মুখশ্রী লাল বা বেগুনি বর্ন দেখায়। |
শরীরের যে কোন স্থানের রক্তাধিক্য, দপদপকর মাথা ব্যথা, নাক দিয়ে রক্ত প্রবাহ হলে বা ঋতুস্রাব হলে উপশম। |
নাক দিয়ে রক্তস্রাব হওয়ার পূর্বে মুখশ্রী অত্যন্ত লাল হয় এবং ক্যারটিভ ধমনি দপদপ করে। |
চর্ম ঘর্মহীন। |
রক্তাধিক্য ও রক্তস্রাব, এই দুটি লক্ষণকে এই ঔষধটির বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করা হয়। রক্তাধিক্য জনিত ও স্নায়বিয় তীব্র মাথার বেদনা। শিশুদের খেঁচুনি। মাথায় আঘাত লাগা হেতু মৃগী।
বেদনা ও দুর্বলতা এই ঔষধের নির্দেশক লক্ষণ।শীতলতা, তথাপি একই সঙ্গে গাত্রতাপের বৃদ্ধি। স্পর্শ কাতরতা ও বেদনা। পেশী সমূহের অবসাদ। স্বপ্ন এবং বীর্যপাত।
কান – কোন কাজে মনকে স্থির করতে অক্ষম। স্মৃতি শক্তি বিশ্বাসঘাতক। মূর্চ্ছা। দৌড়ে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে চায়। বিভ্রান্তি ; সে (স্ত্রী) মনে করে প্রত্যেকে তার দিকে তাকিয়ে রয়েছে, জোরে কথা বলতে ভয় করে এবং দৌড়ে পালিয়ে যেতে চায় প্রভৃতি।
মাথা — মাথার বেদনা তৎসহ ওয়াক তোলা, বমি, চক্ষু কোটরের পর চাপবোধ, ফ্যাকাসেবর্ণ, হাত ও পা দুটি শীতল, চোখের সামনে কালোছোপ সমূহ। মাথায় ভারী বোধ ও অবসাদ ;মাথার সামনের অংশে বেদনা, দপদপকর, মস্তিষ্কের ভিতরে তরঙ্গের। মত অনুভূতি। আধকপালে মাথার বেদনা;নাকদিয়ে রক্তস্রাবে অথবা ঋতুস্রাবে উপশম। সমগ্র মাথায় পূর্ণতার অনুভূতি। চোখদুটিতে ভারীবোধ ; ঝাপসাদৃষ্টি ; উপশম পাবার জন্যে চোখ দুটি কষে বন্ধ করে রাখে। ডান দিকের মাথা ও ঘাড়ের উপর এবং চারিপাশে স্নায়ুশূল। মাথার চামড়ায় টাটানি ব্যথা ও স্পর্শকাতরতা।
নাক – বন্ধ হয়ে আসে, শুষ্ক , মুখ দিয়ে শ্বাসনিতে বাধ্য হয় ;নাকের ভিতরে শুষ্ক ও শক্ত মামড়ি জমা হয় ;নাক দিয়ে প্রচুর রক্তস্রাব।
মুখমন্ডল — তীব্র লালবর্ণ যুক্ত এবং মুখমন্ডল দিয়ে আগুনের হল্কা বেরিয়ে থাকে, তৎসহ গ্রীবাদেশীষ ধমনীর দপানি। (বেলেডোনা)।
মল – কষ্টকর, বেদনাপূর্ণ, কোষ্টকাঠিণ্য। মলদ্বারে সঙ্কোচনের অনুভূতি। পূর্ণতার অনুভূতি, দপদপানি। প্রচুর পরিমাণে মলজমা না হলে মলত্যাগের বেগ আসে না (ব্রায়োনিয়া ;এলুমিনা)।
স্ত্রীরোগ – মাসিক ঋতুস্রাব স্বল্প থেমেথেমে স্রাব হয়, তৎসহ বমি-বমিভাব ও নীচের দিকে কিছু ঠেলে বেরিয়ে আসার ন্যায় অনুভূতি বিৰ্হি যৌনাঙ্গে খোঁচা মারার মত বেদনা। বেদনাদায়ক মাসিক ঋতু স্রাব। ডিম্বাশয়ের স্নায়ুশূল।
শ্বাস-প্রশ্বাস যন্ত্র সমূহ’— দম বন্ধ হবার ন্যায় অনুভূতি, বিশেষতঃ দ্রুত হাঁটা-চলা করার সময়। বুকের উপর ভারীবোধ, গলার ভিতর সুড়সুড়ঙ্কর অনুভূতি, তৎসহ কাশি।
অঙ্গপ্রত্যঙ্গ – হাটুস্থানে বেদনা; পাদুটি টান করার ইচ্ছা, কিন্তু তাতে বেদনার উপশম হয় না। সন্ধিস্থানে টাটানি ব্যথা। চামড়া ও অঙ্গ প্রতঙ্গ শীতল। হাঁটুর সন্ধির স্থানের অসাড়তা ও কনকনাণি।
কমা-বাড়া-বৃদ্ধি – বর্ষায়, পরিবর্তনশীল আবহাওয়ায়, ঝড়ের প্রারম্বে, নড়াচড়ায়; বিকাল ৪ টায়।
সম্বন্ধ – তুলনীয় – মেলিলোটাস এলম্বা-(হোয়াইট ক্লোভার) আংশিকভাবে একই রকম কাজ করে। (রক্তস্রাব, রক্তাধিক্য যুক্ত মাথার বেদনা, রক্তবহানলীর স্ফীতাবস্থা, আক্ষেপ)। এমিল নাইট্টেট, বেলোডোনা, গ্লোনোয়িন।
শক্তি – অরিষ্ট, কেবল মাত্র ঘ্রাণ নেবার জন্য; নিম্নতর শক্তি সমূহ।