পাকস্থলী (Stomach)

অবস্থান :

পেটের সম্মুখ ভাগে, এপিগ্যাসট্রিক ও বাম হাইপোকন্ডিয়াক অঞ্চল।

ধারণ ক্ষমতা :

নবজাত শিশুদের -৩০ মি.লি, বয়স্কদের ১.৫ লিটার (প্রায়)।

বর্ণনা :

পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ। এর ৩ টি অংশ। যথা : ফান্ডাস, বডি,পাইলোরাস। খাদ্যনালী সংলগ্ন উপরের অংশের নাম কার্ডিয়াক ও নীচের ডিওডেনাম সংযোগকারী অংশের নাম পাইলোরিক প্রান্ত।

কাজ :

  • ১) খাদ্য বস্তুকে সাময়িকভাবে (৪-৬ ঘণ্টা) ধারণ করে।
  • ২) পেপসিন নিঃসরণ করে আমিষ জাতীয় খাবার হজমে সহায়তা করে।
  • ৩) হাইড্রোক্লোরিক এসিড-বিভিন্ন খাদ্য হজমে সহায়তা করে এবং জীবাণু ধ্বংস করে।
  • ৪) ইনট্রিনসিক ফ্যাক্টও নিঃসরণ করে, যা ভিটামিন শোষণে অপরিহার্য।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *