DC – Differential count of W.B.C. (শ্বেত কনিকার পার্থক্য নিরুপন সংখ্যা )

1. Polymorpho Nuclear Leucocytes বা Neutrophil  বা poly :

স্বাভাবিক মান:

  • Normal Value =   50% – 70%

 

বৃদ্ধি পায়

  • ক) সব ধরনের Infection এবং নানা ধরনের Inflammations হলে,
  • খ) সেপটিক এবং Myeloid Leupenia হলে,
  • গ) কোন Accident হলে,
  • ঘ) অস্থিভঙ্গ হলে,
  • ঙ) জীবানু সংক্রমনের অব্যহতি পরে,

নোট –  Neutrophil  বা  Poly যখন ৭০% এর অধিক হয়, তখন যে রোগ হয় তাকে  Neutrophilia রোগ বলে ।

 

কমে যায়:

  • ক) প্রধানত কালাজ্বর হলে,
  • খ) ম্যালেরিয়া, টিউবারকুলসিস, টাইফয়েড, হুপিংকাশি, হাঁপানি প্রভৃতি হলে অল্প পরিমানে কমে ।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 


 2. Lymphocyte

 

স্বাভাবিক মান:

  • Normal Value =    20% – 40%

 

বৃদ্ধি পায়:

  • গুটি বসন্ত,
  • জল বসন্ত,
  • চিকেন পক্স,
  • হাম,
  • টাইফাস,
  • হুপিং কাশি,
  • Bronchopheumonia,
  • ম্যালেরিয়া,
  • গ্রন্থি প্রদাহ জনিত জ্বর,
  • কোন কোন যক্ষ্মা,
  • লিম্ফ্যাটিক লিউকেমিয়া ইত্যাদি রোগে ।

 

কমে যায়:

  • ক) অধিকাংশ ইনফেকশনের Acute অবস্থায়,
  • খ) যক্ষ্মা রোগ খোব বেশী বিস্তৃত হলে,
  • গ) ক্যান্সার ও নিউট্রোফিল কনিকা অতিরিক্ত বৃদ্ধি পেলে ।

 

 


 3. Monocyte

 

স্বাভাবিক মান:

  • Normal Value =    2% – 8%

 

বৃদ্ধি পায়:

  • ম্যালেরিয়া,
  • ট্রাইপ্যানসোমিয়াসিস,
  • কালাজ্বর,
  • এমোবিক ডিসেনট্রি ইত্যাদি রোগে ।

সামান্য বৃদ্ধি পায়:

  •  টাইফাস,
  • ভ্যারিওলা,
  • ডেঙ্গু,
  • পীতজ্বর,
  • এন্ডোকার্ডাইটিস,
  • ক্রমবর্ধমান যক্ষ্মা,
  • মনোসাইটিক লিউকেমিয়া ইত্যাদি রোগে ।

কমে যায়:

  • Acute Inflammation হয়ে Neutrophil বেশী বৃদ্ধি পেলে ।

 

 


 4. Eosinophil

 

স্বাভাবিক মান:

  • Normal Value =    1% – 4%

বৃদ্ধি পায়:

  • অন্ত্রে প্যারাসাইট জমলে,
  • চর্মরোগ,
  • হাঁপানি,
  • আমবাত,
  • এলার্জি,
  • গনোরিয়া,
  • ডেঙ্গু এপিডেমিক,
  • শোথ,
  • মাইলয়েড লিউকেমিয়া,
  • ট্রপিক্যাল ইউসিনোফিলিয়া ইত্যাদি রোগে ।

কমে যায়:

  • অতিরিক্ত ইনফেকশনের Acute অবস্থায় ।

 

 


 5. Basophil

 

স্বাভাবিক মান:

  •  Normal Value =    0% – 1%

বৃদ্ধি পায়:

  • ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া,
  • কোন কোন জন্ডিস,
  • এরিথ্রিমিয়া ইত্যাদি রোগে ।

কমে যায়:

  • অতিরিক্ত ইনফেকশনের Acute অবস্থায় ।

 

নোট –  মাইলোসাইট বা হায়লাইন সেল স্বাভাবিক অবস্থায় কার রক্তে থাকেনা, কিন্তু মাইলয়েড লিউকেমিয়া হলে এদের প্রচুর দেখা যায় । ২০% থেকে ৪০% পর্যন্ত দেখা যায় ।

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *