Sabin: উপযুক্ত সময়ের পূর্বে ঋতুস্রাব হয়, উজ্জ্বল, আংশিক তরল, আংশিক চাপ যুক্ত, প্রচুর পরিমাণে ঋতুস্রাব, তার সহিত স্যাক্রাম থেকে পিউবিস পর্যন্ত ব্যথা।
Sabin: গান অসহ্য, গান শুনলে স্নায়ু উত্তেজিত হয় এবং মনে হয় যেন গানের শব্দ তার হাড় ও মজ্জার ভিতর দিয়ে ঢুকছে।
Sabin: তৃতীয় মাসে গর্ভপাত হয়ে যায়, তারপর জরায়ু হতে কতক উজ্জ্বল লাল ও কতক ঘন ব্লিডিং হয়, নড়াচড়ায় বৃদ্ধি, অনেক সময় চলাফেরা করলে স্রাব কমে যায়।
Sabin: জরায়ুর ভিতরে ফুল বা অন্য কিছু আটকে থাকলে তা বের করার ক্ষমতা এই ঔষধের আছে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< নিম্নগতিতে
< রাতে < উত্তাপে < সঙ্গীতে < উষ্ণ বাতাসে < গর্ভাবস্থায় < প্রসবের পরে |
> শীতল তাজা বাতাসে
> হাঁটলে |