শ্লেষ্মা (Mucus)

শ্লেষ্মা (Mucus):

শ্লেষ্মা ঝিল্লী (Mucus Membrance) থেকে নিঃসৃত ঘন সাদাটে/ স্বচ্ছ তরল যা মূলত পানি, ইলেক্ট্রোলাইট

(Na+, K+, PO4 , , Ca++, Cl)

গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে গঠিত, তাকে শ্লেষ্মা বা মিউকাস বলে।

শ্লেষ্মার বৈশিষ্ট্য :

  • ১) অন্ত্রকে পিচ্ছিল করে, ফলে খাদ্য বস্তু সহজে নীচের দিকে ধাবিত হয়,
  • ২) খাদ্য বস্তু সমূহের সাথে লেগে মণ্ড বানাতে সাহায্য করে,
  • ৩) অন্ত্রের গাত্রে (Gut-Wall)একটি আলাদা স্তর তৈরি করে, ফলে কঠিন খাবার সরাসরি অন্ত্রের সংস্পর্শে যায় না,
  • ৪) মল তৈরিতে সহায়তা করে,
  • ৫) অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে বের করতে সাহায্য করে,
  • ৬) শরীরের পানি, গ্লুকোজ,এসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে,
  • ৭) পরোক্ষভাবে রক্ত উৎপাদনে সহায়তা করে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *