আব্দুর রহিম নামে এ রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে দুইটি রোগ ধরা পরে
১. Intestinal Obstruction অর্থাৎ আন্ত্রিক প্রতিবন্ধকতা যেমন আমরা যে খাবার খাই তা আমাদের নাড়িভুঁড়ির মধ্য দিয়ে গিয়ে পায়খানা হয়ে বের হয়ে যায়, এ দীর্ঘ রাস্তার কোন এক যায়গায় যদি বাধা সৃষ্টি হয় তাকে Intestinal Obstruction বলা হয়, এটা অনেক ভয়ংকর একটি রোগ, সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে।
২. Acute pancreatitis অর্থাৎ অগ্নাশয়ে প্রদাহ, এর ফলে রোগীর প্রচণ্ড পেট ব্যথা ও বমি দেখা দেয়। এ রোগের যন্ত্রণা নিয়ে রোগী রংপুর মেডিকেল কলেজে ১১ দিন ভর্তি ছিল কিন্তু রোগ যন্ত্রণা থেকে মুক্তি না পেয়ে হতাশ হয়ে পরেন, আমাদের নিকট থেকে চিকিৎসা নিয়ে আরোগ্য হয়েছে এমন একজনের পরামর্শে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য HD হোমিও সদনে আসেন। অতঃপর তিনি HD হোমিও সদনে থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হন এবং পূরনরায় পরীক্ষা করায় আরোগ্য প্রমাণিত হয়। রোগীর মুখেই শুনুন তার কষ্টের কথা।
প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে।
এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ
এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.
আমাদের ঠিকানাঃ
✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।
✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494
✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…
✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt
✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/