Penic: নিউমোকক্কাস জনিত মেনিনজাইটিস ও নিউমোনিয়া, গ্র্যাংগ্রিন, প্রমেহ অসুস্থতা, উপদংশ, জীবাণুজনিত ফোঁড়া, রক্ত বিষাক্ততা, বিষাক্ত ক্ষত, পোড়া ঘা, জণ্ডিস, লিভারে ফোঁড়া, সেলুলাইটিস, তরুণ ও পুরাতন অস্থি প্রদাহ, তরুণ কর্ণ প্রদাহ, হুপিং কাশি, টনসিলাইটিস, ডিপথেরিয়া, কর্ণমূল প্রদাহ, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, বাত-জ্বর, বাতজ এন্ডোকার্ডাইটিজ নামক হৃদরোগে ফলপ্রদ।
Penic: গরম ঘর্ম, রাত ৪ টার পরে নিদ্রা ভঙ্গ।
Penic: ঋতুস্রাব অনেক দেরিতে ও প্রচুর পরিমাণে হয়।
Penic: কাশতে কাশতে সামনের দিকে ঝুঁকে পড়ে।
Penic: লক্ষণ সাদৃশ্যে ও টটোপ্যাথি ফর্মুলায় পেনিসিলিন প্রয়োগ করা হয়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< সন্ধ্যা ৬টায়
< রাত ৯টায় < মধ্যরাতে < রাত ৪টায় < নড়াচড়ায় |