হাড় বিশেষ ধরনের সংযোজক কলা। মানবদেহে ২০৬ টি হাড় আছে।
শ্রেনীবিভাগ : আকৃতি অনুযায়ী হাড় সমূ কে নিন্মের পাঁচটিভাগে ভাগ করা যায়।
১) লম্বা হাড় (Long Bone):
- ফিমার (Femur),
- রেডিয়াস, আলনা (Radius, Ulna)
- হিউমেরাস (Humerus),
- টিবিয়া (Tibia)
২) ক্ষুদ্র হাড় (Short Bone):
- ফ্যালেনজেস , (Phalanges)
- মেটাকারপাল (Metacurpal),
- কারপাল (Carpal)
- টার্সাল (Tarsals)
- মেটা টার্সাল (Metatarsals) ইত্যাদি।
৩) চেপ্টা হাড় (Flat Bone) :
- ফ্রন্টাল (Frontal),
- প্যরাইটাল (Parietal)
সফল রোগীর ভিডিও প্রমাণ
৪) আঁকাবাঁকা হাড় (Irregular Bone):
- ভার্টিব্রা (Vertebrae),
- হিপবোন (Hipbone)
৫) বাতাসপূর্ন হাড় (Pneumatic Bone):
- ইথময়েড (Ethmoid),
- ম্যাকি্রালা (Maxailla)
উর্দ্ধাংগের অস্থি (Bones of Upper Extremity)
- ১) স্ক্যাপুলা (Scapula) ১ * ২ = ২ টি
- ২) ক্লাভিকল (Clavicle) ১ * ২ = ২ টি
- ৩) হিউমেরাস (Humerus) ১ * ২ = ২ টি
- ৪) রেডিয়াস (Radius) ১ * ২ = ২ টি
- ৫) আলনা (Ulna) ১ * ২ = ২ টি
- ৬) কারপাল (Carpal) ৮ * ২ = ১৬ টি
- ৭) মেটাকারপাল (Metacarpal) ৮ * ২ = ১৬ টি
- ৮) ফ্যালানজেস (Phalanges) ১৪ * ২ = ২৮ টি
নিম্নাগের অস্থি সমূহ (Bone of Lower Limb)
- ১) হিপ বোন (Hip Bone) ১ * ২ = ২ টি
- ২) ফিমার (Femur) ১ * ২ = ২ টি
- ৩) প্যাটেলা (Patella) ১ * ২ = ২ টি
- ৪) টিবিয়া (Tibia) ১ * ২ = ২ টি
- ৫) ফিবুলা (Fibula) ১ * ২ = ২ টি
- ৬) টারসাল (Tarsal) ৭ * ২ = ১৪ টি
- ৭) মেটাটারসাল (Metatarsal) ৫ * ২ = ১০ টি
- ৮) টোজ (আঙ্গুল) (Toes) ৫ * ২ = ১০ টি
থোরাক্রের অস্থি সমূহ (Bones of Thorax)
- ১) ষ্টার্নাম (Sternum) – ১ টি
- ২) রিব (Rib) – ১২ * ২ = ২৪ টি
- ৩) থোরাসিক ভার্টিব্রা (Thoracic Vartbra) – ১২ টি
- ৪) লাম্বার ভার্টিব্রা (Lumber Vertbra ) – ৫ টি
- ৫) স্যাকরাল ভার্টিব্রা (Sacral Vertbra) – ৫ টি
- ৬) ককসিজিয়াল ভর্টিব্রা (Coccygeal Vertbra) – ৩-৪ টি
হেড ও ফেস এর অস্থি সমূহ (Bones of Head & Face)
- ১) ফ্রন্টাল (Frontal) ১ টি
- ২) প্যারাইটাল (Parietal) ২ টি
- ৩) অকি্রাপিটাল (Occipital) ১ টি
- ৪) টেমপোরাল (Temporal) ২ টি
- ৫) স্ফেনয়েড (Sphenoid) ১ টি
- ৬) সার্ভিকেল ভার্টিব্রা (Cervical Vertbra) ৭ টি
- ৭) ম্যান্ডিবল (Mandible) ১ টি
- ৮) ম্যাকি্রালা (Maxilla) ২ টি
- ৯) জাইগোম্যাটিক (Zygomatic) ২ টি
- ১০) ন্যাযাল (Nasal) ২ টি
- ১১) ইথময়েড (Ethmoid) ২ টি
মাথার খুলির ভিতর মস্তিস্ক (Brain) ও চক্ষু গোলক (Eye Ball) থাকে।
হাড়ের গঠন
হাড় গঠিত হয় :
(ক) কোষ অষ্টিওসাইট (Osteoccyte), অষ্টিওব্লাষ্ট (Osteoblast), অষ্টিওক্লাষ্ট (Osteoclast) (খ) ম্যাট্রিক (Matrix) – দ্বারা গঠিত হয় :
- ১। কোলাজেন তন্ত্র (Collagen Fibre)
- ২। ইলাষ্টিন তন্ত্র (Elastin fibre)
- ৩। ফ্রাইব্রোব্লাষ্ট (Fibroblast)
- ৪। খনিজ-ক্যালসিয়াম (Calcium), ফসফেট (Phosphate), সোডিয়াম (Sodium)
- ৫। পানি (Water)
- ৬। জৈব রাসায়ন (Organic Chamical) দ্বারা
হাড়ের কাজ (Function of Bone):
- ১। দেহের নির্দিষ্ট আকৃতি দেয়
- ২। চলাফেরায় সহায়তা করে
- ৩। দেহে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম জমা রাখে এবং প্রয়োজন অনুসারে সরবরাহ করে
- ৪। রক্ত কণিকা (RBC, WBC, Platelate) তৈরী করে
- ৫। বাহিরের আঘাত থেকে দেহের গুরুত্বপূর্ন অংগ (যেমন: হৃৎপিন্ড, মস্তিস্ক) কে রক্ষা করে
মেরুদন্ড (Vertebral Column)
গঠন :
৩৩ টি ভার্টিব্রা এবং এদের মধ্যস্থিত তরুনাস্থি (ইন্টারভার্টিব্রাল ডিস্ক) নিয়ে গঠিত হয় । যাহা দেহের পশ্চাত অংশে থাকে ।
- ১) সার্ভিকেল ভার্টিব্রা (Cervical Vertbra) ৭ টি
- ২) থোরাসিক ভার্টিব্রা (Thoracic Vartbra) – ১২ টি
- ৩) লাম্বার ভার্টিব্রা (Lumber Vertbra ) – ৫ টি
- ৪) স্যাকরাল ভার্টিব্রা (Sacral Vertbra) – ৫ টি
- ৫) ককসিজিয়াল ভর্টিব্রা (Coccygeal Vertbra) – ৪ টি
কাজ :
- ১। ওজন বহন করে।
- ২। সমস্ত দেহকান্ডকে সোজা রাখে।
- ৩। এর মধ্যস্থিত স্পাইনাল কর্ডকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে ।
অস্থিসন্ধি বা জোড়া (Joint)
দুই বা ততোধিক অস্থি কোন স্থানে মিলিত হলে তাকে অস্থি সন্ধি বা জোড়া বলে। হাড়গুলি সাধারনত লিগামেন্ট, ক্যাপসুল, টেনডন ইত্যাদির মাধ্যমে একটির সাথে অন্যটি লাগানো থাকে
কয়েকটি বড় অস্থিসন্ধির গঠন :
- ক) সোল্ডার জয়েন্ট (Shoulder joint) কাধের জোড়া : হিউমেরাস ও স্ক্যাপুলার সমন্বয়ে গঠিত
- খ) এলবো জয়েন্ট (Elbow joint) কনুই : হিউমেরাস রেডিয়াস ও আলনার সমন্বয়ে গঠিত।
- গ) রিষ্ট জয়েন্ট (Wrist) কব্জি : রেডিয়াস এবং কার্পাল হাড় দ্বারা গঠিত
- ঘ) হিপ জয়েন্ট (Hip) কোমড় : হিপবোন এবং ফিমার নিয়ে গঠিত
- ঙ) নী-জয়েন্ট (Knee) হাটু : ফিমার, টিবিয়া ও প্যাটেলা নিয়ে গঠিত
- চ) এংকেল জয়েন্ট (Ankle joint ) গোড়ালী : টিবিয়া, টারসাল ও ফিবুলা নিয়ে গঠিত।
[PGPP id=1214]