Spong: গলায় ঘাম হয়ে কাশি ও গলার ভিতরে প্রদাহ, গরম পানীয় ও খাবার খেলে উপশম।
Spong: করাত দিয়ে কাঠ চিরার সময় যেমন শব্দ হয় কাশির সহিত বক্ষে তেমন শব্দ হয়, মানসিক উদ্বেগ হওয়ামাত্রই কাশি বৃদ্ধি, কণ্ঠনালীতে হাত ছোঁয়ালে কাশির উদ্রেক হয়।
Spong: ঘুমাতে ঘুমাতে হঠাৎ জেগে উঠে যেন দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, ঘুমের পর অথবা ঘুমের মধ্যে লক্ষণের বৃদ্ধি, মাথা নিচু করে শুইতে পারে না।
Spong: ল্যারিংসে গোঁজ বা অন্য কিছু আঁটকে আছে এমন অনুভূতি সহ দম আটকানো ভাব, বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্টের সহিত বুকে ব্যথা।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< মানসিক উত্তেজনায়
< মিষ্টি খাওয়ার পরে < ধূমপানে < মাথা নিচু করে শুয়ে থাকলে < শুষ্ক ঠান্ডা বাতাসে < পাঠ করলে < গান শুনলে < কথা বললে < গিলে ফেললে < মধ্যরাতের পূর্বে < আরোহন করলে < পূর্ণিমায় < রোগের বিষয়ে চিন্তা করলে < শ্বাসগ্রহণ করলে < ঘুমানোর পরে < ঘুম থেকে জাগ্রত হলে < মাসিকের আগে বা সময়ে |
> গরম জিনিস খেলে বা পান করলে
> অবতরণ করলে |