১. Abrotanum [Abrot] এব্রোটেনাম
Abrot: কোনো বিষয়ে বোঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর।
Abrot: দেখতে বৃদ্ধের মত, পেট ফোলা, নিম্নাংশ বিশেষত পা দুটো শুষ্ক।
Abrot: পর্যায়ক্রমে উদরাময় ও বাত, উদরাময়ে অজীর্ণ মল।
Abrot: পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এমন অনুভূতি।
Abrot: ব্যথাযুক্ত প্রদাহ, বাতে ফুলে উঠার পূর্বেই আক্রান্ত স্থানে ব্যথা।
Abrot: রোগান্তর প্রাপ্তি, যেমন উদরাময় দমনের ফলে বাত, গেঁটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঠাণ্ডা বাতাসে
< শরীরের কোনো স্রাব চাপা পড়লে < কুয়াশায় < রাতে < স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বা পরিবেশে |
> পাতলা পায়খানা হলে
> নড়াচড়ায় |
২. Aceticum Acidum [Acet-ac] এসেটিক এসিড
Acet-ac: মনের বিশৃঙ্খলা, রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি যা ঘটেছে তাও ভুলে যায়।
Acet-ac: মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য অবস্থা।
Acet-ac: অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয় না, উদরী, বহুমূত্র ও পুরাতন উদরাময়ে প্রচুর পিপাসা দেখা যায় কিন্তু জ্বরে পিপাসা থাকে না।
Acet-ac: অত্যন্ত অবসাদ, বিশেষ করে আঘাত লাগা বা অস্ত্রোপচারের পরে।
Acet-ac: চিৎ হয়ে শুয়ে ঘুমাতে পারে না, উপুড় হয়ে শুলে ঘুম হয়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঠাণ্ডা বাতাসে
< ভেজা অবস্থায় < শরীরের কোনো স্রাব চাপা পড়লে < কুয়াশায় < রাতে |
> নড়াচড়ায়
> পাতলা পায়খানা হলে |
৩. Aconitum Napellus [Acon] একোনাইটাম নেপেলাস
Acon: শুষ্ক শীতল বাতাস অথবা অতি উত্তপ্ত বাতাস লেগে অসুস্থতা।
Acon: কোনো রোগের হঠাৎ আক্রমণ, প্রচণ্ড প্রকোপ ও অসহনীয় বেদনার সহিত ছটফটানি।
Acon: অস্থিরতা, কাতরতা, রোগী সর্বদা ছটফট করে, এপাশ ওপাশ করে, কিছুতেই শান্তি পায় না।
Acon: ভয়, মৃত্যুভয়, লোক সমাগমে ভয়, বাহিরে যেতে ভয়, সর্বদা শঙ্কিত ও ভীত, মৃত্যুর সময় পর্যন্ত নির্দিষ্ট করে বলে দেয়।
Acon: ঘর্মহীনতা তবে হৃদরোগে প্রচুর ঘর্ম হয়।
Acon: পানি ভাল লাগে না, তবুও পানি পান করে যেনো পানির তৃষ্ণা মিটেই না।
Acon: এক গাল লাল অপর গাল ফ্যাকাশে।
Acon: গান শুনতে অসহ্য লাগে, গান তাকে আরো দুঃখী করে তোলে।
Acon: হেলে থাকা বা অর্ধশোয়া অবস্থান থেকে উঠলে, লাল মুখটি মারাত্মক ফ্যাকাশে হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়।
Acon: আতঙ্কের ফলে, রক্তাধিক্যপূর্ণ মেয়েদের মধ্যে বাধক বেদনা দেখা দেয়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< অত্যাধিক আবেগে [ভয়, শক, বিরক্তি]
< ঘামের সময়, ঠান্ডা ও শুষ্ক বাতাসে < শব্দে বা গোলমালে < আলোতে < রাতে < দন্তোদগমের ফলে < আক্রান্ত পার্শ্বে, চিৎ হয়ে বাম কাতে শয়ন করলে [Hep, Nux-m] < বিছানায় গেলে < বিছানা থেকে উঠার পর < বদ্ধ উষ্ণ ঘরে < তামাকের ধোঁয়ায় < চাপলে, স্পর্শে < মাসিকের সময় < রোদ্রে ঘুমালে < সঙ্গীতে < অনুপ্রেরণা দিলে
|
> বিশ্রামে
> উষ্ণ ঘাম হলে > স্থির হয়ে বসে থাকলে (বাত) > ওয়াইন পান করলে > খোলা বাতাসে [Alum, Mag-c, Puls] |
৪. Agaricus Muscarius [Agar] এগারিকাস মাসকেরিয়াস
Agar: সমস্ত শরীরে ঝাঁকুনি ও কাঁপুনি, মাতালের মত টলমল করে চলে, মাথা কাঁপতে থাকে।
Agar: মানসিক পরিশ্রম করলে শরীর চুলকায়, খোঁচা মারা ব্যথা ও ঝিনঝিন করে কিন্তু শারীরিক পরিশ্রমে উপশম।
Agar: মেরুদণ্ডে আড়ষ্ট অনুভূতি, চাপ দিলে ব্যথা, পিঠে শীত ও পিঁপড়া হাঁটার মত অনুভূতি।
Agar: যৌনক্রিয়ার পর সকল রোগের বৃদ্ধি।
Agar: শরীরে যেন ঠাণ্ডা বরফের মত সুচ ফুটছে এমন অনুভূতি।
Agar: কোণাকুনিভাবে রোগ লক্ষণ দেখা দেয়, যেমন ডান হাতে ও বাম পায়ে বা তার বিপরীত লক্ষণ প্রকাশ পায়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< বজ্রপাতের পূর্বে
< সহবাস করলে < মেরুদণ্ডে চাপ পড়লে < মাসিকের সময় < খোলা ঠাণ্ডা বাতাসে < সূর্যালোকে < মানসিক অবসাদের ফলে < এ্যালকোহল পানে < স্পর্শে < ঠাণ্ডা বাতাসে < ভয়ে |
> হালকা নড়াচড়ায়
> বিছানা গরম হলে > নর্তন রোগ হলে > ঘুমের সময় |
৫. Agnus Castus [Agn] এগ্নাস কাস্টাস
Agn: ইন্দ্রিয়ের অতিরিক্ত অত্যাচারের ফলে অকাল বার্ধক্য, সম্পূর্ণভাবে স্বাস্থ্য ধ্বংস হওয়ার ভয়।
Agn: অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ধাতুদৌর্বল্য, অল্প সময় স্থায়ী লিঙ্গ উত্থান।
Agn: সর্বদা বিষণ্ণ, রোগী মনে করে কাজকর্ম করে কোনো লাভ নেই, কারণ শীঘ্রই মৃত্যু হবে, মরে যাব, এ কথা বার বার বলে।
Agn: ঘরের ভিতরের বাতাস ঘন ও ভারী অনুভূত হয়।
Agn: অমনোযোগী, কোনো কাজে, বিষয়ে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না।
Agn: কোনো বস্তুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে মাথাব্যথার উপশম।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< অতিরিক্ত যৌন ক্রিয়ায়
< মচকে গেলে বা অতিরিক্ত ভার উত্তলন করলে < উষ্ণ ঘরে < স্পর্শে |
> খোলা বাতাসে
> চাপলে |
৬. Abies Nigra [Abies-n] এবিস নিগ্রা
Abies-n: অন্ননালীর (Alimentary canal) নিম্নপ্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ঢেলা আটকে আছে এমন অনুভূতি।
Abies-n: পেট ভরে খেলে বা আহারের পরই পাকস্থলীতে ব্যথা।
Abies-n: পাকস্থলীতে কষ্টদায়ক সঙ্কোচন অনুভূতি, মনে হয় যেন সবকিছু জড়িয়ে একটা ঢেলা হয়ে আছে।
Abies-n: বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে ওঠে যাবে এমন অনুভূতি কিন্তু কাশলে কিছুই ওঠে না।
Abies-n: সকালে ক্ষুধা থাকে না, কিন্তু দুপুরে ও রাতে ভয়ানক ক্ষুধা থাকে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< খাওয়ার পরে (হজমের সময়)
< কাশি দিলে < শয়ন করলে < ভোর ৫টা থেকে বেলা ৯টা পর্যন্ত |
> নড়াচড়া এবং হাঁটাহাঁটি করলে (হজমের গোলযোগ)
|
৭. Allium Cepa [All-C] এলিয়াম সেপা
All-c: সর্দির সাথে নির্জীবতা, নিদ্রালুতা ও একাগ্র মনোযোগে অসুবিধা, বার বার হাঁচি ও ক্ষতকর সর্দিস্রাব, স্রাব লেগে উপরের ঠোঁট ও নাকে প্রদাহ হয়, তার সহিত চোখ দিয়ে পানি ঝরে কিন্তু চোখের পানি ঝাঁঝালো নয়।
All-c: ব্রংকাই (বায়ুনালী) পর্যন্ত সর্দি বিস্তৃত হয়ে প্রচুর পরিমাণে কফ নিঃসৃত হয়, কাশি ও ঘড়ঘড়ানি থাকে, শুষ্ক কাশির ফলে কণ্ঠনালী ছিঁড়ে যাবে এমন অনুভূতি।
All-c: স্নায়ুর নানা স্থানে সুতার মতো লম্বা ও সরু ব্যথা।
All-c: পেটে বায়ু জমে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< সন্ধ্যায়
< উষ্ণ ঘরে < পা ভেজালে < ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসে < স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় < বসন্তকালে < বসে থাকলে < মানসিক আঘাতে < গান গাইলে < পঁচা মাছ খেলে < শসা, সালাদ খেলে < পীচ ফল ভক্ষণে (জামজাতীয় এক ধরণের ফল) < অতিরিক্ত আহারের ফলে |
> স্নানে
> ঠাণ্ডা খোলা বাতাসে > ঠান্ডা ঘরে > নড়াচড়ায় |
৮. Allium Sativum [All-S] এলিয়াম স্যাটাইভা
All-s: উৎকণ্ঠা, রোগ আরোগ্য হবে না ও ঔষধ সহ্য হবে না বলে রোগীর দৃঢ় ধারণা।
All-s: আহারের সামান্য অনিয়মেই পেটের অসুস্থতা।
All-s: ভীষণ ক্ষুধার অনুভূতি, আহারের পর তন্দ্রালুতা, জ্বালাযুক্ত উদগার।
All-s: ঘুমের মধ্যে কান্না করে, সকালে বিছানায় শায়িত অবস্থায় মাথার পিছন দিকে মৃদু ব্যথা অনুভব হয়।
All-s: জিহ্বায় চুল লেগে থাকার অনুভূতি।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< তাপমাত্রার পরিবর্তনে
< সন্ধ্যায় ও রাতে < ঠান্ডা, ভেজা আবহাওয়ায় < খারাপ জল পান করলে < খাওয়ার পর < হাঁটাহাঁটি করলে < পড়াশোনা করলে < খোলা বাতাসে < অতিরিক্ত খেলে < চাপলে |
> বাঁকা হয়ে বসে থাকলে |
৯. Aloe Socotrina [Aloe] এলো সকোট্রিনা
Aloe: অধোবায়ু নিঃসরণ বা প্রস্রাব করার সময় অসাড়ে মলত্যাগ, গুহ্যদ্বারে ব্যথা ও জ্বালা।
Aloe: আমযুক্ত উদরাময়, সকালে পায়খানার বেগ চেপে রাখা যায় না, বিছানা থেকে ওঠার দেরি সহ্য হয় না।
Aloe: মলত্যাগের পূর্বে পেট ডাকে, পায়খানার সময় অসারে কিছুটা নির্গত হওয়ার পর অত্যন্ত কোঁথানি ও বায়ুনিঃসরন।
Aloe: তলপেটের ডান দিকে অসহ্য বেদনা পায়খানার পূর্বে ও সময়ে সেই ব্যথা বৃদ্ধি ও পায়খানার পরে উপশম।
Aloe: শরীরের ভিতরটা গরম, মল ও পেটের বায়ু গরম।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< গ্রীষ্মকালে
< শুষ্ক গরম আবহাওয়ায় < ভোরবেলায় < খাওয়া বা পান করার পরে < হাঁটলে, দাঁড়ালে |
> ঠাণ্ডা খোলা বাতাসে
> ঠান্ডা প্রয়োগে |
১০. Alumen [Alumn] এলুমেন
Alumn: শরীরের বিভিন্ন স্থানে শুষ্কতা ও সঙ্কোচন অনুভূতি, মলদ্বার ও মূত্রথলির পেশীতে দুর্বলতা, হাত পায়ে দুর্বল অনুভূতি।
Alumn: প্রদাহের স্থানটি ফুলে শক্ত হয়ে ওঠে।
Alumn: মাথার তালু জ্বলে ও তাতে এমন চাপ অনুভূত হয় যেন মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে, হাত দিয়ে চেপে ধরলে উক্ত ব্যথার উপশম।
Alumn: শরীরের সকল স্রাব হলদে।
Alumn: নিদ্রার মধ্যে সকল শব্দ শুনতে পায়, ডানপাশে শুলে বুক ধড়ফড় করে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঘুমের সময়
< ডান পাশে শয়ন করলে < ঠাণ্ডায় (মাথাব্যথা বাদে, সবই ঠান্ডায় উপশম হয়) < বিশ্রামে |
> নড়াচড়ায়
> খোলা বাতাসে > চাপলে > খাওয়ার সময় > স্পর্শে > ঠাণ্ডা পানি পান করলে |