রোগী লিপি গাইড Case Taking Guide

হোমিওপ্যাথি চিকিৎসায় রোগী লিপি বা কেস টেকিং (Case Taking) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হোমিওপ্যাথিতে দুই লক্ষ ত্রিশ হাজার লক্ষণ প্রুভ হয়েছে এত বিশাল সংখ্যক লক্ষণ থেকে একজন রোগীর উপযুক্ত লক্ষণ খুঁজে বেরকরা কঠিন, এ কঠিন কাজকে সহজ করার জন্য কেস টেকিং কৌশল। মনে রাখতে হবে সঠিক ভাবে কেসটেকিং করতে না পাড়লে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব নয়।

কেস টেকিং সংক্রান্ত বিষয়ে হোমিওপ্যাথির জনক ডাঃ সামুয়েল হ্যানিম্যান অর্গ্যানন গ্রন্থের ৮৩ থেকে ১০৪ নং এফোরিজম সমূহে বিষদ ভাবে আলোচনা করেছেন। নিম্নে বিষয়বস্তু সমূহ তুলে ধরা হয়েছে, বিস্তারিত (৫৫৫) নাম্বার পাতায় দেখুন।

এফোরিজম ৮৩: রোগ চিত্র বা লক্ষণ সমষ্টি নির্ণয় করার জন্য, নিম্নে উল্লেখিত যোগ্যতা ও গুণাবলী অবশ্যই চিকিৎসকের থাকতে হবে।
   ১. পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে।
   ২. ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে।
   ৩. সম্পূর্ণ মনঃসংযোগ থাকতে হবে।
   ৪. বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে।
এফোরিজম ৮৪: রোগী ও তার নিকটজন থেকে রোগীর লক্ষণ সমূহ শ্রবণ করার কৌশল।
এফোরিজম ৮৫: রোগীর লক্ষণ সমূহ লিপিবদ্ধ করার কৌশল।
এফোরিজম ৮৬: রোগীর দেয়া বিবরণ শেষ হলে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবে।
এফোরিজম ৮৭: চিকিৎসক কি ধরনের প্রশ্ন করবে তার বর্ণনা। “Wasn’t this (এটাকি ছিলনা?) or that circumstance also present? (বা এ সমস্যাটি আছে তাইনা?)” এধরণের প্রশ্ন করা যাবে না।
এফোরিজম ৮৮, ৮৯: অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান। পাদটীকা (৮৩, ৮৪) সহ পড়তে হবে।
এফোরিজম ৯০: বর্তমান লক্ষণ সমূহ সুস্থাবস্থায় কেমন থাকে তা জানতে হবে।
এফোরিজম ৯১, ৯২: পূর্ব থেকে ঔষধ সেবনকারীর লক্ষণ অনুসন্ধান করার কৌশল।
এফোরিজম ৯৩, ৯৪: রোগের সুনির্দিষ্ট কারণ ও পরিপোষক কারণ অনুসন্ধান করে আরোগ্যের পথ সুগম করতে হবে।
এফোরিজম ৯৫: চিররোগের ক্ষেত্রে মৃদুভাবাপন্ন লক্ষণসমূহও গুরুত্বপূর্ণ।
এফোরিজম ৯৬: রোগী তার রোগ সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা করলে চিকিৎসকের কি করনীয়।
এফোরিজম ৯৭: রোগী তার রোগ সম্পর্কে অস্পষ্ট বা স্বল্প পড়িসরে বর্ণনা করলে চিকিৎসকের কি করনীয়।
এফোরিজম ৯৮: রোগীলিপি প্রস্তুতকালে চিকিৎসকের কর্তব্য ও অপরিহার্য গুণ।
এফোরিজম ৯৯: তরুণ রোগের জন্য রোগীলিপি প্রস্তুত করার কৌশল।
এফোরিজম ১০০, ১০০১, ১০২: মহামারী রোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল।
এফোরিজম ১০৩: চিররোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল।
এফোরিজম ১০৪: রোগীলিপি করার প্রয়োজনীয়তা।

[videogallery id=”Case Taking 1″]

নিচে দেয়া প্রতিটি ট্যাব ও মেনু আয়ত্ত করতে পারলেই একজন ভালো কেসটেকার হতে পাড়বেন। ইনশাআল্লাহ্‌ 

সূচনা

Complaints অভিযোগ:

রোগী তাঁর রোগ সংক্রান্ত অভিযোগ করার জন্যই ডাক্তারের নিকট আসেন, অবশ্যই ডাক্তারকে মনোযোগ সহকারে রোগীর কথা শুনতে হবে।

রোগী ডাক্তারের সামনে বসে প্রথমে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে সকল রোগ কষ্টের কথা বলে, তাকে প্রধান অভিযোগ বলে। রোগী প্রধান অভিযোগ বলার সময় কোন প্রকার প্রশ্ন করা ঠিক হবেনা, শুধু এতটুকু বলতে পাড়েন যে- আপনি একটু ধীরে ধীরে বলেন যেন আমি লিখে রাখতে পারি। অতঃপর বর্ণনা সমূহ বিষয় ভিত্তিক কোটেশন আকারে ফাঁক ফাঁক করে লিখতে হবে যেন পরবর্তী তথ্য সমূহ কোটেশন ভিত্তিক সংযুক্ত করা যায়।

এরপর রোগী কম গুরুত্বপূর্ণ বিষয় বলবে ও পূর্বের নিয়মে লিখে রাখতে হবে।

রোগী নিজ থেকে বলা শেষ করলে প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে। এ বিষয়ে পরবর্তী পরিচ্ছেদ ও অধ্যায় সমূহ আপনাকে সাহায্য করতে পারে।

আমাদের দেয়া প্রশ্ন ও উত্তর সমূহ শুধু ধারণা নেয়ার জন্য, ডাক্তারগণ রোগীর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত প্রশ্ন করবেন, রোগী প্রশ্ন করার পূর্বেই যদি উত্তর দিয়ে দেয় তাহলে পুনরায় প্রশ্ন করা থেকে বিরত থাকবেন।

প্রশ্ন করবেন।

অবস্থান

ক) আপনার কষ্ট ঠিক কোন স্থানে ?

নোট: স্থান নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্থানের কারণে ঔষধ আলাদা হতে পারে। যেমন হাঁটুতে টিউমার হলে যে ঔষধ হয়, হাঁটুর হলোতে টিউমার হলে সে ঔষধ নাও হতে পারে। তাই ভালো ডাক্তার হতে হলে এনাটমি শিখতেই হবে। আমাদের এনাটমি ফিজিওলজি বিভাগে প্রাথমিক ধারণা পাবেন। এবং রেপার্টরি বিভাগে বিষয়ভিত্তিক এনাটমিক্যাল লোকেশন, রেপার্টরির ভাষায় শিখতে পাড়বেন।

কারণ

ক) আপনার কষ্টগুলো হওয়ার পেছনে কোন কারণ আছে বলে মনে করেন কি ?

যেমন –  আঘাত লাগা, বৃষ্টিতে ভেজা, অনেক ক্ষণ ঠাণ্ডা বাতাসে থাকা, প্রিয়জনকে হারানো বা না পাওয়ার কষ্ট, অধিক পরিশ্রম করা, ভ্রমণ করা     – ইত্যাদি

ভোগ কাল

ক) কতদিন হল আপনি এ কষ্টে  ভোগছেন ?

এ প্রশ্নের মাধমে রোগের গভীরতা, একুইট ও ক্রনিক অবস্থা নির্নয় করা যাবে। এবং পরবর্তী প্রস্ন তৈরি হবে।

অনুভূতি

ক) আপনার কষ্টের ঠিক কিরূপ অনুভূতি ?

যেমন – কারো ব্যথা > দপ দপ কর, শুই বিঁধানোর মত, কেটে ফেলার মত, ছিরে ফেলার মত, মুঠো করে ধরার মত, সাধারণ ব্যথা   ইত্যাদি

বিস্তৃতি

ক) আপনার কষ্ট একস্থানে শুরু হয়ে এদিক ওদিক ছড়িয়ে যায় কি ?

যেমন – কারো পায়ের তালুতে ব্যথা শুরু হয়ে হাটু পর্যন্ত বিস্তৃত হয়। গলায় ব্যথা শুরু হয়ে কান পর্যন্ত ছড়িয়ে যায় ইত্যাদি।

আচরণ

খ) আপনার কষ্টটির আচরণ  কিধরণের ?

যেমন – কারো ব্যথা > হঠাত আসে কিছুক্ষণ থেকে আস্তে আস্তে যায়, ঝিম ঝিম করতে করতে আসে ইত্যাদি

হ্রাস বৃদ্ধি

ক) আপনার কষ্টটি আনুমানিক কয়টার সময় কম হয় বা বৃদ্ধি পায় ?

খ) এমন কোন বিষয় আছে কি, যাতে আপনার কষ্ট কম বা বৃদ্ধি হয় ?

যেমন – বিশেষ কোন খাবার খাওয়া, হাটা-চলা, শুয়ে থাকা, বসে থাকা, বসা থেকে দাঁড়ানো, গোসল করা, কথা বলা, শব্দ শোনা, রোদ লাগা,  ইত্যাদি

আনুষঙ্গিক

ক) কষ্ট ভোগ করার সময়, অন্য কোন লক্ষণ প্রকাশ পায় কি ?

যেমন – ব্যথা ভোগ করার সময় > পিপাসা লাগে, ক্ষুধা লাগে, শীত শীত লাগে, বমি ভাব হয়, রাগ বেড়ে যায়  ইত্যাদি

পূর্বাপর

ক) কষ্ট ভোগ করার পূর্বে / পরে, অন্য কোন লক্ষণ প্রকাশ পায় কি ?

যেমন – মাথা ব্যথা শুরু হওয়ার পূর্বে অনিদ্রা, জ্বরের পরে পিপাসা ইত্যাদি।

বিকল্প

ক) আপনার একটি কষ্ট কমে গিয়ে অন্য একটি কষ্ট দেখা দেয় এমন কোন ব্যাপার আছে কি ?

যেমন – অর্শ ভালো হওয়ার পরে বোক ধড়ফড়ানি, আবার বোক ধড়ফড়ানি ভালো হওয়ার পরে অর্শ। শ্বাস কষ্ট ভালো হওয়ার পরে বাতের ব্যথা, আবার বাতের ব্যথা ভালো হওয়ার পরে শ্বাস কষ্ট ইত্যাদি।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

  1. DespinaIYard

    This is the right webpage for anybody who wants to understand this topic.
    You realize so much its almost hard to argue
    with you (not that I actually would want toHaHa).
    You definitely put a brand new spin on a topic that has
    been discussed for decades. Wonderful stuff, just excellent!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

হোমিওপ্যাথি রিলেটেড প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য Dismiss