হোমিওপ্যাথি!!!, তার দর্শন, ঔষধ ও চিকিৎসা অন্য সকল প্যাথি থেকে শুধু আলাদা নয় বিপরীতও বটে। তাই কোন হোমিওপ্যাথি চিকিৎসককে এরূপ প্রশ্ন করা ঠিক নয় যে, এ রোগের জন্য কি ঔষধ খাবো?
বরং আপনি বলবেন:
১. আমার শরীর ও মনে এ কয়েকটা কষ্টকর ও শুখকর লক্ষণ আছে।
২. আমার উক্ত লক্ষণ – এ কারনে কমে বা বৃদ্ধিপায় অথবা এ অবস্থায় কমে বা বৃদ্ধিপায়।
৩. আর আমার এ লক্ষণটা এতটাই অদ্ভুত যেটা অন্য কাউকে বলে বুঝানো যায়না, আর বিশ্বাসও করতে চায়না।
এবার প্রশ্ন করুন:
⇒ ডাক্তার সাহেব, এ সমস্ত লক্ষণ সমূহকে সমন্বিত করে আমার চিকিৎসা করতে আপনিকি পারবেন?
মনে রাখবেন:
যে হোমিওপ্যাথি চিকিৎসক আপনার এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারবেন তিনিই প্রকৃত দক্ষ চিকিৎসক।
⇒ আর একটি কথা: হোমিওপ্যাথির মতো ট্যাকনিক্যাল বিষয়ে সার্টিফিকেটের চেয়ে দক্ষতার মূল্য অনেক অনেক বেশি।
আমাদের কতিপয় সফল লক্ষণ সমন্বিতকরণ বা এনালাইসিসের ভিডিও উদাহরণ দেয়া হলো –
[videogallery id=”Analysis”]