একজিমার হোমিওপ্যাথিক চিকিৎসা
একজিমা কি? | What is Eczema?
চামড়ার উপরে রুক্ষ উদ্দীপ্ত ও বর্ণ বিকৃত অবস্থা যাতে ফোস্কা, চুলকানি, রক্তক্ষরণ, জ্বালা, ব্যথাসহ নানাপ্রকার উপসর্গ হতে পারে। আক্রান্ত স্থান সাধারণত ভেজা থাকে তাতে পুঁজ হতে পারে আবার নাও হতে পারে। এ রোগ সাধারণত একজিমাটাস ডার্মাটাইটিসের (Eczematous Dermatitis) প্রতিক্রিয়ায় হয়ে থাকে। এছাড়াও বাহ্যিক প্রতিক্রিয়ার ফলেও হতে পারে। একজিমার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
একজিমা রোগ হওয়ার কারণ কি? | What are the causes of Eczema?
চামড়ার অতি সংবেদনশীলতা অর্থাৎ অত্যধিক উত্তেজনা প্রবণ চামড়া যাতে অল্পতেই প্রদাহ সৃষ্টি জনিত কারণে একজিমা নামক চর্মরোগ হয়। বিভিন্ন কারণে চামড়ায় অতি সংবেদনশীলতা বা এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যেমন বাহ্যিক এলার্জিক কারণগুলো হল সূর্যালোক, পানি, সাবান, গাছ, খাদ্য, ঔষধ, রাসায়নিক পদার্থ ইত্যাদি। আভ্যন্তরীণ এলার্জিক কারণগুলো হল যকৃত ও পরিপাক তন্ত্রের রোগ, কৃমি, দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণ, অত্যধিক টেনশন ইত্যাদি।
শরীরের কোন কোন স্থানে একজিমা হয়? | Which part of the body are affected by Eczema?
একজিমা সাধারণত কনুইয়ের সামনের ভাজে, কব্জির পেছনে, হাঁটুর পেছনের ভাজে, গোড়ালির সামনের ভাঁজে বেশী হয়ে থাকে। বাচ্চাদের মুখে, হাতে, পায়ের তালুতে হতে পারে।
একজিমার প্রকারভেদ: | Types of Eczema
প্রকারভেদ (Types): একজিমা প্রধানত দু’ধরনের হয়ে থাকে। যথা-
সদ্য আক্রান্ত একজিমা (Acute): ত্বকে লাল ক্ষত হয়, ফুলে যায়, ফুসকুড়ি দেখা দেয়, চুলকায়, ইনফেকশন হলে পুঁজ হয়, সাধারণত ভেজা থাকে।
পুরাতন একজিমা (Chronic): একজিমা পুরাতন হলে পুঁজ হয় সাধারণত ভেজা থাকে ত্বক গাড় রং এর কিংবা কালো হয়ে যায় চুলকানি কিছুটা কম হয়, ত্বক পুরু হয়ে যায় সাধারণত শুকনা থাকে।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | ECZEMA, CHILDREN: (7) |
অর্থ | শিশুদের একজিমা |
ঔষধ | 2 Sulph, 1 Nat-m, 1 Carc, 2 Psor, 1 Graph, 1 Alum, 1 Mez, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন