মেনিনজেস (Meninges)

মেনিনজেস (Meninges):

মস্তিষ্ক অসংখ্য স্নায়ু কোষ (Neuron) দিয়ে গঠিত। ইহা স্কালের (Skull ) ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে। সমস্ত মস্তিষ্ক তিন স্তরে বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দার নাম মেনিনজেস (Meninges)। স্নায়ু কোষ বা নিউরন এর গঠিত : এর দুটি অংশ ১) দেহ (Body), ২) বাহুসমূহ (Process)

বাহুসমূহ:

ক) এক্সন (Axon): সর্ববৃহৎ বাহুর নাম এক্সন । প্রতি স্নায়ু কোষে ১ টি এক্সন থাকে । একাধিক এক্সন একত্রিত হয়ে নার্ভ (Nerve ) বা স্নায়ু গঠন করে।

খ) ডেনড্রাইট (Dendrite): দেহ কাণ্ডের চার পার্শ্বে এক বা একাধিক ডেনড্রাইট থাকে। এরা সাধারণত উদ্দীপনা (Sensation) গ্রহণ করে বাহু সমূহের (Process) মাধ্যমে শরীরে বিভিন্ন অংশের অনুভূতি মস্তিষ্কে ও সুষুন্মাতে (Spinal cord) পৌঁছে।

গ) স্নায়ু (Nerve): একাধিক এক্সন একত্রিত হয়ে নার্ভ তৈরি করে। ২ ধরনের নার্ভ আছে। ১) মোটর নার্ভ, ২) সেন্সরি নার্ভ

বাহু (Process) বা নার্ভ সমূহের সংযোগ স্থলকে সিন্যাপস (Synapse) বলে ।

Meninges2

সফল রোগীর ভিডিও প্রমাণ

মেনিনজেসের ৩ টি স্তর

  • ১) ডুরা মেটার (Dura Matter),
  • ২) এরাকনয়েড (Arachnoid matter),
  • ৩) পায়া মেটার (Pia matter),

পায়া মেটার ও এরাকনয়েড মেটার এর মধ্যবর্তী অংশে সেরিব্রো স্পাইনাল ফ্লুয়িড (C.S.F) থাকে। এই জলীয় পদার্থে সম্পূর্ণ মস্তিষ্কে ভেসে থাকে। তাই এর ওজন কম হয় ও বাহিরের আঘাত সরাসরি মস্তিষ্কে লাগে না। সুষুন্মা স্নায়ুর চার পার্শ্বে ও মেনিনজেস থাকে।

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *