প্রধান জনন অঙ্গ (Primary Sexual Organ) : ডিম্বাশয় বা ওভারি (Ovary) । ডিম্বাশয়ে ডিম্বাণু বা ডিম্ব তৈরি হয়। এই ডিম্বাণু পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে নতুন জীবন (Zygote) তৈরি করে ।
এখান থেকে ইস্ট্রোজেন ও প্রজেসটেরন নামক হরমোন নিঃসরণ হয় ।
সহযোগী অঙ্গসমূহ : জরায়ু, ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালী, যৌন পথ, ক্লাইটরিস, স্তন ইত্যাদি ।
স্ত্রী সেকেন্ডারি যৌন বিশিষ্টসমূহ : সাধারণত ১২ থেকে ১৪ বৎসর বয়স হতে দেখা যায়।
- ক) মাসিক শুরু হবে,
- (খ) স্তন স্ফীত হওয়া শুরু হবে,
- (গ) যৌনাঙ্গে ও বগলে কেশ দেখা দেবে,
- (ঘ) কোমর বড় হবে ও নিতম্বে মেদ জমবে,
- (ঙ) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মাবে,
- (চ) সমস্ত শরীরের ত্বকের নীচে মেদ জমে এর উজ্জ্বলতা বাড়বে ও শরীরকে নমর করবে, ইত্যাদি।
ইস্ট্রোজেন হরমোনের কাজ (Function of Estrogen):
- ১) স্ত্রী জনন অঙ্গসমূহ আকারে বৃদ্ধি করে,
- ২) ডিম্বকে পরিপক্ব করে,
- ৩) মাসিকের পরে জরায়ুর আবরণীকে (Endometrium) পুরু করে এবং পূর্বের অবস্থায় নিয়ে আসে,
- ৪) জুনি পথের আকৃতি বৃদ্ধি করে,
- ৫) স্ত্রী লোকের মেয়েলী বৈশিষ্ট্যসমূহ প্রকাশে সাহায্য করে।
- ৫) স্তনের নালীর পরিমাণ বৃদ্ধি করে।
- ৬) স্তনে মেদ বৃদ্ধির মাধ্যমে এর আকার বড় করে।
- ৭) জরায়ুতে প্রবিষ্ট শুক্রাণুকে ডিম্ব নালীর দিকে নিয়ে যায় ইত্যাদি।
সফল রোগীর ভিডিও প্রমাণ
প্রোজেসটেরনের কাজ (Function of Progesterone):
- ১) মাসিকের পর জরায়ুর আবরণী কোষের নিঃসরণ ক্ষমতা বৃদ্ধি করে ও একে পুরু করে।
- ২) ডিম্ব নালীর কোষের নিঃসরণ বৃদ্ধি করে এবং শুক্র ও ডিম্বের মিলনে গঠিত জাইগোটকে (Zygote) খাবার যোগান দিতে সাহায্য করে।
- ৩) গর্ভাবস্থায় স্তনে দুগ্ধ তৈরিতে সাহায্য করে।
- ৪) যৌন পথের নিঃসরণ বাড়িয়ে একে পিচ্ছিল রাখে।
- ৫) স্ত্রী লোকের মেয়েলী বৈশিষ্ট্যসমূহ প্রকাশে সাহায্য করে ইত্যাদি।
[PGPP id=1214]