Sec: রোগীর গায়ে হাত দিলে ঠাণ্ডা লাগে কিন্তু রোগীর কাছে মনে হয় তার চামড়া গরম ও জ্বালাকর, সমস্ত শরীর জ্বলে, আচ্ছাদন সহ্য করতে পারেনা, ঠাণ্ডায় উপশম, গরমে বৃদ্ধি।
Sec: জরায়ুর রক্তস্রাব আরম্ভ হলে তা অনেকদিন পর্যন্ত থাকে, স্রাব সবুজাভ তরল রসের মত ও দুর্গন্ধযুক্ত, রক্তস্রাবকালে হাত পা ঝিন ঝিন চিন চিন করে এবং দুর্বল হয়ে পড়ে।
Sec: রাক্ষুসে ক্ষুধা, পেটের অসুস্থতা থাকা সত্ত্বেও রোগী খাই খাই করে এবং টক খেতে চায়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< উত্তাপে, উষ্ণতায়
< শরীর আবৃত করে রাখলে |
> শীতল বাতাসে
> আক্রান্ত অংশের আবরণ খুলে ফেললে > ঘর্ষণে > স্ট্রেচিং করলে > ঠান্ডা প্রয়োগে |