নাকের পলিপের চিকিৎসা, ১৬ টি লক্ষণ ও রেপার্টরি।

নাকের পলিপের চিকিৎসা

নাকের পলিপের চিকিৎসা (Nasal polyp):

নাকের এবং নাকের আশেপাশে Sinus গুলো থেকে ঝুলে পড়া ফোলা  mucosa কে Nasal polyp বলে।

কারণ (Cause):

এলার্জি (Allergy), ইনফেকশন (Infection) ও মিশ্র (Mixed) কারণে নাকের পলিপ হতে পারে।

প্রকারভেদ (Types):

  • Ethmoidal polyp- সাধারণত অনেকগুলো polyps (আঙ্গুরের থোকার মতো) একত্রে নিচে নাকের সামনের ছিদ্রের দিকে চলে আসে এবং সাধারণত নাকের দুপাশেই হয় এবং পলিপ কেটে ফেললে আবারো হয়।
  • Antrochoanal polyp- সাধারণত একটি polyp ম্যাক্সিলারী Sinus এর নাকের এক পাশ থেকে শুরু হয়ে নীচে নাকের পিছনের ছিদ্রের দিকে চলে যায়।

উপসর্গ ও লক্ষণ (Symptom & Sign):

  • পলিপের কারণে এক বা দুই পার্শের নাক বন্ধ থাকতে পারে।
  • নাক বন্ধ থাকার পাশাপাশি Nasal voice (নাকি কথা) থাকতে পারে।
  • মুখ দিয়ে শ্বাস নেয়া ও মুখ শুষ্ক থাকতে পারে।
  • মাথাব্যথা, কান ব্যথা হতে পারে।
  • নাক দিয়ে রক্ত পড়তে পারে।

ল্যাব পরীক্ষা (Investigation):

  • X-ray PNS O/M view
  • X-ray Nasopharynz lateral view.

চিকিৎসালক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)

হোমিওপ্যাথিতে নাকের পলিপ চিকিৎসার জন্য নিচে দেয়া ১৬ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে

Murphy Nose      

  1. নাসিকার পলিপ POLYPS, NASAL (43) 1 agra, 2 all-c, 1 alumn, 2 apis, 1 arum-m, 1 aur, 1 bell, 1 cadm-s, 3 CALC, 1 calc-i, 2 calc-p, 2 carbn-s, 1 caust, 2 con, 1 form, 2 graph, 1 hecla, 1 hep, 1 hydr, 2 kali-bi, 1 kali-i, 2 kali-n, 2 kali-s, 2 lem-m, 1 lyc, 1 med, 1 merc, 1 merc-c, 2 merc-i-r, 1 nit-ac, 2 phos, 1 puls, 2 psor, 3 SANG, 2 sep, 2 sil, 1 staph, 2 sulph, 1 syc-co, 3 TEUCR, 3 THUJ, 1 wye, 1 zinc-chr
  2. নাসিকার পলিপ, হতে সহজে রক্তপাত হয় POLYPS, NASAL bleeds easily (4)
  3. নাসিকার পলিপ, নাকের বাম পার্শে POLYPS, NASAL left (4)
  4. নাসিকার পলিপ, নাকের অভ্যন্তরে POLYPS, NASAL post nasal (1)
  5. নাসিকার পলিপ, নাকের ডান পার্শে POLYPS, NASAL right (3)

Murphy Diseases 

  1. পলিপ সাধারণ, সামান্য প্ররোচনায় প্রচুর রক্তপাত হয় POLYPS, general  bleed profusely on slight provocation (2)
  2. পলিপ সাধারণ, হতে সহজে রক্তপাত হয় POLYPS, general  bleeds easily (4)
  3. পলিপ সাধারণ, তরুণাস্থির মতো কিছু, ভিতরের দিকে ডেবে গিয়ে আকার বা গঠনের পরিবর্তন ঘটায় POLYPS, general  cartilage like, undergo retrograde metamorphosis (1)
  4. পলিপ সাধারণ, ফাইব্রইড প্রকৃতির, বিশেষভাবে নাসিকায় হয় POLYPS, general  fibroid, particularly nasal, of all kinds (1)
  5. পলিপ সাধারণ, ফাইব্রইড প্রকৃতির POLYPS, general fibrous (1)
  6. পলিপ সাধারণ, মাংশল, ধিরে ধিরে পশ্চাৎ দিকে ধাবিত হয় POLYPS, general fleshy, retrograde slowly (1)
  7. পলিপ সাধারণ, বাম পার্শে POLYPS, general left (4)
  8. পলিপ সাধারণ, নাকের অভ্যন্তর POLYPS, general post nasal (1)
  9. পলিপ সাধারণ, ডান পার্শে POLYPS, general right (3)
  10. পলিপ সাধারণ, কোমল POLYPS, general soft (1)
  11. পলিপ সাধারণ, বিশেষ করে বৃদ্ধা ও মধ্যবয়সী মহিলাদের নাক ও কানে পলিপাস POLYPS, general women, especially among old and middle-aged, in ear and nose (1)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে নাকের পলিপের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *