Staphysagria [Staph] স্ট্যাফিসেগ্রিয়া

Staph: সর্বদা কাম বিষয়ক চিন্তা, অতিরিক্ত ইন্দ্রিয় পরিচালনা ও হস্তমৈথুনের ফলে অসুস্থতা, উদাসীনতা ও সকল বিষয়ে তাচ্ছিল্য ভাব, মন বিষন্ন ও স্মৃতিশক্তি দুর্বল।

Staph: কপালে একটা বল আটকে আছে এমন অনুভূতি, মাথা ঝাঁকালেও তা পরেনা।

Staph: চোখের পাতার উপরে আঞ্জনি উঠে, শক্ত গুটিকার মত হয়।

Staph: দাঁত কালো হয়ে যায় এবং ভেঙ্গে যায়, শিশুদের দাঁতের অসুস্থতা।

Staph: সারাদিন নিদ্রালুতা কিন্তু সারারাত নিদ্রাহীনতা ও সমস্ত শরীরে ব্যথা, রাগ ও অপমানের কথা মনে চেপে রাখার ফলে অনিদ্রা।

Staph: পেট ভরা থাকলেও ক্ষুধা অনুভূত হয়, পাকস্থলী যেন উদরে ঝুলছে এমন অনুভূতি।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< আবেগে

< অতিরিক্ত যৌনকর্ম করলে

< স্পর্শে

< ঠান্ডা পানীয় পানে

< পারোদের অপব্যবহারে, তামাক সেবনে

< গভীরভাবে কেটে গেলে

< রাতে

< অঙ্গ-প্রত্যঙ্গ স্ট্রেচিং করলে

< অস্ত্রোপচারের পরে

< দুপুরে ঘুমালে

< ঘুমালে

> সকালের নাস্তা করলে

> উষ্ণতায়

> বিশ্রামে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *