অগ্নাশয় (Pancreas):
নরম, খয়েরী রং এর মিশ্র গ্রন্থি যা পিঠের নিকট আড়াআড়ি ভাবে অবস্থান
করে। পেটের আম্বিলিকাল অঞ্চল হতে হাইপোকন্ড্রিযাক অঞ্চল পর্যন্ত এর অবস্থান। এর ৪ টি অংশ হেড, নেক, বডি ও টেইল। হেড ডিওডেনামে ঈ এর ভিতর থাকে। ১২-১৫ সে.মি লম্বা।
- নালীসহ (Exocrine Gland) গ্রন্থি-৯৯% অংশ। কোষ থেকে নিঃসৃত হজম-রস (Enzyme), অগ্নাশয় নালী (Pancreatic duct) দিয়ে ডিওডেনামে যেয়ে খাবার হজম হয়।
এনজাইম সমূহ:
- ১) ট্রিপসিন (Trypsin): আমিষ হজম করে।
- ২) এমাইলেজ (Amylase): শর্করা খাবার হজম করে।
- ৩) লাইগেজ (Lipase) : চর্বি জাতীয় খাবার হজম করে।
- খ) নালী বিহীন গ্রন্থি (Endocrine)-১% ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]