Pertussin [Per] পার্টুসিন

Per: ব্যাপকভাবে হুপিং কাশি আরম্ভ হয় অথচ কোনো বিশিষ্ট লক্ষণ পাওয়া যায় না তখন পার্টুসিন প্রয়োগে রোগ আরোগ্যের পথে ধাবিত হয় বা সুস্পষ্ট লক্ষণ প্রকাশ করে, কখনো কখনো ঔষধ প্রয়োগের ৩ দিন পরে এর ফল বুঝা যায়, নানা প্রকার ঔষধ প্রয়োগের ফলে রোগ জটিল হলে পার্টুসিন বিশেষ উপকারী।

Per: গলায় সুড়সুড় করে আক্ষেপিক কাশির সহিত মুখমণ্ডলে তার তীব্র প্রভাব, সামান্য ঠাণ্ডায় বৃদ্ধি।

Per: কাশির পরে বমি বা বমি ভাব, হুপিং কাশির পরে অসুস্থতা।

Per: স্প্লিন বড় হয়ে যায় (Splenomegaly)।

Per: রাত ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত অনিদ্রা।

হুপিং কাশির ক্ষেত্রে ভাইরাসযুক্ত চকে ও দড়ির মত শ্লেষ্মা থেকে এই ঔষধটি প্রস্তুত হয়। হুপিং কাশি ও অন্যান্যা প্রকারের আক্ষেপিক কাশির চিকিৎসার জন্য জন. এইচ. ক্লার্ক ঔষধটি তৈরী করেছেন।

সম্বন্ধ-তুলনীয়-ড্রসেরা; কোরালিয়াম, কিউপ্রাম, ন্যাপথেলিন, মেফাইটিস, প্যাসিফ্লোরা, কোকাস, ক্যাকটাই, ম্যাগ্নেসিয়া ফস।

শক্তি – ৩০ শক্তি।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *