Sabad: নানারকম ভ্রান্ত বিশ্বাস, বিশেষত নিজের স্বাস্থ্য সম্বন্ধে, রোগী মনে করে তার কোনো রোগ হয়েছে, গর্ভবতী হয়েছে, গলার ভিতর মাছের আঁশ বা একখণ্ড চামড়া ঝুলছে, বায়ুতে পেট ফাঁপলে রোগী মনে করে গর্ভ হয়েছে, রোগের বিষয় ভাবলে আরও খারাপ হয়।
Sabad: মিষ্ট খাদ্যদ্রব্যে অস্বাভাবিক আকাঙ্ক্ষা (আর্জেন্টাম নাই)।
Sabad: রেসপিরেটরি ও এনাল লক্ষণ বর্তমান, কৃমির কারণে অত্যন্ত নার্ভাস।
Sabad: বাম দিক হতে গলক্ষত আরম্ভ হয় (ল্যাকেসিস), গরম খেলে উপশম।
Sabad: সর্দির সঙ্গে মাথার সামনের দিকে ব্যথা ও চোখের পাতা লাল হয় ও হাঁচি দিলে পেটের নাড়ীভুঁড়িতে ঝাঁকি লাগে, তারপর চোখ দিয়ে পানি পরে।
Sabad: মুখের চারিদিকে নীলাভ সাদা দেখায়, শরীরের চামড়া পার্চমেন্ট কাগজের মত শুষ্ক ওপুরু।
Sabad: ঘড়ির কাটায় কাটায় জ্বর আসে, পাযের দিক হতে শীত আরম্ভ হয়ে উপরের দিকে উঠে, শীতের সময় পিপাসা থাকে না, প্রচুর ঘাম হয়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঠান্ডা বাতাসে বা পানীয়তে
< পর্যায়ক্রম- একই ঘন্টায় রোগের বৃদ্ধি ঘটে < দুপুরে < বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত < পূর্ণিমা < ফুলের গন্ধে |
> খোলা বাতাসে
> উত্তাপে > গরম খাবার ও পানীয় পানে > খাবার খেলে, গিলে ফেললে |