Sanicula Aqua [Sanic] স্যানিকিউলা

Sanic: জিহ্বাতে জ্বালা পোড়া করার কারণে জিহ্বা বের করে রাখে, জিহ্বায় দাউদ হয়।

Sanic: সকল স্রাব হতে পুরাতন পনীরের মত বা নোনা মাছের মত দুর্গন্ধ বের হয়, ধৌত করার পরেও পায়খানার দুর্গন্ধ গায়ে লেগে থাকে।

Sanic: নিদ্রার সময় মাথায় ও ঘাড়ে প্রচুর ঘর্ম হয়, পায়ে দুর্গন্ধযুক্ত ঘর্ম হয়।

Sanic: ঘন হলদে ক্ষতকর পূঁজস্রাব।

Sanic: ঠাণ্ডা দুগ্ধ পানের আকাঙ্ক্ষা।

Sanic: কোমরে ব্যথা, হাত পিছন দিকে নিলে উপরে উঠালে বৃদ্ধি, কোমরে যেন ভিজা কাপড় পরা আছে এমন ঠাণ্ডা অনুভূতি।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< নড়াচড়ায়

< নিম্নমুখী গতিতে

< নিচের দিকে নামলে

< বাহু উঠালে

< বাহু পিছনের দিকে নিলে

< কাঁপুনিতে, ঝাঁকুনিতে

< ঘুম থেকে জাগ্রত হলে

< গাড়িতে বা নৌকায় চড়লে

< দুপুরের দিকে

< উপোস থাকলে

< ঠাণ্ডা দমকা হাওয়ায়

< স্যাঁতসেঁতে আবহাওয়ায়

> সকালের নাস্তা করার পর

> মাথা পিছনের দিকে বাঁকালে

> ভরা পেটে

> খোলা বাতাসে

> বমি হলে

> মাথা আবৃত করে রাখলে

> উষ্ণতায়

> শরীর অনাবৃত করলে

> বিশ্রামে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *