সেবোরিক ডার্মাটাইটিসের হোমিও চিকিৎসা
সেবোরিক ডার্মাটাইটিস কী? | What is Seborrheic Dermatitis?
সেবোরিক ডার্মাটাইটিস হলো ত্বকের একটি রোগাবস্থা যা প্রধানত আমাদের মাথার ত্বককে আক্রান্ত করে। এটি আঁশযুক্ত ছোপ, লাল ত্বক ও বড় আকারের খুশকি সৃষ্টি করে। সেবোরিক ডার্মাটাইটিস শরীরের তৈলাক্ত অংশসমূহে আক্রান্ত করতে পারে, যেমন মুখ, নাকের পাশ, ভ্রু, কান, চোখের পাতা ও বক্ষ। সেবোরিক ডার্মাটাইটিস কে খুশকি, সেবোরিক একজিমা এবং সেবোরিক সোরিয়াসিসও বলা হয়। নবজাতকদের রোগের এ অবস্থাটি ক্র্যাডল ক্যাপ নামেও পরিচিত যা মাথার ত্বকে খসখসে, আঁশযুক্ত দাগ সৃষ্টি করে। সেবোরিক ডার্মাটাইটিসের হোমিও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সেবোরিক ডার্মাটাইটিসের কারণসমূহ | Causes of Seborrheic Dermatitis:
সেবোরিক ডার্মাটাইটিসের সঠিক কোনো কারণ জানা যায় না। তবে নিম্নে বর্ণিত কারণগুলোকে সেবোরিক ডার্মাটাইটিসের কারণ হতে পারে বলে মনে করা হয়।
- ম্যালাসেজিয়া নামক এক ধরণের ছত্রাক যা ত্বকে তেল নিঃসরণ করে থাকে
- ইমিউন সিস্টেমের অনিয়মিত প্রতিক্রিয়া
সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণসমূহ | Symptoms of Seborrheic Dermatitis:
- মাথার ত্বকে, চুলে, ভ্রুতে, দাড়িতে বা গোঁফে ত্বকের ফ্লেক্স (খুশকি)
- চর্বিযুক্ত ত্বকের প্যাঁচগুলি সাদা বা হলুদ আঁশ বা মাথার খুলি, মুখ, নাকের পাশে, ভ্রু, কান, চোখের পাতা, বুক, বগল, কুঁচকির অংশ বা স্তনের নীচে হতে দেখা যায়
- চামড়া লাল হয়ে ওঠে
- চুলকানি
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | SEBORRHEA, HEAD: (27) |
অর্থ | মাথায় সেবোরিয়া চর্মরোগ |
ঔষধ | 1 Calc, 1 Phos, 1 Lyc, 1 Sulph, 1 Nat-m, 1 Merc, 2 Ars, 1 Sep, 1 Staph, 2 Psor, 1 Graph, 1 Kali-c, 1 Bry, 1 Rhus-t, 1 Sars, 1 Bufo, 1 Thuj, 2 Iod, 1 Kali-br, 1 Chin, 2 Plb, 1 Mez, 2 Am-m, 2 Vinc, 1 Kali-s, 1 Raph, 1 Sel, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন