ডায়াবেটিস ব্যথা ও অবশতার সফল হোমিওপ্যাথিক কেস পর্যালোচনা, | HD Homeo Sadan
রোগীঃ পরিচয় প্রকাশে অনিচ্ছুক,
আইডিঃ ৪০৪৯,
বয়সঃ ৫৯
প্রথম সাক্ষাৎঃ ১২ সেপ্টেম্বর ২০১৮
লক্ষণ সমূহঃ
১. ৭/৮ বৎসর ধরে ডায়াবেটিস, ইনসুলিন নেয়, সর্বোচ্য ২৭ হয়েছিল, ঔষধ সেবনেও ১৬-১৭ থাকে।
২. ঘন ঘন পিপাস ও গলা শুকিয়ে যায়, রাতে স্বাস টানলে জ্বালা জ্বালা লাগে।
৩. হাত পা ব্যথা ও অবস অনুভূতি, ব্যথা পায়ে বেশী, হাঁটাচলা করলে ব্যথা কমে।
৪. বুকে ব্যথা, গ্যাস্ট্রিকের ঔষধ খেলে উপশম, খাবার খাওয়ার পরে বৃদ্ধি।
৫. ফ্রিজের ঠান্ডা পানি খায় প্রচুর, বরফ চিবিয়ে খেতে পারে।
৬. পায়খানা কষা
৭. পেট ভরা অনুভূতি থাকে সর্বদা।
৮. একা থাকলে হরেক রকম দুশ্চিন্তা চেপে বসে, একা থাকতে ভাল লাগেনা।
৯. মানুষের সাথে থাকলে ভালো লাগে।
লক্ষণ সমূহের রুব্রিকঃ
Diseases – DIABETES mellitus – gastro-hepatic origin
Diseases – DIABETES mellitus
THROAT – DRYNESS – inspiration, on
Throat – RAW, pain
EXTREMITIES – PAIN – paralytic – Lower limbs
EXTREMITIES – PAIN – walking – amel.
CHEST – PAIN – eating – after
GENERALS – FOOD and DRINKS – cold drink, cold water – desire – ice-cold water
RECTUM – CONSTIPATION
ABDOMEN – DISTENSION – sensation of
MIND – ANXIETY – alone; when
MIND – COMPANY – desire for
Whatsapp: https://wa.me/+8801978789494
Facebook: https://www.facebook.com/hdhomeo1
2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies
Website: https://hdhealth.org/
2nd Website: https://www.hdhomeo.com/
Appointment: https://www.hdhomeo.com/appointment/
হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করুন |
অনলাইন সেন্টার স্থাপন করুন |
টিউটোরিয়াল লিংকঃ • ১ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর… #HD_Homeo_Sadan, #Homeopathy, #Diabetes,