শিশুর বয়স যখন ২ বছর

শিশুর বয়স যখন ২ বছর:

  • দরজার হাতল ধরে দরজা খুলতে সক্ষম হবে।
  • সামনে কোনো বই-পুস্তক দিলে একবারে একটি পৃষ্ঠা উল্টাতে সক্ষম হবে।
  • খেলনা ব্লক বা কিউব দিয়ে ৬-৭ তলা বিশিষ্ট টাওয়ার নির্মাণ করতে সক্ষম হবে।
  • ভারসাম্য না হারিয়ে ফুটবলে লাথি দিতে সক্ষম হবে।
  • ভারসাম্য না হারিয়ে দাঁড়িয়ে কোনো ভারী বস্তু তুলতে সক্ষম হবে। (২ বছর বয়সে যদি শিশু এটা করতে না পারে তবে এটি চিন্তার বিষয়)
  • ঠিকমত হাঁটতে বা দৌড়াতে সক্ষম হবে।
  • টয়লেট ব্যবহার করতে সক্ষম হবে।
  • অন্তত ১৬ টি দাঁত উঠবে তবে দাঁতের সঠিক সংখ্যা পরিবর্তনও হতে পারে।

সংবেদনশীলতা ও জ্ঞানের দক্ষতা

  • কারো সাহায্য ছাড়াই সাধারণ পোশাক পরিধান করতে সক্ষম হবে।
  • তৃষ্ণা মেটাতে পানি পান করা, ক্ষুধা লাগলে খাবার খাওয়া, টয়লেট চাপলে বাথরুমে যাওয়ার মত ছোট ছোট প্রয়োজনগুলো নিজে নিজে মেটাতে সক্ষম হবে।
  • ২-৩ টি শব্দ দ্বারা বাক্য গঠন করতে সক্ষম হবে।
  • ২ টি ধাপের নির্দেশনা বুঝতে সক্ষম হবে, যেমন: আগে আমার বল দাও তারপর তোমার জুতা নাও ইত্যাদি।
  • মনোযোগের পরিধি বৃদ্ধি পাবে।
  • দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে বিকাশ লাভ করবে।
  • শব্দভাণ্ডারে ৫০-৩০০ শব্দ জমা হবে।

অভিভাবকদের করণীয়

  • প্রতিবেশীদের সাহায্য করতে ও পারিবারিক দৈনন্দিন কাজে অংশগ্রহণ করতে দিন।
  • শারীরিক কার্যকলাপ ও খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গা দিন।
  • কোনোকিছু বিনির্মাণ ও সৃজনশীল খেলাধুলা করতে উৎসাহিত করুন।
  • প্রাপ্তবয়স্কদের কাজের বিভিন্ন সরঞ্জামাদি যদি শিশুর জন্য নিরাপদ মনে করেন তবে প্রদান করতে পারেন।
  • শিশুর সামনে বই পড়তে পারেন।
  • এই বয়সে শিশুকে টিভি ও মোবাইল দেখা থেকে বিরত রাখুন।
  • গেম খেলায় আসক্ত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। গেম খেলা শিশুর মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *