আমাদের গলার ফেরিংস নামম স্থানে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে যদি ফুলে যায়, কাঁচা ভাব বা পুঁজ উৎপত্তি হয়, তাহলে একে ফেরিংসে প্রদাহ (Pharynx Inflammation) বলে। ফেরিংসে প্রদাহের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
লক্ষণ:
- গিলতে অসুবিধা
- কানে ব্যথা
- সর্দি, জ্বর, জ্বরে কাঁপুনি
- মাথা ব্যথা
- গলায় ও মাড়িতে ব্যথা হয়
কি করলে ভাল লাগতে পারে ? (ব্যাক্তি বিশেষে)
- উষ্ণ গরম পানি খেলে।
- গরম পানিতে লবণ দিয়ে বার বার গড়গড়া করলে।
- ঠাণ্ডা তরল পান বা আইসক্রিম চুষে খেলে।
কখন ডাক্তারের কাছে যেতে হবে ?
- কিছু গিলতে অসুবিধা হলে।
- ঢুক গিলার সময় ব্যথা ৩ দিনের বেশি হলে।
- মুখ দিয়ে লালা নিঃসরণ হলে।
- জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে।
- ফলার পেছন দিকে পুঁজ দেখা দিলে।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে ফেরিংসে প্রদাহের চিকিৎসার জন্য নিচে দেয়া ২০ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে লক্ষণের সাথে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
ফেরিংসে প্রদাহ – Pharynx Inflammation
- ফেরিংসে প্রদাহ। THROAT – INFLAMMATION – Pharynx – ঔষধ aesc. allox. am-c. ant-t. Apis arg-met. arg-n. ars. arum-d. arum-m. bapt. bar-c. bar-m. bell. brom. bry. calc. canth. caps. carb-ac. cinnm. cortico. crot-h. dros. dubo-m. dys. ferr-p. guaj. hed. HEP. hepat. influ. kali-bi. kali-c. kali-i. Lac-c. lach. luf-op. lyss. mangi. med. mentho. Merc. merc-c. morg-p. nat-m. nit-ac. oxyte-chl. parat-b. parathyr. phos. Phyt. polyg-h. prot. psor. rhus-t. sabad. salv. sangin-n. Sil. sin-n. sulph. syph. tub. Wye.
- ফেরিংসে প্রদাহ ডান পার্শে। THROAT – INFLAMMATION – Pharynx – right
- ফেরিংসে প্রদাহ, ডান থেকে বামে বিস্তৃত হয়। THROAT – INFLAMMATION – Pharynx – right – extending to – left
- ফেরিংসে প্রদাহ বাম পার্শে। THROAT – INFLAMMATION – Pharynx – left
- ফেরিংসে প্রদাহ বাম থেকে ডানে বিস্তৃত হয়। THROAT – INFLAMMATION – Pharynx – left – extending to – right
- ফেরিংসে প্রদাহ একুইট। THROAT – INFLAMMATION – Pharynx – acute
- ফেরিংসে প্রদাহ শুষ্ক। THROAT – INFLAMMATION – Pharynx – atrophic
- ফেরিংসে প্রদাহ ক্রনিক। THROAT – INFLAMMATION – Pharynx – chronic
- ফেরিংসে প্রদাহ শীতল বাতাসে। THROAT – INFLAMMATION – Pharynx – cold – air
- ফেরিংসে প্রদাহ ঠাণ্ডা পানিয় পানে উপশম। THROAT – INFLAMMATION – Pharynx – drinks – cold – amel.
- ফেরিংসে প্রদাহ গরম পানিয় পানে উপশম। THROAT – INFLAMMATION – Pharynx – drinks – warm – amel.
- ফেরিংসে পুঁজ উৎপত্তিকর প্রদাহ। THROAT – INFLAMMATION – Pharynx – follicular
- ফেরিংসে পচনশীল প্রদাহ। THROAT – INFLAMMATION – Pharynx – gangrenous
- ফেরিংসে ইনফ্লোয়েঞ্জা ঘটিত প্রদাহ। THROAT – INFLAMMATION – Pharynx – influenzal
- ফেরিংসে প্রদাহ বার বার হয়। THROAT – INFLAMMATION – Pharynx – recurrent
- ফেরিংসে জীবাণু ঘটিত পচন। THROAT – INFLAMMATION – Pharynx – septic
- ফেরিংসে প্রদাহ, কথা বললে বৃদ্ধি। THROAT – INFLAMMATION – Pharynx – talking agg.
নেসোফেরিংসে প্রদাহ – Nasopharynx Inflammation
- গলনালির নেসোফেরিংসে প্রদাহ। THROAT – INFLAMMATION – Nasopharynx
- গলনালির নেসোফেরিংসে একুইট প্রদাহ। THROAT – INFLAMMATION – Nasopharynx – acute
- গলনালির নেসোফেরিংসে ক্রনিক প্রদাহ। THROAT – INFLAMMATION – Nasopharynx – chronic
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি ও সিন্থেসিস রেপার্টরি।
[PGPP id=1214]
সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…
Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015