Senega Officinalis [Seneg] সেনেগা অফিসিনালিস

Seneg: মুখের ভিতর, গলায় ও বুকে শুষ্কতা অনুভূতি, চোখের ভিতরও শুষ্কতা অনুভূতি, মনে হয় যেন চক্ষুকোটরের চেয়ে চোখ বড় হয়ে গেছে।

Seneg: শ্বাসনালীতে জ্বালা অনুভূতি, বক্ষপ্রাচিরে অত্যন্ত বেদনা, ডিমের সাদা অংশের মত শ্লেষ্মা জমে ও ঘড় ঘড় শব্দ হয়, বহু কষ্টে গয়ার উঠে, মনে হয় যেন ফুসফুস মেরুদণ্ডে চেপে আছে।

Seneg: অনেক পূর্বের গুরুত্বহীন ঘটনার কথা হঠাৎ করে মনে পড়ে যায়।

Seneg: অপমান, অপদস্থ ও মর্মবেদনার ফলে অসুস্থতা।

Seneg: সন্ধ্যায় শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< ভোর ৫টায়

< সকাল ৯টায়

< দুপুর ১টায়

< সন্ধ্যা ৬টায়

< রাত ৯টায়

< খোলা বাতাসে হাঁটলে

< বিশ্রাম নেওয়ার সময়

< সন্ধ্যায়

< নিঃশ্বাসের সাথে ঠাণ্ডা বাতাস গ্রহণ করলে

< চাপ প্রয়োগে

< স্পর্শে

< রাতে

> ঘাম হলে

> মাথা পিছনের দিকে বাঁকা করলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *