা, কাজ করা, ব্যবহার আচার ইত্যাদির জন্য আলাদা আলাদা অংশ আছে। বিভিন্ন কাজের আদেশ এখানকার মটর এরিয়া (Motor Area) থেকে মটর নার্ভের মাধ্যমে বিভিন্ন অঙ্গ বা মাংসপেশিতে পৌঁছে এবং কার্য সমাধা করে ।
২) সেরিবেলাম ও লঘু মস্তিষ্ক (Cerebellum):
এ অংশ মস্তিষ্কের পশ্চাৎ ভাগে অবস্থিত এবং অনেকগুলি খাঁজ সমৃদ্ধ। ইহা স্নায়ুর মাধ্যমে সেরিব্রাম ও মেডুলার সাথে সংযুক্ত। ইহা বিভিন্ন কাজের সাম্যতা রক্ষা করে। এর কার্যক্রম নষ্ট হলে মানুষের বিভিন্ন কাজের বারসাম্য নষ্ট হয়।
৩) মিডব্রেন বা মধ্যমস্তিষ্ক (Midbrain):
এটি একটি ছোট অংশ যা সেরিব্রাম ও পনস এর মধ্যে অবস্থিত। দর্শন, শ্রবণ, মাংসপেীর দৃঢ়তা বা টোন প্রভৃতি কাজে সাম্যতা বজায় রাখে।
৪) পনস (Pons):
এটি মিডব্রেন ও মেডুলার মধ্যে এবং সেরিবেলামের সম্মুখে অবস্থিত।
৫) মেডুলা অবলাংগাটা (Midulla Oblongata):
এটি পনসের নীচে ও সুষুন্মা স্নায়ুর উপর অবস্থিত। এর মধ্যে হৃৎপিণ্ড সঞ্চালন কেন্দ্র (Vasomoto Center) শ্বাস কেন্দ্র, অন্যান্য প্রয়োজনীয় কেন্দ্র অবস্থিত। এর অঙ্গ নষ্ট হয়ে গেলে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না।
সফল রোগীর ভিডিও প্রমাণ
সুষুন্মা কাণ্ড (Spinal Cord):
এটি মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু বের হয়ে এসে সমস্ত শরীরে বিভিন্ন অঙ্গের সাথে যুক্ত।
কাজ:
১) এর মাধ্যমে সমস্ত উদ্দীপনা মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে যায় এবং বিভিন্ন অঙ্গ দেকে মস্তিষ্কে আসে ।
২) এটি রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে।
প্রতিবর্তী ক্রিয়া (Reflex):
যে সকর ক্রিয়া অনুভূতির উত্তেজনায় তাৎক্ষণিক ভাবে সুষুন্মা স্নায়ুর মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ মস্তিষ্কের দ্বারা চালিত হয় না তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন- আগুনে হাত পড়লে তাৎক্ষনিক ভাবে হাত সরিয়ে নেয়া অথবা চোখের উপর উজ্জ্বল আলো পড়লে চোখ বন্ধ করা ইত্যাদি।
[PGPP id=1214]