Sticta Pulmonaria [Stict] স্টিক্টা পালমোনেরিয়া

Stict: নাকের গোড়ার দিকে চাপ দেয়ার মত মৃদু বেদনা।

Stict: সন্ধ্যাকালে ও রাতে শুষ্ক আক্ষেপযুক্ত কাশি, নিশ্বাস নিলে কাশি আরও বৃদ্ধি।

Stict: সর্দি বা কাশি হলে শরীরের ছোট ছোট সন্ধি স্থানে ব্যথা।

Stict: সন্ধি স্থানে প্রদাহের সহিত আক্রান্ত স্থানে লাল বৃত্ত।

Stict: সর্দির সময় সর্বদা নাক ঝারে কিন্তু কোনো স্রাব নির্গত হয়না।

Stict: হাঁটার সময় পা যেন মাটিতে নেই, যেন বাতাসে ভাসছে এমন মনে হয়।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< রাতে

< কাশলে

< শয়ন করলে

< শ্বাস গ্রহণ করলে

< নড়াচড়ায়

< হামের পরে

< স্পর্শে

< সন্ধ্যায় বা রাতে

< তাপমাত্রার পরিবর্তনে

> স্রাব হলে

> খোলা বাতাসে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *