চোখ, দৃষ্টি শক্তি ও চোখের পাতার রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

চোখে গুরুতর আঘাতের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা | Eye Injury | Homeopathic Treatment

মীর মোস্তফা নামে একজন রোগী, কুঠার দিয়ে লাকড়ি কাটার সময়, একটি কাঠের টুকরা প্রচণ্ড বেগে চোখে আঘাত করে, এর ফলে রোগী প্রচণ্ড ব্যথায় ছটফট করে ও কিছুই দেখেননা, এরপর রোগী বরিশাল ও ঢাকায় উন্নত চিকিৎসা নিয়ে ব্যর্থ হন। চিকিৎসা চলা অবস্থায় ব্যথার তীব্রতা যখন কোন ঔষধে কমছে না, তখন হসপিটাল থেকে চোখ ফেলে দেওয়ার সিদ্ধান্ত দেয়া হয়। রোগী ভীত হয়ে হসপিটাল থেকে চলে আসেন। এবং “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে রোগী সম্পূর্ণ সুস্থ হন।

উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী আঘাত জনিত কুফলের জন্য চিকিৎসা নিলে প্রায় ৯০ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়।

Mobile- 01978789494, Skype- hdhomeo1

এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

Whatsapp: https://wa.me/+8801978789494

Facebook: https://www.facebook.com/hdhomeo1

2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies

Website: https://hdhealth.org/

2nd Website: https://www.hdhomeo.com/

Appointment: https://www.hdhomeo.com/appointment/ #HD_Homeo_Sadan, #Homeopathy, #Eye_Injury,