মাসিক বন্ধ থাকার চিকিৎসা, ৪১ টি লক্ষণ ও রেপার্টরি।

মাসিক বন্ধ থাকার চিকিৎসা

মাসিক না হওয়া বা মাসিক বন্ধ থাকাকে এমেনোরিয়া বলে। মহিলাদের এটি প্রায়ই হতে দেখা যায় । সধারনত পিটুইটারি গ্ল্যান্ড, অভারি, জরায়ুর বিকৃতির কারণে মাসিক বন্ধ থাকে। মাসিক বন্ধ থাকার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ঋতুস্রাব অনুপস্থিত থাকার কারণ :-

  • ডিম্বাশয়ের রোগ যথা- পলিসিসটিক অভারী ও অন্যান্য রোগ
  • ক্রোমোজোমের বিকৃতি সাথে গোনাডাল ডিসজেনেসিস
  • যোনি এবং জরায়ুর অস্বাভাবিকতা
  • শারীর বৃত্তিক কারণে দেরিতে বয়ঃসন্ধির আগমন
  • এন্ড্রোকাইন গ্রন্থির অস্বাভাবিকতা কারণে
  • কেন্দ্রীয় বিকৃতি যথা- পিটুইটারি গ্লান্ডের বিকৃতি, টিউমার, হাইড্রোকেফালাস
  • শারীরবৃত্তীক কারণ যথা গর্ভধারণ, পুষ্টিহীনতা, মানসিক চাপ, এবং অতিরিক্ত কর্ম, অতিরিক্ত ভ্রমণ।
  • জরায়ু সম্পর্কিত বিকৃতি (যান্ত্রিক এবরশন করে জরায়ুর অন্তঃত্বক অতিরিক্ত চেঁছে ফেলার কারণে অথবা ইনফেকশনের কারণে।)
  • সময়ের আগেই রজোনিবৃত্তি

মাসিক বন্ধ হলে কি করতে হবে (হোমিওপ্যাথি চিকিৎসা) :-

স্ত্রীরোগ সমূহের চিকিৎসার জন্য পর্যাপ্ত কার্যকরী রেমেডি রয়েছে হোমিওপ্যাথিতে। তাই যে কোন স্ত্রী রোগের ক্ষেত্রে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন। আশা করি বিফল হবেন না।

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে মাসিক না হওয়া বা বন্ধ থাকার চিকিৎসার জন্য নিচে দেয়া ৪১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. ঋতুস্রাব অনুপস্থিত – AMENORRHEA, (168) 2 acon, 1 aesc, 1 agar, 1 agn, 1 alet, 1 all-c, 1 aln, 2 am-c, 1 am-m, 1 ammc, 2 anac, 2 ant-c, 2 apis, 2 apoc, 1 arg-n, 2 arist-cl, 2 ars, 2 ars-i, 1 asar, 3 AUR, 1 aur-i, 1 aven, 2 bar-c, 2 bell, 1 bell-p, 1 benz-ac, 1 berb, 2 bor, 1 brom, 2 bry, 2 calc, 1 calc-i, 1 calc-p, 1 calc-s, 1 calc-sil, 1 cann-s, 1 canth, 3 CARBN-S, 1 carb-v, 1 card-m, 2 caul, 2 caust, 2 cham, 1 chel, 2 chin, 1 chin-ar, 1 cic, 2 cimic, 1 cina, 2 coca, 2 cocc, 2 coch, 1 colch, 2 coll, 2 coloc, 3 CON, 1 cortiso, 1 cortico, 1 croc, 1 croto-t, 2 cupr, 2 cycl, 2 cypr, 1 dam, 1 dig, 2 dros, 3 DULC, 1 euph, 1 eupi, 3 FERR, 2 ferr-ar, 3 FERR-I, 2 ferr-m, 2 ferr-p, 1 gast, 1 gels, 2 glon, 2 goss, 3 GRAPH, 2 guai, 2 ham, 1 hedeo, 2 hell, 2 helon, 1 hyper, 2 hyos, 1 ictod, 3 IGN, 1 indg, 2 iod, 2 kali-ar, 3 KALI-C, 1 kali-i, 2 kali-n, 2 kali-p, 1 kali-s, 1 kreos, 1 lac-d, 2 lach, 1 lil-t, 1 linu-c, 1 lob, 3 LYC, 2 mag-c, 2 mag-m, 1 mag-s, 1 mang, 2 merc, 2 merl, 1 mill, 2 mit, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 1 nat-sil, 1 nat-s, 1 nep, 2 nux-m, 2 nux-v, 1 ol-an, 2 ol-j, 1 op, 1 ovi-g-p, 1 parth, 1 ph-ac, 2 phos, 2 phyt, 1 pin-l, 2 plat, 1 plb, 1 podo, 2 polyg, 3 PULS, 2 rhus-t, 2 sabad, 1 sabin, 1 sang, 1 sanic, 1 sec, 3 SENEC, 3 SEP, 1 sieg, 3 SIL, 2 sin-n, 1 spong, 2 staph, 1 stram, 3 SULPH, 1 sul-i, 1 symph, 1 tanac, 1 tep, 1 thiop, 2 thuj, 1 thyr, 3 TUB, 1 urt-u, 1 ust, 2 valer, 1 verat, 1 verat-v, 2 vib, 1 wies, 1 wye, 1 x-ray, 1 xan, 2 zinc, 1 zinc-p
  2. ঋতুস্রাব অনুপস্থিত যুবতী বালিকাদের – AMENORRHEA, (menses absent) girls, in young (2)
  3. ঋতুস্রাব অনুপস্থিত তার সহিত স্তনে দুধ আসে – AMENORRHEA, (menses absent) milk in breasts, with (2)
  4. ঋতুস্রাব অনুপস্থিত তার সহিত যৌন চাহিদার বিলুপ্তি – AMENORRHEA, (menses absent) sexual desire absent (2)
  5. ঋতুস্রাব অনুপস্থিত আধ্যাত্মিক ও শারীরিক চাপের পড়ে – AMENORRHEA, (menses absent) strain, after psychical and physical (2)
  6. ঋতুস্রাব অনুপস্থিত দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble (3)
  7. ঋতুস্রাব অনুপস্থিত হিস্টিরিয়া গ্রস্ত দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble hysterical (3)
  8. ঋতুস্রাব অনুপস্থিত রক্তাধিক্যপূর্ণ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble plethoric (2)
  9. ঋতুস্রাব অনুপস্থিত সোরা প্রবণ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble psoric (2)
  10. ঋতুস্রাব অনুপস্থিত গণ্ডমালা রোগ গ্রস্থ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble scrofulous (2)
  11. হৃত্স্পন্দন, বিশৃঙ্খল তার সহিত আড়াই মাস ঋতুস্রাব অনুপস্থিত – HEARTBEATS, tumultuous menses absent two and a half months (1)
  12. সঞ্চরণশীল, বেদনা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – WANDERING, pains amenorrhea, in (1)
  13. বালিকাদের, শোথ অবস্থা, ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে – GIRLS, dropsical condition, amenorrhea (1)
  14. ভ্রমণ সম্পর্কিত পেশা জীবীদের, ঋতুস্রাব অনুপস্থিত ও কোষ্ঠকাঠিন্য – OCCUPATIONS, emigrants, amenorrhea, constipation (1)
  15. রক্তাল্পতাগ্রস্ত স্ত্রীলোকের ঋতুস্রাব অনুপস্থিত – WOMEN, anemic amenorrhea (1)
  16. মুখমণ্ডল স্ফীত ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – Face SWELLING edematous amenorrhea, in (1)
  17. সাদা স্রাব, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DISCHARGE, vagina, amenorrhea, in (1)
  18. অবিরত সাদা স্রাব, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – DISCHARGE, vagina, constant amenorrhea, with (1)
  19. হাতের দুর্বলতা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – WEAK, hands menses, during amenorrhea, in (1)
  20. শব্দে স্পর্শকাতরতা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – SENSITIVE to sounds amenorrhea, in (1)
  21. সন্ধি স্থানে বেদনা তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – PAIN, joints amenorrhea, with (1)
  22. ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে এলবোমিন জনিত শোথ ও কিডনিতে পুর্নতা বোধ – Kidneys CONGESTION albuminuria, with, from amenorrhea (1)
  23. নিদারুণ মানসিক যন্ত্রণা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – AGONY, amenorrhea, in (3)
  24. দুশ্চিন্তা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – ANXIETY, menses, amenorrhea, in (2)
  25. বিষণ্নতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DEPRESSION, (sadness), amenorrhea, in (8)
  26. ভয় পাওয়ার ফলে, ঋতুস্রাব অনুপস্থিত – FEAR, amenorrhea, from fear (2)
  27. মৃত্যু ভয়, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FEAR, death, of amenorrhea, in (1)
  28. হিস্টিরিয়া গ্রস্ত, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – HYSTERICAL, amenorrhea, in (2)
  29. পাগলামো করে, ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে – INSANITY, amenorrhea, from (1)
  30. অলসতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – LAZINESS, amenorrhea, in (1)
  31. হতাশা হতে অসুস্থতা, ঋতুস্রাব অনুপস্থিত থকার কারণে – LOVE, (ailments from disappointed), amenorrhea, causes (2)
  32. আক্ষেপ, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – CONVULSIONS, amenorrhea, in (2)
  33. মুর্ছাকল্পতা, নির্জীবতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FAINTING, faintness, amenorrhea, in (1)
  34. নাসিকার রক্তস্রাব, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – NOSEBLEEDS, epistaxis amenorrhea, with (9)
  35. দ্রুত, নাড়ি স্পন্ধন ১২০ বার, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FAST, pulse amenorrhea, in, 120 (1)
  36. গভীর, নিদ্রা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DEEP, sleep amenorrhea, in (1)
  37. অনিদ্রা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – INSOMNIA, amenorrhea, in (2)
  38. দীর্ঘক্ষণ নিদ্রা তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – PROLONGED, sleep amenorrhea, with (1)
  39. আক্ষেপিক ভাবে হাই তোলে ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – YAWNING, spasmodic amenorrhea, in (1)
  40. প্রস্রাব প্রচুর পরিমানে হয়, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – Urine COPIOUS amenorrhea with (7)
  41. প্রস্রাব অত্যল্প পরিমাণে হয়, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – Urine SCANTY amenorrhea, with (10)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে মাসিক বন্ধ থাকার চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *