প্রস্রাব আটকে যাওয়া (Retention of urine) কি?
মূত্র স্থলীতে থাকা সমস্ত প্রস্রাব খালী করতে না পারাকে প্রস্রাব আটকে যাওয়া (Retention of urine) বলে, এ সমস্যা হটাত করে হতে পারে বা অনেক দিন ধরে ধীরে ধীরে তৈরি হতে পারে ও ক্রনিক রূপ নিতে পারে।
লক্ষণ সমূহ:
১. প্রস্রাব করার পরে মনেহয় প্রস্রাব এখনো মূত্র স্থলীতে রয়ে গেছে।
২. প্রচুর প্রেশার বা কোঁথানি দিয়েও শেষের কিছু প্রস্রাব বের করতে পারেনা।
৩. প্রস্রাব করতে না পেরে প্রচণ্ড ব্যথা অনুভব করা।
৪. সম্পূর্ণ রূপে প্রস্রাব করতে না পারা।
প্রস্রাব আটকে যাওয়া (Retention of urine) নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন:
১. জন্মের পরে বা নবজাতকের প্রস্রাব না হওয়ার জন্য হোমিওপ্যাথি ঔষধ কি কি?
২. অনেক সময় ধরে প্রস্রাব হয়না বা আটকে থাকার পর যখন হয় তখন প্রস্রাবের সাথে চাপ চাপ নির্গত হয়, এ রোগের ঔষধ কি?
৩. আঁতুড় ঘর বা বাচ্চা প্রসব করার পর প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৪. ফান্ডাস পেশীর দুর্বলতা ও স্পিংকটার মাসেলের সংকোচনের ফলে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৫. কাশি দিলে প্রস্রাবের বেগ লাগলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৬. খাটা-খাটুনি বা পরিশ্রম করার পর যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৭. ভয় পাওয়ার পর যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৮. মূত্র স্থলী বা নালীতে প্রদাহ হওয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
৯. লোকোমটর এটাকসিয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
১০. ঋতুস্রাবের সময় যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
১১. প্রস্রাব আটকে যাওয়া বা বন্ধ হওয়ার সহিত যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
১২. গর্ভ ধারণ বা প্রেগনেন্সি অবস্থায় যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
১৩. প্রস্টেট গ্লান্ড বৃদ্ধি বা বড় হওয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
১৪. প্রস্রাব আটকে যাওয়ার চিকিৎসায় সফলতার জন্য হোমিওপ্যাথিতে কি কি বিষয় মনে রাখতে হবে?
উত্তর:
১. জন্মের পরে বা নবজাতকের প্রস্রাব না হওয়ার জন্য হোমিওপ্যাথি ঔষধ কি কি?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Birth, at:
2 Acon, 1 Apis
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Infants, in new born:
3 Acon, 2 Apis, 1 Arn, 2 Ars, 1 Benz-ac, 2 Camph, 2 Canth, 2 Caust, 1 Erig, 1 Hyos, 2 Lyc, 2 Op, 1 Puls
২. অনেক সময় ধরে প্রস্রাব হয়না বা আটকে থাকার পর যখন হয় তখন প্রস্রাবের সাথে চাপ চাপ নির্গত হয়, এ রোগের ঔষধ কি?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Clots, in the bladder, from:
1 Cact, 1 Caust
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Clots, in the bladder, from: Vagina, from:
1 Coc-c
৩. আঁতুড় ঘর বা বাচ্চা প্রসব করার পর প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Confinement, during:
2 Bell-p, 1 Calen, 1 Caust, 1 Plb, 2 Sep, 1 Staph
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Confinement, during: After:
2 Arn, 3 Ars, 2 Bell, 1 Bell-p, 1 Canth, 3 Caust, 2 Equis, 2 Hyos, 1 Ign, 1 Lyc, 2 Nux-v, 2 Op, 2 Puls, 1 Rhus-t, 1 Sec, 1 Sep, 1 Stann, 2 Staph, 1 Stram
৪. ফান্ডাস পেশীর দুর্বলতা ও স্পিংকটার মাসেলের সংকোচনের ফলে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Atony, of fundus, from:
1 Sep, 1 Ter
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Contraction, of sphincter, sensation as if urine retained by:
1 Caust, 1 Sulph
৫. কাশি দিলে প্রস্রাবের বেগ লাগলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Coughing, on, sensation of retention with urging:
1 Ip
৬. খাটাখাটুনি বা পরিশ্রম করার পর যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Exertion, after:
3 Arn, 2 Bell-p, 3 Caps, 3 Rhus-t
৭. ভয় পাওয়ার পর যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Fright, after:
1 Acon, 1 Bell, 3 Op
৮. মূত্র স্থলী বা নালীতে প্রদাহ হওয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Inflammation, from:
2 Acon, 1 Bell, 1 Cann-i, 3 Cann-s, 3 Canth, 1 Cop, 1 Dig, 1 Dulc, 2 Merc, 3 Nux-v, 1 Puls, 1 Sabin, 1 Sars, 1 Sulph
৯. লোকোমটর এটাকসিয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Locomotor, ataxia:
2 Arg-n
১০. ঋতুস্রাবের সময় যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Menses, during:
1 Ham, 1 Kali-bi
১১. প্রস্রাব আটকে যাওয়া বা বন্ধ হওয়ার সহিত যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Painful:
1 Acon, 2 Arn, 1 Ars, 2 Aur, 1 Bell, 1 Bor, 1 Calc-p, 3 Canth, 1 Caps, 3 Caust, 1 Cop, 1 Crot-h, 3 Cupr, 2 Dulc, 2 Lyc, 2 Nit-ac, 3 Nux-v, 2 Op, 2 Pareir, 2 Plb, 2 Puls, 1 Sabin, 2 Sars, 1 Sul-ac, 2 Ter
১২. গর্ভ ধারণ বা প্রেগনেন্সি অবস্থায় যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[Murphy ] [Bladder] RETENTION, OF URINE: Pregnancy, in:
1 Acon, 1 Apis, 1 Arn, 1 Bell, 1 Camph, 1 Cann-s, 1 Canth, 1 Caps, 2 Caust, 1 Cocc, 1 Con, 1 Equis, 1 Graph, 1 Hep, 1 Laur, 1 Lyc, 1 Merc-c, 1 Nux-v, 1 Plb, 1 Puls, 1 Rhus-t, 1 Ruta, 2 Sep, 1 Stram, 1 Sulph
১৩. প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা বড় হওয়ার ফলে যদি প্রস্রাব আটকে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ রয়েছে?
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: (19)
1 Hyos, 1 Zinc, 3 Staph, 1 Bell, 3 Dig, 1 Stram, 2 Apis, 2 Cact, 2 Chim, 2 Puls, 1 Benz-ac, 1 Canth, 1 Con, 1 Ferr, 1 Kali-i, 1 Merc-d, 1 Morph, 1 Pareir, 1 Sep,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: PUERPERAL: (8)
2 Hyos, 1 Staph, 2 Bell, 1 Stram, 2 Arn, 2 Op, 1 Acon, 1 Equis,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: SITTING BENT BACKWARDS AMEL: (1)
2 Zinc,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: SLEEPINESS, WITH: (1)
1 Ter,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: SUPPRESSED ERUPTIONS OR DISCHARGES, FROM: (1)
1 Camph,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: SURGERY, FROM: (2)
1 Caust, 1 Calen,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: UNABLE TO PASS URINE IN PRESENCE OF COMPANY: (1)
3 Nat-m,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: URGING, WITHOUT: (4)
2 Caust, 2 Ars, 1 Phos, 1 Plb,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: WATER, NOISE OF RUNNING, AMEL.: (4)
1 Hyos, 1 Zinc, 1 Tarent, 1 Lyss,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: WET AFTER GETTING FEET: (2)
2 All-c, 2 Rhus-t,
[MURPHY ] [BLADDER] RETENTION, OF URINE: PROSTATE, FROM ENLARGED: WHISTLING AMEL.: (2)
1 Tarent, 1 Cycl
১৪. প্রস্রাব আটকে যাওয়ার চিকিৎসায় সফলতার জন্য হোমিওপ্যাথিতে কি কি বিষয় মনে রাখতে হবে?
উত্তরঃ
Bladder – RETENTION of urine এর ৩৯ টি সাব রুব্রিক:
1 Bladder প্রস্রাব আটকে থাকা RETENTION, of urine (116)
2 Bladder প্রস্রাব আটকে থাকা, ঠাণ্ডা বাতাসে থাকার ফলে RETENTION, of urine air, from exposure to cold (1)
3 Bladder প্রস্রাব আটকে থাকা, ফান্ডাস পেশীর দুর্বলতার ফলে RETENTION, of urine atony of fundus, from (1)
4 Bladder প্রস্রাব আটকে থাকা, বিয়ার পান করার পরে RETENTION, of urine beer, after (1)
5 Bladder প্রস্রাব আটকে থাকা, জন্মের সময় RETENTION, of urine birth, at (2)
6 Bladder প্রস্রাব আটকে থাকা, শিশুদের RETENTION, of urine children, in (13)
7 Bladder প্রস্রাব আটকে থাকা, শীত লাগার সময় RETENTION, of urine chill, in (8)
8 Bladder প্রস্রাব আটকে থাকা, কলেরার সময় RETENTION, of urine cholera, in (6)
9 Bladder প্রস্রাব আটকে থাকা, পুরাতন RETENTION, of urine chronic (3)
10 Bladder প্রস্রাব আটকে থাকা, মূত্রথলি হতে চাপ চাপ নির্গত হয় RETENTION, of urine clots, in the bladder, from (2)
11 Bladder প্রস্রাব আটকে থাকা, ঠাণ্ডা হাতানোর ফলে RETENTION, of urine cold, from catching (8)
12 Bladder প্রস্রাব আটকে থাকা, শূলবেদনা RETENTION, of urine colic (4)
13 Bladder প্রস্রাব আটকে থাকা, আঁতুড় ঘড়ে থাকার সময় RETENTION, of urine confinement, during (6)
14 Bladder প্রস্রাব আটকে থাকা, স্পিংকটার মাসেলের সংকোচনের ফলে এমন অনুভূতি যেন মূত্র রয়ে গেছে RETENTION, of urine contraction of sphincter, sensation as if urine retained by (2)
15 Bladder প্রস্রাব আটকে থাকা, কাশি দিলে এমন অনুভূতি যেন প্রস্রাবের বেগলাগার সহিত মূত্র জমে আছে RETENTION, of urine coughing, on, sensation of retention with urging (1)
16 Bladder প্রস্রাব আটকে থাকা, আমাশয়ের সময় RETENTION, of urine dysentery (2)
17 Bladder প্রস্রাব আটকে থাকা, বয়োজ্যেষ্ঠদের RETENTION, of urine elderly men (7)
18 Bladder প্রস্রাব আটকে থাকা, সন্ধ্যায় RETENTION, of urine evening (1)
19 Bladder প্রস্রাব আটকে থাকা, পরিশ্রম করার পরে RETENTION, of urine exertion, after (3)
20 Bladder প্রস্রাব আটকে থাকা, জ্বরের ফলে একুইট অসুস্থতা RETENTION, of urine fever, from acute illness (5)
21 Bladder প্রস্রাব আটকে থাকা, ভয় পাওয়ার পরে RETENTION, of urine fright, after (2)
22 Bladder প্রস্রাব আটকে থাকা, মাথা ব্যথার সময় RETENTION, of urine headache, in (1)
23 Bladder প্রস্রাব আটকে থাকা, হিস্টিরিয়ার সময় RETENTION, of urine hysteria, in (2)
24 Bladder প্রস্রাব আটকে থাকা, ইনফ্যান্ট শিশুদের RETENTION, of urine infants, in new born (13)
25 Bladder প্রস্রাব আটকে থাকা, প্রদাহ হওয়ার ফলে RETENTION, of urine inflammation, from (7)
26 Bladder প্রস্রাব আটকে থাকা, আঘাত লাগার পরে RETENTION, of urine injuries, after (3)
27 Bladder প্রস্রাব আটকে থাকা, লোকোমটর এটাকসিয়ার ফলে RETENTION, of urine locomotor ataxia (1)
28 Bladder প্রস্রাব আটকে থাকা, ঋতুস্রাবের সময় RETENTION, of urine menses, during (2)
29 Bladder প্রস্রাব আটকে থাকা, সঙ্গীতে উপশম RETENTION, of urine music amel. (1)
30 Bladder প্রস্রাব আটকে থাকা, রাত ৩ টা থেকে ৬ টায় RETENTION, of urine night, 3 to 6 a.m (1)
31 Bladder প্রস্রাব আটকে থাকা, উদর বেদনার সময় RETENTION, of urine pain, in abdomen, when (1)
32 Bladder প্রস্রাব আটকে থাকা, বেদনাদায়ক RETENTION, of urine painful (23)
33 Bladder প্রস্রাব আটকে থাকা, বেদনাশূন্য RETENTION, of urine painless (1)
34 Bladder প্রস্রাব আটকে থাকা, পক্ষাঘাতের ফলে RETENTION, of urine paralysis, from (7)
35 Bladder প্রস্রাব আটকে থাকা, নিম্নাঙ্গের অসাড়তার সহিত RETENTION, of urine paraplegia, with (1)
36 Bladder প্রস্রাব আটকে থাকা, গর্ভধারণ অবস্থায় RETENTION, of urine pregnancy, in (2)
37 Bladder প্রস্রাব আটকে থাকা, অন্য কারো উপস্থিতিতে RETENTION, of urine presence of others, in (2)
38 Bladder প্রস্রাব আটকে থাকা, বৃহদাকার প্রোস্টেটের ফলে RETENTION, of urine prostate, from enlarged (18)
39 Bladder প্রস্রাব আটকে থাকা, মূত্রত্যাগের পরে এমন অনুভূতি RETENTION of urine, sensation as if, after urination (2)
আপনার যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন