কোষ (Cell)

মানব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে । কোটি কোটি কোষের সমন্বয়ে মানবদেহ গঠিত।

কোষের অংশসমূহ:

ক) কোষ পর্দা (Cell membrane).  খ) সাইটোপ্লাজম (Cytoplasm).  গ) নিউক্লিয়াস (Nucleus)

 

ক) কোষ পর্দা (Cell membrane) :  সমস্ত কোষকে আবৃত করে রাখে। ইহা ভেদ করে, তরল ও গ্যাসীয় পদার্থ যেমন অকি্রাজেন, কার্বনডাই অক্সাইড, পানি চলাচল করতে পারে ।

 

খ) সাইটোপ্লাজম (Cytoplasm) : ছোট ছোট অঙ্গানু (Organelles) নিয়ে গঠিত। এর মধ্যে নিচেরগুলো প্রধান :

  • ১) মাইট্রোকন্ড্রিয়া (Mitochondria)- এখানে কোষের শ্বসনক্রিয়া সম্পন্ন হয়। একে পাওয়ার হাউস বলে। কেননা খাদ্যের সারাংশ ভেঙ্গে এখানে শক্তি উৎপন্ন হয়।
  • ২) রাইবোজোম (Raibosom)- ইহা ছোট ছোট কনার ন্যায়। এর প্রধান কাজ হচ্ছে আমিষ তৈরি করা।
  • ৩) লাইসোজোম (Lysosom)  ইহা এনজাইমে পরিপূর্ন। জীবানু ও কোষের বর্জ্য পদার্থ ধ্বংস করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গানু।
  • ৪) গলজীবডি (Golgibody)- ইহা আমিষ প্রক্রিয়াজাত করা ও কোষের বাহিরে তাহা প্রেরনে সহায়তা করে।
  • ৫) এন্ডোপ্লাসমিক রেটিকুলাম (Endoplasmic reticulum)- কোষে প্যটিন এবং শর্করা তৈরী এবং এদের সাথে অন্যান্য যৌগ তৈরী ও যোগ করে, কোষের বাহিরে প্রেরনে সহায়তা করে।
  • ৬) সেট্রিওল (Centriole) – কোষ বিভাজনে সহায়তা করে।

 

গ) নিউক্লিয়াস (Nucleus) :

ইহা কোষ কেন্দ্র। এখানে DNA/RNA ক্রোমোজোম গঠন করে, যাহা জীবকোষের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রন করে। ক্রোমোজোমে জীন (Gene) থাকে, যা জীবের বৈশিষ্ঠ্য প্রকাশ করে এবং বৈশিষ্ঠ্যসমূহ সন্তান-সন্ততিতে বহন করে।

 

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

  1. HeathASimien

    Hey there, I think your blog might be having browser compatibility issues.
    When I look at your blog in Firefox, it looks fine but when opening
    in Internet Explorer, it has some overlapping. I just wanted to give
    you a quick heads up! Other then that, amazing blog!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *