রক্তের বিভিন্ন ইলেক্ট্রোলাইট ও কেমিকেলের স্বাভাবিক মাত্রা (Electrolyte and chemicals)

রক্তের বিভিন্ন ইলেক্ট্রোলাইট ও কেমিকেলের স্বাভাবিক মাত্রা:

  • বিলিরুবিন ( Bilirubin) .০৩-১মি. গ্রাম /প্রতি লিটারে,
  • কোলেস্টেরল (Cholesterol) ১৪৫-২৭০ মি.গ্রাম/১০০ প্রতি লিটারে,
  • ক্রিয়েটিনিন (Creatinine ) ০.৬-১.৬ মি. গ্রাম /১০০ প্রতি লিটারে,
  • লৌহ ( Iron) ১০-৩২ মাইক্রো মোল/ লিটার,
  • ইউরিয়া ১৫-৪০ মি. গ্রাম মোল/লিটার,
  • সোডিয়াম ১৩২-১৪৪ মি.মোল/ লিটার,
  • পটাসিয়াম ৩.৩-৫ মি. মোল / লিটার,
  • ক্যালসিয়াম ২.২-২.৫ মি মোল / লিটার,
  • গ্লুকোজ (অভুক্ত অবস্থায়) ১০০-১২০ মি. গ্রাম /১০০ মি.লি

ইলেক্ট্রোলাইট: পানিতে দ্রবণীয় লবণ সমূহ (সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি)

কে বলে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *