Course Content
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/25
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

উভয় ওভারি বা ডিম্বকোষে বড় বড় সিস্টের সফল চিকিৎসার প্রমাণ। সকল সফলতার প্রমাণ একসাথে দেখতে লিংকে ক্লিক করুনঃ https://www.hdhomeo.com/profile/alam

রোগলক্ষণ সমূহঃ

Right ovarian cyst 3.04*2.16, 2. Left adnexal mass 4.43*3.69

উভয় ডিম্বকোষ বা ওভারিতে অনেক বড় বড় সিস্ট আছে

তলপেটের বাম পার্শে ব্যথা জ্বলে জ্বলে উঠে পিছন দিকে বিস্তৃত হয়।

ব্যথার চোটে ঘুম ভেঙ্গে যায়। ডান পার্শে ব্যথা নেই ঋতুস্রাব ৫/৬ দিন ফ্লো হওয়ার পর সারামাস অল্প অল্প করে ব্লিডিং হয় ডান নাকে পলিপ পিঠে সেবাসিয়াস সিস্ট

১০ বৎসর ধরে প্রস্রাবে ইনফেকশন আছে, প্রস্রাবের পরে জ্বলে ১০/১৫ মিনিট থাকে, গরম কালে বৃদ্ধি, শীতে হয় না।

৫ বৎসর ধরে এজমা, শীত কালে ঠান্ডার প্রভাবে বৃদ্ধি আর্টিকেরিয়া হয় মাঝে মাঝে, রাতে ঘুমের মধ্যে উঠে ৩ বৎসর ধরে ডায়াবেটিস,

প্রথমে ১৬ হয়েছিল এনিমিয়া আছে পায়ের তলায় জ্বলে,

রাতে শুলে বৃদ্ধি, রাতে ঘুমাতে কষ্ট, পা দুটা বালিশ দিয়ে উচু করে রাখতে হয়, দিনে কম জ্বলে।

ঋতুস্রাব হয়না ১.৫ মাস ধরে গরম অসহ্য কেয়ামতের স্বপ্ন দেখে, পৃথিবী প্লাবিত হয়েছে

এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.

আমাদের ঠিকানাঃ

✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।

✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494

✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…

✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt

✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://www.hdhomeo.com