যকৃত, কলিজা, লিভার (Liver)

যকৃত, কলিজা, লিভার (Liver)

শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কালচে লাল রংয়ের গ্রন্থি প্রায় ১.৫ কেজি ওজন। অবস্থান এবডোমেনের ডান হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্টিক ও সামান্য অংশ বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রধানত ২ টি লোবে বিভক্ত।

  • ১) ডান লোবে (Right Lobe)
  • ২) বাম লোবে (Left Lobe) এর দুটি ক্ষুদ্র লোব আছে, যথা :  ক) কডেট লোব, খ) কোয়াড্রেট লোব।

কাজ :

  • ১) পিত্ত তৈরি করে নিঃসরণ করে।
  • ২) এলবুমিন, ফিব্রিনোজেন, প্রোথম্বিন নামক প্লাজমা প্রোটিন তৈরি করে।
  • ৩) গ্লাইকোজেন হিসাবে খাবার জমা রাখে।
  • ৪) ভিটামিন এ, বি ও আয়রন জমা রাখে।
  • ৫) বিভিন্ন খাবারের বিপাকে সহায়তা করে।
  • ৬) শরীরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে।
  • ৭) গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকা (RBC) তৈরি করে।
  • ৮) ঔষধ এবং বিভিন্ন ক্ষতিকারক বস্তুকে কম ক্ষতিকারক পদার্থে রূপান্তর করে, পরে যা বৃক্ক দিয়ে (Kidney) শরীর থেকে বের হয়ে যায়।
  • ৯) রক্তে গ্লুকোজের ভারসম্য (Glucostatic function CBD) রক্ষা করে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

 

[PGP id=876]

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

4 Comments

  1. nur

    Salam Dr.

    i have been suffering HBsAg+ since last 1.5yr (approx). is there any treatment in Homeopathey ? pl help by suggesting. Im from Chittagong.

    Nur – 01714344879

    Reply
  2. Firoz

    Dear Doctor, Amar HBsAg+ (positive) 06 years dhore. Eta ki ado Negetive possible? Koto din lagbe? Plz advice me………….Thanks. “Firoz”

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      হ্যাঁ HBsAg+ আক্রান্ত রোগীকে কে হোমিও চিকিৎসার মাধ্যমে নেগেটিভ করা সম্ভব। + – ১ বৎসর চিকিৎসা নিতে হয়। প্রায় ৫৫% রোগী নেগেটিভ হয়।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *