চর্মরোগের মৌলিক শিক্ষা ও চিকিৎসা কৌশল।

মলম ব্যাবহার বা ঔষধ সেবন করার পর রোগটি চলে গিয়ে কিছুদিন পরে আবারো দেখা দিল। আপনি চিকিৎসা নিচ্ছেন রোগ চাপা পরে আছে চিকিৎসা বন্ধ করছেন রোগটি আবারো হচ্ছে ঠিক এ ধরণের চর্ম রোগকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য হোমিওপ্যাথিই সেরা।

আর এ জন্য হোমিওপ্যাথিতে রয়েছে প্রায় ৪৭৮৫ টি চর্ম লক্ষণ।

৪৭৮৫ টি চর্ম লক্ষণকে ৪৯৮ টি পরিচ্ছদ, কিনোট বা মূল রুব্রিকে বিন্যস্ত করা হয়েছে।  যা নিম্নের ট্যাব সমূহে দেয়া হয়েছে।

যে ডাক্তার ৪৭৮৫ টি চর্ম লক্ষণ সহ মনো লক্ষণ সমূহের উপরে যত বেশী  অনুশীলন করবেন সে ডাক্তার চর্মরোগ চিকিৎসায় ততো বেশী সফল হবেন। তবে পরিতাপের বিষয় হলো আমাদের দেশে এরূপ যোগ্য ডাক্তারের সংখ্যা অনেক কম বিধায় ব্যর্থ রোগীর সংখ্যা অনেক বেশী হওয়ার কারণে প্যাথির দুর্নাম হচ্ছে।

হোমিওপ্যাথি ডাক্তারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে, যোগ্য ডাক্তারের সংখ্যা বাড়িয়ে, হোমিওপ্যাথির ব্যর্থ রোগীর সংখ্যা কমিয়ে, দেশ ব্যাপী সর্বোচ্য সংখ্যক সফল চিকিৎসার মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা।

আর এ জন্য নিম্নের ট্যাব সমূহের বিষয়বস্তু সমূহ ডাক্তারদের শিক্ষা সিলেবাস হিসাবে কাজে লাগবে এবং “ফিচার পোস্ট” নামক ট্যাবটিতে দেয়া বিষয় সমূহ রোগীদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে

চর্মরোগের সফল চিকিৎসা প্রমাণ ও টিউটোরিয়াল।

 

[dzs_videogallery id=”Psoriasis” db=”main”]

হোমিওপ্যাথি অন্য সকল প্যাথি থেকে আলাদা ও বিপরীত

হোমিওপ্যাথি অন্য সকল প্যাথি থেকে আলাদা ও বিপরীত
Read more

 

ভিডিওতে দেয়া ছবির সাথে মিলিয়ে নিচের ১৭৫ টি চর্মরোগ সম্পর্কে পড়তে হবে ও প্রতিটি বিষয়ের সম্যক ধারণা অর্জন করতে হবে, যা রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ের মূল রুব্রিক ও Skin, Eruptions অধ্যায়ে রয়েছে।

1 ফোড়া ABSCESSES.
2 বয়োব্রণ ACNE.
3 একটিনোমায়োসিস ACTINOMYCOSIS.
4 লাল বর্ণের উদ্ভেদ বা আচিল ANGIOMA.
5 ক্রমিক ক্ষয় ATROPHY.
6 উদ্ভেদের উপরি তল BLOTCHES.
7 বসন্ত CHICKENPOX / COWPOX .
8 শয্যাক্ষত BEDSORES / decubitus.
9 জন্ম-চিহ্ন BIRTHMARKS.
10 ফোস্কা BLISTERS.
11 লোমফোঁড়া BOILS.
12 অগ্নিদগ্ধ স্থানের ন্যায় BURNT scorched.
13 কড়াপড়া CALLOUSES.
14 ক্যান্সার CANCER.
15 দুষ্টব্রণ CARBUNCLES.
16 কোষ প্রদাহ CELLULITIS.
17 খশখশে CHAPPING.
18 শৈত্যজনিত ক্ষত CHILBLAINS.
19 মেস্তা বা বাদামী দাগ CHLOASMA.
20 চটচটে CLAMMY.
21 কালো মাথাযুক্ত উদ্ভেদ COMEDONES.
22 গুপ্তাঙ্গের আঁচিল CONDYLOMATA.
23 সঙ্কোচন CONTRACTIONS.
24 তামাটে দাগ অবশিষ্ট থাকে, উদ্ভেদ উপশম হওয়ার পরে COPPERY spots, remaining after eruptions.
25 পায়ের কড়া CORNS.
26 ফাটা চামড়া CRACKS skin.
27 ত্বকের প্রদাহ DERMATITIS.
28 শুষ্ক DRY.
29 কালশিটে ECCHYMOSIS.
30 একজিমা ECZEMA.
31 শোথ EDEMA.
32 স্থিতিস্থাপকতার অভাব ELASTICITY lack of.
33 ইরিসিপিলাস ERYSIPELAS.
34 অহিপতুন ERYTHEMA.
35 চোট বা আচর লাগা EXCORIATION.
36 উপমাংশ EXCRESCENCES.
37 ময়লাযুক্ত FILTHY.
38 থলথলে FLABBINESS.
39 ছুলি/তাম্রবর্ণ দাগ FRECKLES.
40 ছত্রাক FUNGUS.
41 নাড়ী গ্রন্থি GANGLION.
42 পচনশীল ক্ষত GANGRENE.
43 কাঁটা উদ্ভেদ GOOSEBUMPS.
44 গ্রেনোলেশন GRANULATIONS.
45 চর্বি মাখান GREASY.
46 শক্তভাব HARDNESS.
47 হার্পিস সিমপ্লেক্স HERPES simplex.
48 মীনচর্ম ICHTHYOSIS.
49 ইমপেটিগো IMPETIGO.
50 নিষ্ক্রিয়তা চর্মের INACTIVITY.
51 টোল পড়ে INDENTED.
52 কাঠিন্নতা INDURATIONS.
53 অস্থিতিস্থাপকতা INELASTICTY.
54 প্রদাহ INFLAMMATION.
55 অহিপুতন INTERTRIGO.
56 কেলইড KELOIDS.
57 কুষ্ঠরোগ LEPROSY.
58 উকুন LICE.
59 লাইচেন প্লানাস LICHEN planus.
60 কলিজা বর্ন, বাদামী বর্ন দাগ LIVER spots, brown.
61 লুপাস এরাইথিমাটোসাম LUPUS erythematosum.
62 হাম MEASLES.
63 আদ্রতা MOISTURE.
64 তীল MOLES.
65 মোলাসকাম কনটেজিওসাম MOLLUSCUM contagiosum.
66 চিত্র বিচিত্র MOTTLED.
67 খুসকি DANDRUFF.
68 জালিকার মত রক্তাধার NETWORK of blood vessels.
69 নেভি NEVI.
70 চর্ম গুটিকা NODULES.
71 তৈলাক্ত চামড়া OILY skin.
72 রসানি ঝরে OOZING.
73 কাগজের মত PARCHMENT.
74 পেলেগরা PELLAGRA.
75 রক্তরস পূর্ণ ফোস্কা PEMPHIGUS.
76 পিটচেই PETECHIAE.
77 মরাসমাস PITYRIASIS.
78 পলিপস POLYPS.
79 প্রুরিগো PRURIGO.
80 সোরিয়েসিস PSORIASIS.
81 রক্তস্রাবী ধুম্ররোগ PURPURA hemorrhagica.
82 ফুসকুড়ি RASH.
83 কাচা-হাজা ভাব RAWNESS.
84 পাঁকুই RHAGADES.
85 দাদ RINGWORM.
86 হামের লালচে ফুসকুড়ি বা ছোপ ROSEOLA.
87 রুক্ষ-অমসৃণ ROUGH.
88 কল্কিকা RUPIA.
89 খোস পাঁচড়া SCABIES.
90 আরক্ত জ্বর SCARLATINA.
91 ক্ষতের দাগ SCARS.
92 স্ক্লেরোডারমা SCLERODERMA.
93 জান্তব চর্বিময় পুঁজকোষ SEBACEOUS cysts.
94 উজ্জ্বল বা চকচকে SHINING.
95 কোঁকড়ানো SHRIVELLED.
96 গুটি বসন্ত SMALLPOX.
97 কোমল নরম-থলথলে SOFT boggy.
98 মসৃণ SMOOTH.
99 দাগ স্পট SPOTS.
100 চটচটে STICKY.
101 ডোরা ডোরা দাগ STRIPES streaks.
102 শক্ত-আড়ষ্ট STIFF.
103 স্ফীতি SWELLING.
104 ঘন মোটা THICK.
105 দাদ TINEA.
106 ট্রাইকোফাইটোসিস TRICHOPHYTOSIS.
107 ক্ষুদ্র স্ফীতি TUBERCLES.
108 ক্ষত ULCERS.
109 অস্বাস্থ্যকর চামড়া প্রতিটি আচরের স্থানে পুঁজ হয় অথবা আরোগ্য হতে কষ্ট হয় UNHEALTHY skin every scratch festers or heals with difficulty.
110 আমবাত URTICARIA.
111 গো-বসন্ত VACCINIA.
112 পানবসন্ত VARICELLA.
113 বসন্তরোগ VARIOLA.
114 ফোস্কা VESICLES.
115 ধবল VITILIGO.
116 আঁচিল WARTS.
117 মোমবৎ WAXY.
118 অর্বুদ WENS.
119 শুকিয়ে যাওয়া WITHERED.
120 কৃমি চামড়ায় WORMS skin.
121 ভাজপড়া WRINKLED.
122 হলুদ বর্নের চামড়া YELLOW skin.
123 কালচে নীল বর্ণের blue dark.
124 সমস্ত শরীরে body all over.
125 বাদামী বর্ণের brownish.
126 জ্বালাকর burning.
127 গুচ্ছবদ্ধ clustered.
128 অনেকগুলো উদ্ভেদ একীভূত confluent.
129 তামা বর্ণের coppery.
130 আচ্ছাদিত অংশে covered parts.
131 খোলসযুক্ত crusty.
132 আইশ উঠা desquamating.
133 ময়লাযুক্ত dirty.
134 স্রাবযুক্ত discharging.
135 শুষ্ক dry.
136 ক্রমে ক্রমে ক্ষয় প্রাপ্ত হয় eating away.
137 একথাইমা প্রকৃতির ecthyma.
138 উঁচু উঁচু elevated.
139 ছাল বা চামড়া উঠা excoriated.
140 পূতিগন্ধময় fetid.
141 চেপটা flat.
142 আঙ্গুরের মত grape shaped.
143 দানাদার gritty.
144 দানাময় ক্ষুদ্র শস্যদানাবৎ granular.
145 শক্ত hard.
146 চুলযুক্ত অংশে hairy parts on.
147 প্রদাহিত inflamed.
148 চুলকানি যুক্ত উদ্ভেদ itching eruptions.
149 শৃঙ্গাকার horny.
150 হাইদ্রোয়া প্রকৃতির hydroa.
151 ময়দার মত mealy.
152 মিলিয়াম milium.
153 মিলিয়ামের মত miliary.
154 মরফিয়া morphea.
155 বেদনাদায়ক painful.
156 বেদনা শূন্য painless.
157 ঘামাচি prickly heat.
158 তালিতালি দাগ যুক্ত patches.
159 পেপুলার papular
160 ক্ষতকর ফোস্কা phagedenic.
161 পিমপ্লেস pimples.
162 বসন্তরোগের গুটিকা pocks.
163 পুজবটি pustules.
164 মামড়ি-পড়া scabby.
165 আঁশযুক্ত scaly.
166 চর্মক্লেদ বা মরামাস scurfy.
167 পেকে ত্তঠা suppurating.
168 স্কার্ভি রোগ scorbutic.
169 উজ্জ্বল বা চকচকে shining through.
170 পোকামাকড় কামড়ানোর মত লাল sting of insects like red.
171 স্ট্রোফুলাস strophulus.
172 সিফিলিস জাত syphilitic.
173 প্রসারিত হয় tense.
174 আলোকভেদ্য transparent.
175 সাদাটে whitish.

হোমিওপ্যাথিতে আলসার সম্পর্কিত প্রায় ১২০০ লক্ষণ বা রুব্রিক রয়েছে, এ রুব্রিক সমূহ বুঝতে হলে অবশ্যই রেপার্টরি গ্রন্থের Skin, Ulcers অধ্যায়ে দেয়া নিম্নের ১১০ টি মৌলিক রুব্রিক সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে।

 

1 অবিরাম ব্যথা যুক্ত aching.
2 ক্ষতের চারিদিকে দাগ. ধার ও কিনারা areola edges margins.
3 জমিন bases.
4 শয্যা ক্ষত bed-sores.
5 কামড়ানোর মত অনুভূতি biting.
6 কালো black.
7 রক্তস্রাবী bleeding.
8 নীল বা কালো জমিন যুক্ত blue or black base.
9 নীলাভ bluish.
10 লোম ফোড়া হতে boils from.
11 বিরক্তিকর ব্যথার সহিত boring with.
12 থেঁতলানোবৎ বেদনার সহিত bruised pain with.
13 জ্বালাকর burning.
14 অগ্নিদগ্ধ যেন burnt as if.
15 গর্ত করার মতো ব্যথা burrowing.
16 ঠাণ্ডা বাতাসে উপশম cold air amel.
17 ঠাণ্ডা বোধ হয় cold feeling in.
18 কিছু গড়িয়ে চলার অনুভূতির crawling.
19 খোলসযুক্ত crusty.
20 কাটছে এমন অনুভূতি cutting.
21 গভীর ক্ষত deep.
22 স্রাব নির্গত হয় discharges.
23 বোধ হীনতা dotted.
24 টেনে ধরার মত বেদনার drawing.
25 শোথ রোগে আক্রান্ত ব্যক্তির dropsical persons.
26 শুষ্ক dry.
27 একজিমা ঘটিত eczematous.
28 গ্রেনোলেশনের সহিত granulations.
29 শক্ত কিনারা indurated margins.
30 নালীক্ষত fistulous.
31 চেপটা flat.
32 স্রাব নির্গত হয় flowing.
33 বিকৃতমূর্তি foul.
34 ছত্রাক fungus.
35 পচনশীল ক্ষত gangrenous.
36 চিকচিকে glistening.
37 উত্তাপে heat.
38 হার্পিস প্রবণ herpetic.
39 মৌচাকের মত honey-combed.
40 অলস প্রকৃতির indolent.
41 শক্ত indurated.
42 প্রদাহিত inflamed.
43 আঘাতের ফলে injuries.
44 অনুভূতিশূন্য insensibility.
45 চুলকানি itching.
46 কিনারা edges.
47 খাঁজকাটা jagged.
48 ঝাঁকি দিয়ে উঠা বেদনা jerking pain.
49 লার্ডাসিয়াস lardaceous.
50 শূককীট যুক্ত maggots.
51 ম্যালিগন্যান্ট malignant.
52 পারদ mercury.
53 চারিদিক areola.
54 অনেকগুলো multiple.
55 সরিষার পুলটিস mustard poultice.
56 পুরাতন ক্ষত old ulcers.
57 ডিম্বাকৃতির oval shape.
58 বেদনাদায়ক painful.
59 ক্ষতকর ফোস্কা phagedenic.
60 পিমপ্লেস দ্বারা পরিবেষ্টিত pimples surrounded by.
61 চাপছে এমন বেদনা pressing.
62 মাংসাংকুর যুক্ত proud flesh.
63 স্পন্দিত হয় pulsating.
64 পুজবটি চারিদিকে pustules around.
65 উঁচু কিনারা যুক্ত raised edges with.
66 কাঁচা গোস্তের টুকরার মত জমিন যুক্ত raw flesh-like base with.
67 লাল চারিদিক red areola.
68 নিয়মিত কিনারা উৎপন্ন হয় regular margins.
69 পুনরায় আক্রান্ত হয় reopening of old.
70 গোলাকার পাঞ্চ করা স্থানের মত round punched.
71 ঘর্ষণ লাগার ফলে rubbing from.
72 লবণ মাখানোর মত salt rheum like.
73 মারাত্মক টিউমার হতে ক্ষত sarcomatous ulcers.
74 আরক্তিম জ্বর হতে scarlet fever from.
75 চেঁছে উঠানোর মত scooped out.
76 স্কার্ভি রোগাক্রান্ত ব্যক্তির scorbutic.
77 চুলকানোর পরে scratching after.
78 গণ্ডমালা রোগগ্রস্ত ব্যক্তির scrofulous.
79 বার্ধক্যজনিত senile.
80 স্পর্শকাতর sensitive.
81 তরঙ্গের মত ঢেউ ঢেউ serpiginous.
82 যৌন ক্রিয়ায় বৃদ্ধি sex agg.
83 উজ্জ্বল বা চকচকে shining.
84 তীর বা গুলি বিদ্ধবৎ ব্যথা shooting.
85 চারিদিকে ছোট ছোট ক্ষত যুক্ত small ulcers surrounding it.
86 একুইট যন্ত্রণাকর smarting.
87 স্পঞ্জের মতো spongy.
88 বসন্তকালে spring.
89 হুল ফুটার ন্যায় তীক্ষ্ণ ব্যথা stinging sharp.
90 হালকা অসাড়তা, প্রলাপ বকা ও অবসাদ low delirium and prostration.
91 অগভীর superficial.
92 চাপাপড়া suppressed.
93 পেকে ত্তঠা suppurating.
94 ফোলা-স্ফীতি swollen.
95 সিফিলিস জাত syphilitic.
96 ছিন্নকর বেদনা tearing.
97 প্রসারিত হয় tense.
98 পাতলা চামড়া হাড়ের উপরে লেগে যায় thin skin over bones on.
99 ধুঁক ধুঁক করে throbbing.
100 ঝিনঝিন করে tingling.
101 আঘাতমূলক traumatic.
102 অর্বুদ অপসারণের পরে tumors after removal of.
103 অস্বাস্থ্যকর unhealthy.
104 ভেরিকস যুক্ত varicose.
105 ফোস্কা দ্বারা পরিবেষ্টিত vesicles surrounded by.
106 উষ্ণতায় warmth.
107 আঁচিল আকৃতির wart shaped.
108 ধৌত করলে বৃদ্ধি washing agg.
109 সাদা বর্ণের white.
110 হলুদ বর্ণের yellow.

চর্মে হরেক রকমের ব্যথা অনুভূত হতে পারে, আর সকল প্রকার ব্যথার ভিন্ন ভিন্ন ঔষধ হোমিওপ্যাথিতেই দেয়া সম্ভব। ঔষধের সন্ধান পেতে হলে রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ের মূল রুব্রিক ও Skin, Pain অধ্যায়ে দেয়া নিম্নের শব্দ সমূহ দিয়ে অনুসন্ধান করতে হবে।

 

1 সাধারণ ব্যথা PAIN.
2 জ্বালা BURNING.
3 থেতলানোবৎ BRUISED.
4 কামড় দিচ্ছে এমন BITING.
5 কাটছে এমন CUTTING.
6 বর্নবিকৃত চামড়া DISCOLORATION skin.
7 উদ্ভেদের ধার বা কিনারা EDGES.
8 বিদ্যুৎ শকের মত অনুভূতি ELECTRIC sparks.
9 চিবানোর মত GNAWING.
10 সঙ্কীর্ণ চর্ম অনুভূতি HIDEBOUND sensation.
11 বরফ বা বরফের মত ঠাণ্ডা সুচ থাকার অনুভূতি ICE or ice-cold needles sensation.
12 চিমটি কাটা PINCH.
13 কাটা বা সুচ ফোটার মত অনুভূতি PRICKLING sensation.
14 কাচা-হাজা ভাব RAWNESS.
15 স্পর্শকাতরতা SENSITIVE.
16 তীব্র যন্ত্রণাকর SMARTING.
17 প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE pain.
18 গোঁজ বিদ্ধবৎ বেদনা SPLINTER pain.
19 লাঠিপেটা বেদনা STICKING pain.
20 হুল ফুটার ন্যায় বেদনা STINGING pain.
21 ছিন্নকর বেদনা TEARING pain.
22 আকস্মিক টান লাগা বেদনা TWITCHING pain.
23 ক্ষতকর বেদনা ULCERATIVE pain.
24 কামড় দেয়ার মত বেদনা biting.
25 ঝাঁকি দিয়ে উঠা বেদনা jerking pain.
26 বেদনাদায়ক painful.
27 স্পর্শকাতর sensitive.
28 একুইট যন্ত্রণাকর smarting.
29 কাচা-হাজা ভাব RAWNESS.

চর্মে ব্যথা ছাড়াও বহু প্রকার অনুভূতি হতে পারে, প্রতিটি অনুভূতির আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতেই দেয়া সম্ভব। ঔষধের সন্ধান পেতে হলে রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ে নিম্নে দেয়া শব্দ সমূহ দিয়ে অনুসন্ধান করতে হবে।

 

1 চুলকানি ITCHING.
2 কিছু লেগে থাকা ADHERENT.
3 অসাড়তা NUMNES/ANESTHESIA.
4 বুদবুদ BUBBLING.
5 শীতলতা COLDNESS.
6 দড়ি যেন CORD thin as if.
7 সুড়সুড়ি লাগা FORMICATION.
8 একত্রে জড়ানো যেন GRASPED together as if.
9 উত্তাপ অনুভূতি HEAT sensation.
10 সঙ্কীর্ণ চর্ম অনুভূতি HIDEBOUND sensation.
11 যেন চামড়া ঝুলে পড়েছে LOOSE sensation.
12 অসাড়তা NUMBNESS.
13 ফোলা অনুভূতি SWOLLEN sensation.
14 টানবোধ TENSION.
15 পাতলা চামড়া যেন THIN skin as if.
16 ঝিনঝিন কর TINGLING.
17 ভালভ পাতা যেন VALVE leaf as of a.
18 উষ্ণ WARM.
19 মাছি কামড়ানোর মত অনুভূতি flea bites like.
20 তরঙ্গ উৎপাদক serpiginous.
21 ছাঁচের মত গঠন যেন দেহে MOULD forming over body as if.

হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় চুলকানিকে হরেক রকম ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, একমাত্র হোমিওপ্যাথিতেই এ বৈচিত্র্য সমূহকে মূল্যায়ন করে আলাদা আলাদা চিকিৎসা দেয়া সম্ভব। চুলকানির চিকিৎসা যোগ্য প্রায় ২৫২৭ টি লক্ষণ বা রুব্রিক বুঝতে হলে অবশ্যই রেপার্টরি গ্রন্থের Skin, Itching অধ্যায়ে দেয়া নিম্নের ৮৩ টি মৌলিক রুব্রিক সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে।

 

1 বাতাস air.
2 মদ্যপ ব্যক্তির alcoholics.
3 গোসল বা ধৌত করা bathing.
4 বিছানায় bed.
5 কামড়ানোর মত biting.
6 রক্তপাত bleeding.
7 জ্বালাকর burning.
8 পার্শ পরিবর্তনশীল changing site of itching followed by.
9 শীত লাগা chill.
10 ঠাণ্ডায় cold.
11 মানুষের সংস্পর্শে contact.
12 পোকা হাটার মতো অনুভূতি crawling.
13 হতাশার ফলে despair from.
14 চুলকাতে চুলকাতে ছাল ওঠে যায় desquamation with.
15 ডায়াবেটিস রোগীদের. diabetes in.
16 খাবার খাওয়া eating.
17 বৃদ্ধ লোকের elderly people.
18 ক্ষয়শীল erosive.
19 যে স্থানে উদ্ভেদ ছিল eruptions had been where.
20 সন্ধ্যায় evening.
21 উত্তেজিত অবস্থায় excitement.
22 পরিশ্রমে exertion.
23 জ্বরের সময়  fever.
24 চামড়ার ভাঁজে folds of skin.
25 চুলযুক্ত অংশে hairy parts.
26 উত্তাপের উচ্ছ্বাস লাগার পরে heat after flushes of.
27 এখানে সেখানে বিচ্ছিন্ন স্থানে here and there.
28 অসহনীয় intolerable.
29 তীব্র intense.
30 জন্ডিসে আক্রান্ত হলে jaundice during.
31 ঝাঁকি দিয়ে উঠা jerking.
32 শয়নে lying.
33 গোশত খাওয়ার পরে meat after eating.
34 ঋতুলোপকালে menopause.
35 ঋতুস্রাব menses.
36 মানসিক পরিশ্রমে mental exertion.
37 সকালে morning.
38 মশায় কামড় দেয়ার পরে mosquito bite after.
39 বমি ভাব nausea.
40 স্নায়বিক nervous.
41 রাতে night.
42 মধ্যাহ্নে noon.
43 ছিদ্র পথে orifices.
44 অতিমাত্রায় উত্তপ্ত হলে overheated.
45 বেদনা যুক্ত pain.
46 বেদনাদায়ক অংশে painful parts.
47 পক্ষাঘাতগ্রস্ত অংশে paralyzed parts.
48 আবেশে আবেশে আগত paroxysmal.
49 আক্রান্ত অংশে affected.
50 ঘর্মে perspiration.
51 আনন্দদায়ক pleasurable.
52 প্রিয়ারি prairie.
53 গর্ভধারণ অবস্থায় pregnancy in.
54 কাটা বা সুচ ফোটার মতো অনুভূতির সহিত prickling with.
55 প্রুরিগো (ক্রনিক প্রচণ্ড চুলকনি) prurigo.
56 ছোট ছোট শ্বাসক্রিয়ার সহিত respiration with short.
57 ডান পার্শে right side.
58 ঘর্ষণে rubbing.
59 চুলকাতে হবেই scratch must.
60 চুলকালে scratching.
61 সহবাসের পরে sex after.
62 নিদ্রা sleep.
63 একুইট যন্ত্রণাকর smarting.
64 দাগ spots.
65 বসন্তকালে spring.
66 মার্চ মাসে march.
67 হুল ফুটার ন্যায় ব্যথা stinging.
68 উদ্ভেদ চাপাপড়ে suppressed eruptions.
69 ছিন্নকর tearing.
70 চুলকানির চিন্তা করলে বৃদ্ধি ITCHING thinking of it agg.
71 সুড়সুড়কর tickling.
72 যখন স্পর্শ করে touched when.
73 পোশাক খোললে undressing.
74 অত্যধিক violent.
75 কামোদ্দীপক voluptuous.
76 বমি vomits.
77 হাঁটাচলা walking.
78 সঞ্চরণশীল wandering.
79 উষ্ণ হলে warm on becoming.
80 উষ্ণতায় warmth.
81 ধৌত করলে washing.
82 হাত দিয়ে পরিষ্কার করলে wiping with hand.
83 উলের পোষাকে wool.

নানান কারণে চর্মরোগ উৎপন্ন বা বৃদ্ধি হতে পারে, এ কারণ সমূহের ভিত্তিতে ঔষধ নির্বাচন করতে না পাড়লে ব্যার্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পারে সুতরাং নিম্নে দেয়া কারণ সমূহ ভালো ভাবে অধ্যয়ন করতে হবে। যা রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ের মূল রুব্রিক ও Skin, Eruptions অধ্যায়ে রয়েছে।

 

1 ঠাণ্ডায় cold.
2 ঠাণ্ডা বাতাসে cold air.
3 ঠাণ্ডা পানিতে গোসল করলে  cold bathing agg.
4 শরীর ঠাণ্ডা হলে cold becoming agg.
5 অল্প ঘর্ষণ বা আঘাতে বৃদ্ধি friction slight agg.
6 জামাকাপড়ের ঘর্ষণে বৃদ্ধি  friction slight clothes of agg.
7 ধৌত করলে বৃদ্ধি washing agg.
8 শীতকালে বৃদ্ধি winter agg.
9 এলার্জির ফলে উদ্ভেদ allergic eruptions.
10 পুড়ে যাওয়া BURNS.
11 শৈত্যজনিত ক্ষত CHILBLAINS.
12 চোট বা আচর লাগা EXCORIATION.
13 মিন্সের পূর্বে চর্ম লক্ষণ বৃদ্ধি হয় MENSES before agg the skin.
14 বিষাক্ততা ওয়াক বৃক্ষ অথবা আইভি লতার বিষক্রিয়া POISON oak or ivy.
15 হুলবিদ্ধ হয়ে বা পোকার মাকড় দ্বারা উদ্ভেদের মতো অবস্থা STINGS of insects eruptions like.
16 স্তন্য দান করার সময় breast-feeding during.
17 দন্তোদগমের সময় dentition during.
18 উলের পোষাকে বৃদ্ধি WOOL agg.
19 মাছ খাওয়ার পরে fish after.
20 অল্প ঘর্ষণ বা আঘাতে friction slight.
21 আঘাত পাওয়া অংশে injured parts.
22 অল্প আঘাতে বৃদ্ধি injury slight agg.
23 ঋতুস্রাব menses.
24 দুধ পান করার ফলে milk from.
25 অতিমাত্রায় উত্তাপ হতে overheated from.
26 চুলকানোর পরে scratching after.
27 বসন্তকালে spring.
28 গ্রীষ্মকালে summer in.
29 রোদ লাগার ফলে sun from.
30 উদ্ভেদ চাপাপড়ে অসুস্থতা suppressed eruptions from ailments.
31 টিকা গ্রহণ vaccination.
32 এলার্জি, দুধ খেলে চর্ম লক্ষণ দেখা দেয় ALLERGY, to milk, skin symptoms.
33 রাসটক্স বিষাক্ততা, ওয়াক বিষ অথবা আইভি লতা RHUS poisoning, oak or ivy.

চর্মরোগের সহিত কিডনি রোগ ফুসফুসের রোগ সহ নানা প্রকার আনুষঙ্গিক রোগ হতে পারে, এবিষয়ে জানতে হলে নিম্নের বিষয় সমূহ অধ্যয়ন করতে হবে।  যা রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ের মূল রুব্রিক ও Skin, Eruptions অধ্যায়ে রয়েছে।

 

1 চর্মরোগের সহিত কিডনি রোগ DISEASES skin concomitant with kidney affections.
2 চুল পড়ে যায় HAIR falls out.
3 মূত্র সম্বন্ধীয় পীড়ার সহিত চর্মরোগ URINARY affections with skin.
4 রক্তপাত bleeding.
5 পাকস্থলীসংক্রান্ত লক্ষণের সহিত gastric symptoms with.
6 ফুসফুসে স্থানান্তরণ হয় metastasis lungs to.
7 স্ফীতির সহিত swelling with.
8 ছিন্নকর বেদনার সহিত tearing pain with.
9 প্রসারিত হয় tense.
10 ক্ষতকর বেদনার সহিত ulcerative pain with.

যদি কারো চর্ম রোগ ভালো হয়ে অন্য একটি রোগ দেখা দেয় এবং ঐ রোগটি ভালো হলে আবারও চর্ম রোগ দেখা দেয় পুনরায় চর্ম রোগ ভালো হয়ে ঐ রোগটি দেখা দেয় এমন পর্যায়ক্রমিক রোগের মৌলিক সমাধান একমাত্র হোমিওপ্যাথিতেই দেয়া সম্ভব। যা রেপার্টরি গ্রন্থের Skin অধ্যায়ের Eruptions রুব্রিকের অধীনে পাওয়া যাবে।

 

1 হাঁপানি asthma.
2 উদরাময় diarrhea.
3 হজমসংক্রান্ত লক্ষণ digestive symptoms.
4 আমাশয় dysentery.
5 অভ্যন্তরীণ অঙ্গের পীড়া internal affections.
6 অঙ্গপ্রত্যঙ্গে বেদনা pain in limbs.
7 শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয় লক্ষণ respiratory symptoms.
8 বক্ষে টানটান ভাব tightness of chest.

চর্ম রোগের সহিত সরাসরি মনের সম্পর্ক রয়েছে এমন ২৯ টি রুব্রিক নিম্নে দেয়া হল। যা রেপার্টরি সফটওয়ারে সার্চ দিয়ে বের করতে হবে।

 

1 মনোবেদনা চর্ম উদ্ভেদের সহিত MIND – ANGUISH – skin eruptions; with
2 উৎকণ্ঠা, উদ্ভেদ চাপা পড়ার পরে MIND – ANXIETY – eruptions; after suppressed
3 ত্বকের সুস্থতা নিয়ে অতি সচেতন MIND – AWARENESS heightened – body; of – Skin surface
4 চুলকালে অত্যন্ত মজা পায় যদিও শরীরে কোন উদ্ভেদ নেই MIND – CHEERFUL – itching eruption; though there is an
5 ভ্রান্ত ধারনা চর্ম যেন শরীর থেকে উড়ে উড়ে যাচ্ছে MIND – DELUSIONS – flying – skin; out of his
6 হতাশা চুলকানির কারণে MIND – DESPAIR – itching of the skin, from
7 হতাশা চুলকানি চাপা পড়ার কারণে MIND – DESPAIR – itching of the skin, from – suppressed
8 মন মলিন ময়লাযুক্ত ত্বকের কারণে MIND – DIRTY – skin, with dirty
9 নিরস ও নির্জীব ভাব উদ্ভেদ চাপা পড়ার কারণে MIND – DULLNESS – eruptions; from suppressed
10 চর্ম উদ্ভেদ চাপা পড়ার পরে মানুষিক লক্ষণের আবির্ভাব MIND – ERUPTIONS; mental symptoms after suppressed
11 স্বাস্থ্য উদ্বেগ সম্পর্কিত চিত্তোন্মাদ, উদ্ভেদ চাপা পড়ার পরে MIND – HYPOCHONDRIASIS – eruption; after suppression of
12 পাগলামো উদ্ভেদ চাপা পড়ার পরে MIND – INSANITY – eruptions; after suppressed
13 ঘৃণা উদ্রেক হয় উদ্ভেদ জন্মানোর পূর্বে MIND – LOATHING – general loathing – eruption; before
14 বাতিক গ্রস্থ উম্মাদ উদ্ভেদ চাপা পড়ার পরে MIND – MANIA – eruptions; after suppressed
15 ত্বকে অত্যধিক সংবেদনশীলতার কারণে উলঙ্গ হতে চায় MIND – NAKED, wants to be – hyperesthesia of skin, in
16 একগুঁয়ে জেদি চর্ম উদ্ভেদে আক্রান্ত হলে MIND – OBSTINATE – eruption, during
17 অস্থিরতা বা চঞ্চলতার সহিত চর্ম উদ্ভেদ MIND – RESTLESSNESS – eruptions – with
18 অস্থির বা চঞ্চল শিশুদের চর্ম উদ্ভেদ MIND – RESTLESSNESS – eruptions – with – children; in
19 অস্থিরতা বা চঞ্চলতা চর্ম উদ্ভেদ চাপা পড়ার ফলে MIND – RESTLESSNESS – eruptions – suppressed; from
20 চর্ম উদ্ভেদ ছিল এমন ব্যক্তির মানুষিক বিষণ্ণতা MIND – SADNESS – eruptions – history of; from
21 চর্ম উদ্ভেদ চাপা পড়ার ফলে মানুষিক বিষণ্ণতা MIND – SADNESS – eruptions – suppressed eruptions; with
22 ঘুমন্ত অবস্থায় জাগ্রত ব্যক্তির ন্যায় ঘোরাফেরা করে বহু দিনের পুরাতন চর্ম উদ্ভেদ চলে যাওয়ার পরে MIND – SOMNAMBULISM – eruptions; after disappearance of old
23 নেশাগ্রস্থের মত অবস্থা চর্ম উদ্ভেদ চাপা পড়ার ফলে MIND – STUPEFACTION – eruptions; from suppressed
24 আত্মহত্যা করার ইচ্ছা শরীরে চর্ম উদ্ভেদ থাকার কারণে MIND – SUICIDAL disposition – eruptions; from
25 আত্মহত্যা করার ইচ্ছা চর্মে চুলকানি থাকার কারণে MIND – SUICIDAL disposition – itching of skin; from
26 অজ্ঞানতা যখন ধীরে ধীরে চর্ম উদ্ভেদ দেখা দিতে থাকে MIND – UNCONSCIOUSNESS – eruptions – slow to appear; when eruption is
27 অজ্ঞানতা চর্ম উদ্ভেদ চাপা পড়ার পরে MIND – UNCONSCIOUSNESS – eruptions – suppression of eruptions; after
28 শব্দে অস্বস্তির সহিত হার্পিস রোগ MIND – SENSITIVE – noise, to – herpes; with
29 বিষণ্ণতার সহিত বয়োব্রণ MIND – SADNESS – acne, with.

মার্ফি রেপার্টরির চর্মরোগ অধ্যায়ে সর্বমোট ১৭৯ টি পরিচ্ছেদ বা মূল রুব্রিক রয়েছে নিম্নে তা দেয়া হলো। নীল রঙের রুব্রিকে ক্লিক করে তার সাব রুব্রিক সমূহ অনুবাদ সহ অধ্যয়ন করতে পাড়বেন।

 

চর্ম সম্পর্কিত রোগ লক্ষণের ১৭৯ টি পরিচ্ছেদঃ

  1. ফোড়া পুঁজবটিকা Skin,  ABSCESSES, suppurations, (0)

  2. বয়ঃব্রন, সাধারণ Skin,  ACNE, general (0)

  3. একটিনোমায়কোসিস Skin,  ACTINOMYCOSIS (4)

  4. চর্মে কিছু লেগে আছে এমন অনুভূতি Skin,  ADHERENT (2)

  5. এলার্জি, দুধ খেলে চর্ম লক্ষণ দেখা দেয় Skin,  ALLERGY, to milk, skin symptoms (1)  3 TUB

  6. অসাড়তা বা বোধশক্তি হীনতার অনুভূতি Skin,  ANESTHESIA, sensation (61)

  7. লাল বর্ণের উদ্ভেদ বা আচিল Skin, ANGIOMA (3)  1 abrot, 1 lyc, 1 sulph

  8. ক্রমিক ক্ষয়প্রাপ্তি, চামড়ার Skin,  ATROPHY (7)

  9. শয্যাক্ষত বা ডেকোবিটাস Skin, BEDSORES, decubitus (66)

  10. জন্ম-চিহ্ন, নেভি Skin, BIRTHMARKS, nevi (23)

  11. কামড় দিচ্ছে এমন অনুভূতি চর্মে Skin, BITING, sensation (74)

  12. ফোস্কা Skin, BLISTERS (44)

  13. উদ্ভেদের দাগ Skin, BLOTCHES, (0)

  14. লোম ফোড়া Skin, BOILS (103)

  15. থেতলানোবৎ বেদনা ত্বকে Skin, BRUISED, pain (10)  1 arg-m, 3 ARN, 2 ars, 1 cic, 1 dros, 1 dulc, 1 olnd, 1 plat, 1 rhus-t, 1 sul-ac

  16. থেতলানোবৎ রক্তপুর্ন কালশিটে চামড়ায় Skin, BRUISES, ecchymosis (44)

  17. বুদবুদ উঠার অনুভূতি ত্বকে Skin, BUBBLING, sensation (1)  1 calc

  18. জ্বালাকর অনুভূতি ত্বকে Skin, BURNING, sensation (146)

  19. পুড়ে যাওয়া Skin, BURNS, (0)

  20. অগ্নিদগ্ধ স্থানের ন্যায় দেখতে এমন চামড়া Skin, BURNT, scorched, as if (5)  2 ars, 2 canth, 1 ran-b, 1 verat-n, 1 verat-v

  21. কড়াপড়া CALLOUSES, skin (21)

  22. চর্ম ক্যান্সার, কৌষিক অর্বুদ Skin, CANCER, epithelioma (57)

  23. দুষ্টব্রণ Skin, CARBUNCLES (42)

  24. কোষপ্রদাহ Skin, CELLULITIS (19)

  25. খসখসে হওয়া বা খসখসে ফাটাফাটা চর্ম Skin, CHAPPING (33)  2 aesc, 1 alum, 1 alumn, 1 ant-c, 1 arn, 1 aur, 1 bry, 3 CALC, 1 cham, 2 cycl, 3 GRAPH, 3 HEP, 2 kali-c, 1 kreos, 2 lach, 1 lyc, 1 mag-c, 1 mang, 1 merc, 1 nat-c, 1 nat-m, 1 nit-ac, 1 olnd, 1 petr, 3 PULS, 3 RHUS-T, 1 ruta, 3 SARS, 3 SEP, 1 sil, 3 SULPH, 1 viol-t, 1 zinc

  26. জলবসন্ত উদ্ভেদ Skin, CHICKENPOX, eruptions (24)  1 acon, 3 ANT-C, 2 ant-t, 1 ars, 1 asaf, 2 bell, 1 canth, 2 carb-v, 1 caust, 1 coff, 1 con, 1 cycl, 1 hyos, 1 ip, 2 led, 2 merc, 1 nat-c, 1 nat-m, 3 PULS, 3 RHUS-T, 2 sep, 1 sil, 3 SULPH, 2 thuj

  27. শৈত্যজনিত ক্ষত Skin, CHILBLAINS, (0)

  28. বাদামী দাগ Skin, CHLOASMA (8)  1 cadm-s, 1 card-m, 1 caul, 2 lyc, 1 nux-v, 1 rob, 2 sep, 2 sol

  29. ক্ষতচিহ্ন Skin, CICATRICES, (0)

  30. চটচটে চামড়া Skin, CLAMMY (3)  1 calc, 1 carb-v, 1 cub

  31. চর্ম শীতলতা  Skin, COLDNESS (161)

  32. কালো মাথাযুক্ত উদ্ভেদ Skin, COMEDONES, (0)

  33. গুপ্তাঙ্গের আঁচিল Skin, CONDYLOMATA, (43)

  34. সঙ্কোচন চামড়ার Skin, CONTRACTIONS (42)  1 alum, 1 am-m, 1 anac, 1 asar, 1 bell, 1 bism, 1 bry, 1 carb-v, 2 chin, 1 cocc, 1 cupr, 1 ferr, 2 graph, 1 kali-c, 1 kreos, 1 lyc, 1 merc, 1 nat-m, 1 nit-ac, 2 nux-v, 1 olnd, 1 par, 1 petr, 1 phos, 2 plat, 1 plb, 1 puls, 1 ran-s, 1 rhod, 3 RHUS-T, 1 ruta, 1 sabad, 1 sec, 2 sel, 1 sep, 1 sil, 1 spig, 1 stann, 1 stront-c, 1 sulph, 1 sul-ac, 1 zinc

  35. তামাটে দাগ অবশিষ্ট থাকে, উদ্ভেদ উপশম হওয়ার পরে Skin, COPPERY spots, remaining after eruptions (1)  1 med

  36. দড়ি যেন চামড়ার নিচে Skin, CORD, thin, as if under skin (1)  1 euph

  37. গোবসন্ত Skin, COWPOX, vaccinia (10)  2 acon, 1 ant-t, 1 apis, 2 bell, 1 merc, 1 phos, 2 sil, 1 sulph, 2 thuj, 1 vac

  38. ফাটা চামড়া Skin, CRACKS (64)

  39. চামড়া কাটছে এমন অনুভূতি Skin, CUTTING, sensation (15)  3 BELL, 1 calc, 1 calen, 1 dros, 1 graph, 1 ign, 1 lyc, 1 mur-ac, 2 nat-c, 1 ph-ac, 1 rhus-t, 1 sep, 1 sil, 1 sul-ac, 2 viol-t

  40. ত্বকের প্রদাহ Skin, DERMATITIS (34)

  41. বর্ণবিকৃত চামড়া Skin, DISCOLORATION (0)

  42. চর্মরোগের সহিত কিডনী রোগ দেখাদেয় Skin, DISEASES, skin, concomitant with kidney affections (1)  1 cub

  43. শুষ্ক চামড়া Skin, DRY (144)

  44. রক্তপুর্ন কালশিটে Skin, ECCHYMOSIS, (0)

  45. একজিমা Skin, ECZEMA (103)

  46. রস সঞ্চয় স্ফীত চামড়া Skin, EDEMA (75)  1 acal, 2 acet-ac, 1 acon, 2 agar, 2 anac, 3 ANT-C, 3 APIS, 3 ARS, 2 ars-i, 1 aur, 2 bell, 1 bell-p, 1 both-l, 3 BRY, 1 cahin, 1 canth, 1 chel, 3 CHIN, 1 chin-ar, 2 colch, 1 coloc, 1 con, 2 dig, 2 dulc, 1 elat, 1 euph, 1 eup-per, 2 ferr, 2 ferr-ar, 1 ferr-m, 1 guai, 3 HELL, 1 hippoz, 1 hyos, 1 iod, 1 kali-ar, 1 kali-c, 1 kali-n, 1 kali-s, 1 lach, 2 led, 2 lyc, 2 merc, 1 mez, 1 mur-ac, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 2 nat-s, 1 nat-sal, 1 nit-ac, 2 nux-m, 1 olnd, 1 op, 1 phos, 1 plb, 1 prim-o, 1 prun, 3 PULS, 1 rhod, 2 rhus-t, 1 ruta, 2 sabin, 2 samb, 1 sars, 1 sec, 1 seneg, 1 sep, 1 sil, 3 SQUIL, 1 stram, 3 SULPH, 3 TELL, 1 thyr, 1 verat

  47. চর্ম উদ্ভেদের ধার বা কিনারা Skin, EDGES (7)  1 graph, 1 hep, 1 nat-p, 1 nit-ac, 1 petr, 1 psor, 2 sulph

  48. স্থিতিস্থাপকতার, অভাব Skin, ELASTICITY, lack of, (0)

  49. বিদ্যুৎ শক-ফুলিঙ্গের মত অনুভূতি ত্বকে Skin, ELECTRIC, sparks, as from, sensation (7)  1 agar, 2 arg-m, 1 calc, 2 calc-p, 1 nat-m, 3 SEC, 2 sel

  50. চর্ম উদ্ভেদ Skin, ERUPTIONS (146)

  51. ইরিসিপিলাস (বিসর্প) Skin, ERYSIPELAS (100)

  52. অহিপতুন, গুঁটি যুক্ত Skin, ERYTHEMA, nodosum (14)  1 acon, 1 ant-c, 2 apis, 2 arn, 1 ars, 1 chin, 1 chin-ar, 2 chin-s, 1 ferr, 1 led, 1 nat-c, 1 ptel, 2 rhus-t, 2 rhus-v

  53. চোট বা আচর লাগা চামড়ায় Skin, EXCORIATION, skin (43)  2 arn, 2 ars, 2 ars-i, 3 ARUM-T, 2 aur, 3 BAR-C, 1 bell, 3 CALC, 3 CALC-S, 1 canth, 3 CARBN-S, 2 carb-v, 2 caust, 3 CHAM, 2 chin, 1 clem, 3 GRAPH, 2 hep, 1 hydr, 3 IGN, 1 iod, 1 kali-ar, 1 kali-c, 2 kali-chl, 1 kali-s, 1 laur, 3 LYC, 2 merc, 2 merc-c, 2 nat-m, 1 nat-p, 3 NIT-AC, 2 olnd, 2 petr, 1 ph-ac, 1 phos, 2 psor, 3 PULS, 3 RHUS-T, 1 ruta, 1 sars, 3 SEP, 3 SULPH

  54. উপমাংশ জন্মানো Skin, EXCRESCENCES, growths, (35)

  55. ময়লাযুক্ত চামড়া Skin, FILTHY, skin (18)  2 apis, 2 ars, 1 bry, 2 caps, 1 ferr, 1 ferr-pic, 1 iod, 1 merc, 1 nat-m, 1 petr, 1 phos, 1 petr, 1 plb, 3 PSOR, 2 sanic, 1 sec, 3 SULPH, 1 thuj

  56. থলথলে চামড়া Skin, FLABBINESS, skin (50)  1 abrot, 1 agar, 1 ant-t, 2 apis, 1 ars, 1 aster, 1 bar-c, 1 bor, 3 CALC, 2 camph, 2 caps, 1 cham, 1 chel, 2 chin, 2 clem, 2 cocc, 1 con, 1 croc, 2 cupr, 1 dig, 1 euph, 2 ferr, 1 graph, 1 hell, 2 hep, 2 hyos, 1 iod, 1 ip, 2 lach, 2 lyc, 1 mag-c, 1 merc, 1 morph, 1 nat-c, 1 nat-m, 1 op, 1 puls, 1 rheum, 1 sabad, 1 salv, 1 sanic, 1 sars, 1 sec, 1 seneg, 1 sil, 2 spong, 1 sul-ac, 1 sulph, 1 thyr, 2 verat

  57. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি Skin, FORMICATION, sensation (106)

  58. চামড়ায় তাম্রবর্ণ দাগ বা ছুলি Skin, FRECKLES (42)

  59. ছত্রাক Skin, FUNGUS, (0)

  60. নাড়ী গ্রন্থি Skin, GANGLION (15)  1 am-c, 1 arn, 1 aur-m, 1 calc, 1 calc-f, 2 carb-v, 1 caust, 1 ph-ac, 2 phos, 1 plb, 1 rhus-t, 3 RUTA, 1 sil, 1 sulph, 1 zinc

  61. পচনশীল ক্ষত Skin, GANGRENE, (0)

  62. চিবানোর মত অনুভূতি ত্বকে Skin, GNAWING, sensaation (55)  1 agar, 3 AGN, 1 alum, 1 ambr, 1 anac, 1 ant-c, 1 arg-m, 1 ars, 2 bar-c, 1 bell, 1 bism, 1 bry, 1 canth, 1 caps, 1 cham, 1 clem, 1 cocc, 1 con, 2 cycl, 2 dig, 2 dros, 1 euph, 1 graph, 1 guai, 1 hell, 1 hyos, 1 kali-c, 1 led, 3 LYC, 2 meny, 1 merc, 1 mez, 1 nat-c, 1 nat-p, 1 nux-v, 3 OLND, 1 par, 1 ph-ac, 1 phos, 3 PLAT, 1 puls, 2 ran-s, 1 rhod, 1 rhus-t, 2 ruta, 1 sep, 1 spig, 2 spong, 1 squil, 1 stann, 3 STAPH, 1 sulph, 1 tarax, 1 thuj, 2 verat

  63. গা কাঁটা দিয়ে উঠা Skin, GOOSEBUMPS, goose-flesh (65)

  64. গ্রেনোলেশন, এক্সোবেরেন্ট Skin, GRANULATIONS, exuberant (5)  1 calen, 1 nit-ac, 1 sabin, 2 sil, 1 thuj

  65. একত্রে জড়ানো যেন Skin, GRASPED together, as if (2)  1 acon, 1 ther

  66. চর্বিমাখান Skin, GREASY, (0)

  67. চুল পড়ে Skin, HAIR, falls out, (17)  2 alum, 1 ars, 2 calc, 1 carb-an, 2 carb-v, 2 graph, 1 hell, 1 kali-c, 1 lach, 2 nat-m, 1 op, 1 phos, 1 sabin, 2 sec, 2 sel, 1 sulph, 1 thal

  68. চুলযুক্ত চামড়া Skin, HAIRY, skin (3)  1 med, 1 thuj, 1 tub

  69. শক্তভাব চামড়ায় Skin, HARDNESS of skin, (13)  2 ant-t, 1 calc-f, 1 choc, 1 cist, 1 clem, 1 dulc, 1 graph, 1 petr, 1 phos, 2 rhus-t, 1 sars, 2 sep, 1 sil

  70. উত্তাপ অনুভূতি কিন্তু জ্বর নেই Skin, HEAT, sensation, without fever (28)  1 aloe, 1 arn, 1 ars, 1 bell, 1 bor, 1 bry, 1 chin, 1 cocc, 1 coloc, 1 dulc, 2 graph, 1 hep, 1 hyos, 1 iod, 1 kali-bi, 2 lach, 1 lyc, 1 mag-c, 1 mur-ac, 1 nit-ac, 1 nux-v, 1 phos, 1 puls, 1 rhus-t, 1 sang, 1 sep, 1 sil, 1 sulph

  71. হার্পিস সিমপ্লেক্স Skin, HERPES, simplex, (0)

  72. চামড়া মোচড়ানোর মত অনুভূতি Skin, HIDEBOUND, sensation as if (1)  2 croto-t

  73. বরফ, অথবা ত্বকে বরফের মত ঠাণ্ডা সুচ অনুভূত হয় Skin, ICE, or ice-cold needles, sensation of (2)  1 acon, 1 gels

  74. মীনচর্ম Skin, ICHTHYOSIS, (55)  1 agar, 2 am-m, 1 anac, 1 ant-c, 3 ARS, 2 ars-i, 2 aur, 2 bar-m, 2 bell, 1 bor, 1 bufo, 1 cact, 1 cadm-s, 2 calad, 2 calc, 1 calc-s, 1 canth, 1 cic, 3 CLEM, 1 com, 1 cupr, 1 cycl, 1 dulc, 2 fl-ac, 2 graph, 1 hep, 2 hydrc, 1 hyos, 1 iod, 1 kali-ar, 2 kali-bi, 1 kali-c, 2 kali-s, 2 led, 2 mag-c, 2 merc, 1 mez, 2 nat-ar, 2 nat-m, 2 nit-ac, 2 olnd, 1 petr, 3 PHOS, 3 PHYT, 2 plb, 2 psor, 2 rhus-t, 1 sang, 2 sars, 3 SEP, 2 sil, 1 staph, 2 sulph, 1 teucr, 1 thuj

  75. ইমপেটিগো Skin, IMPETIGO (50)

  76. নিষ্ক্রিয়তা চামড়ার Skin, INACTIVITY of skin, (65)  3 ALUM, 1 ambr, 3 ANAC, 1 ant-c, 1 ant-t, 2 ars, 1 ars-i, 1 bell, 2 bry, 2 calc, 1 camph, 1 carb-an, 1 carb-v, 1 caust, 1 cham, 1 chin, 1 cocc, 3 CON, 1 cycl, 1 dig, 2 dulc, 1 graph, 1 hell, 1 hep, 1 iod, 2 ip, 3 KALI-C, 3 KALI-P, 1 kali-s, 1 lach, 2 laur, 1 led, 3 LYC, 1 merc, 1 mur-ac, 2 nat-c, 2 nat-m, 2 nat-p, 2 nit-ac, 1 nux-v, 2 olnd, 1 op, 1 petr, 3 PH-AC, 1 phos, 1 plat, 1 plb, 2 psor, 1 puls, 1 rhod, 1 rhus-t, 1 ruta, 1 sabin, 1 sars, 2 sec, 1 sep, 2 sil, 1 spong, 1 squil, 1 staph, 1 stram, 2 sulph, 1 thuj, 1 verat, 1 zinc

  77. টোল পড়ে, অল্প চাপে Skin, INDENTED, easily from pressure (6)  3 APIS, 1 ars, 3 BOV, 1 caps, 1 phos, 1 verat

  78. মোটা হয়ে উঠা চামড়া Skin, INDURATIONS (53)

  79. অস্থিতিস্থাপকতা চামড়ার Skin, INELASTICTY, skin, (12)  1 ant-c, 1 ars, 2 bov, 1 calc, 2 cupr, 1 dulc, 1 graph, 1 lach, 1 ran-b, 2 rhus-t, 1 sep, 1 verat

  80. প্রদাহ Skin, INFLAMMATION, (0)

  81. অহিপুতন Skin, INTERTRIGO, (42)  1 acon, 2 aeth, 1 agn, 2 ambr, 2 am-c, 1 arn, 1 ars, 2 bar-c, 1 bell, 2 bor, 1 calc, 2 calc-s, 2 carb-v, 3 CAUST, 2 cham, 2 chin, 1 fago, 3 GRAPH, 2 hep, 2 hydr, 2 ign, 1 jug-r, 1 kali-ar, 1 kali-br, 2 kali-c, 1 kali-chl, 3 KREOS, 2 lyc, 2 mang, 2 merc, 1 mez, 1 morg, 2 nat-m, 2 nit-ac, 1 nux-v, 1 ol-an, 1 olnd, 1 ox-ac, 2 petr, 1 ph-ac, 1 phos, 2 phyt

  82. খিটখিটে Skin, IRRITABLE (1)  1 rad-br

  83. চুলকানি Skin, ITCHING (201)

  84. জন্ডিস Skin, JAUNDICE, (0)

  85. কেলইড Skin, KELOIDS, (29)  1 alumn, 1 ars, 2 bad, 1 bell-p, 1 calc, 2 calen, 1 carb-v, 3 CARC, 2 caust, 1 crot-h, 2 fl-ac, 3 GRAPH, 1 hyper, 2 iod, 1 junc, 1 lach, 1 merc, 1 nit-ac, 1 nux-v, 1 phos, 1 phyt, 1 psor, 1 rhus-t, 1 sabin, 3 SIL, 1 sul-ac, 1 sulph, 2 thiosin, 1 tub

  86. কুষ্ঠরোগ Skin, LEPROSY (55)

  87. উকুন Skin, LICE (12)

  88. লাইচেন প্লানাস Skin, LICHEN, planus (16)

  89. কলিজা বর্ন, বাদামী বর্ন দাগ Skin, LIVER spots, brown (60)

  90. শিথিল এমন অনুভূতি যেন চামড়া ঝুলে পড়েছে Skin, LOOSE, sensation, as if the skin were hanging (5)

  91. লুপাস চর্মরোগ এরাইথিমাটোসাম Skin, LUPUS erythematosum (47)

  92. হাম রোগ Skin, MEASLES, (0)

  93. মিন্সের, পুর্বে, চর্ম লক্ষণ বৃদ্ধি হয় Skin, MENSES, before, agg. the skin (12)

  94. আদ্রতা Skin, MOISTURE (46)

  95. তীল Skin, MOLES, (15)

  96. মোলাসকাম কনটেজিওসাম Skin, MOLLUSCUM contagiosum, (0)

  97. চিত্র বিচিত্র চামড়া Skin, MOTTLED, skin (25)

  98. ছাচের মত গঠন যেন দেহে Skin, MOULD forming over body, as if (1)

  99. জালিকার মত রক্তাধার Skin, NETWORK, of blood vessels (14)

  100. নেভি Skin,  NEVI, (0)

  101. চর্ম গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি Skin,  NODULES (52)

  102. অসাড়তা Skin,  NUMBNESS (26)

  103. গন্ধ দুর্গন্ধ Skin,  ODOR, offensive, (0)

  104. তৈলাক্ত চামড়া Skin,  OILY, skin (35)

  105. রসানি ঝরে Skin,  OOZING (6)

  106. বেদনা সাধারণ Skin,  PAIN, general (0)

  107. কাগজের মত Skin,  PARCHMENT, like, (0)

  108. পেলেগরা Skin,  PELLAGRA (11)

  109. ফোস্কা রক্তরস পুর্ন Skin,  PEMPHIGUS, (0)

  110. পিটচেই Skin,  PETECHIAE, (0)

  111. চিমটি কাটা Skin,  PINCH, remains raised (1)

  112. মরাসমাস Skin,  PITYRIASIS, (30)

  113. বিষ, ওয়াক বৃক্ষ অথবা আইভি লতার Skin,  POISON, oak or ivy, (19)

  114. পলিপস চামড়ায় Skin,  POLYPS (43)

  115. কাটা বা সুচ ফোটার মত অনুভূতি Skin,  PRICKLING, sensation (38)

  116. প্রুরিগো (ক্রনিক প্রচণ্ড চুলকনি) Skin,  PRURIGO (24)

  117. সোরিয়েসিস Skin,  PSORIASIS (81)

  118. ধুম্ররোগ রক্তস্রাবী Skin,  PURPURA hemorrhagica (41)

  119. ফুসকুড়ি চামড়ায় Skin,  RASH (96)

  120. কাচা-হাজা ভাব Skin,  RAWNESS, (0)

  121. পাকুই Skin, RHAGADES, (0)

  122. রাসটক্স বিষাক্ততা, ওয়াক বিষ অথবা আইভি লতা Skin,  RHUS poisoning, oak or ivy (20)

  123. দাদ Skin, RINGWORM (32)

  124. হামের লালচে ফুসকুড়ি বা ছোপ Skin,  ROSEOLA (14)

  125. রুক্ষ-অমসৃণ, চামড়া Skin,  ROUGH, skin (37)

  126. কল্কিকা Skin,  RUPIA, (0)

  127. খোস পাচড়া Skin,  SCABIES (55)

  128. আরক্ত জ্বর Skin,  SCARLATINA (31)

  129. ক্ষতের দাগ Skin,  SCARS, (35)

  130. স্ক্লেরোডারমা Skin,  SCLERODERMA (22)

  131. জান্তব চর্বিময় পুঁজকোষ Skin,  SEBACEOUS cysts, wens (28)

  132. স্পর্শকাতরতা চামড়ায় Skin,  SENSITIVE, skin (109)

  133. উজ্জল বা চকচকে Skin,  SHINING (7)

  134. কোকড়ানো Skin,  SHRIVELLED, (0)

  135. গুটি বসন্ত Skin,  SMALLPOX, (0)

  136. একুইট যন্ত্রনাকর Skin,  SMARTING, (0)

  137. মসৃণ Skin,  SMOOTH (3)

  138. কোমল নরম-থলথলে চামড়া Skin, SOFT, boggy, skin (6)

  139. প্রদাহিত স্পর্শকাতর বেদনা Skin,  SORE, pain (72)

  140. গোঁজ বিদ্ধবৎ বেদনা যেন Skin,  SPLINTER, pain, as from (3)

  141. দাগ স্পট Skin,  SPOTS, (1)

  142. লাঠিপেটা বেদনা Skin,  STICKING, pain (99)

  143. চটচটে চামড়া Skin, STICKY, skin (1)

  144. শক্ত-আড়ষ্ট Skin,  STIFF (3)

  145. হুল ফুটার ন্যায় বেদনা Skin,  STINGING, pain (63)

  146. হুলবিদ্ধ হয়ে পোকা মাকড় দ্বারা, উদ্ভেদের মতো অবস্থা Skin,  STINGS, of insects, eruptions like (3)

  147. ডোরা ডোরা দাগ Skin,  STRIPES, streaks on (11)

  148. স্ফীত চামড়া Skin,  SWELLING, skin (90)

  149. স্ফীতি চামড়ায় Skin,  SWELLINGS, on skin (7)

  150. ফোলা-স্ফীত অনুভূতি Skin, SWOLLEN, sensation (45)

  151. ছিন্নকর বেদনা Skin,  TEARING, pain (16)

  152. টানবোধ Skin,  TENSION (88)

  153. ঘন মোটা চামড়া Skin,  THICK, skin, (13)

  154. পাতলা চামড়া যেন Skin,  THIN, skin, as if (1)

  155. দাদ Skin,  TINEA, general (36)

  156. ঝিনঝিন কর Skin,  TINGLING, (0)

  157. ট্রাইকোফাইটোসিস Skin,  TRICHOPHYTOSIS, (22)

  158. ক্ষুদ্র স্ফীতি Skin,  TUBERCLES, (71)

  159. আকস্মিক টান Skin, TWITCHING (4)

  160. ক্ষতকর বেদনা Skin,  ULCERATIVE, pain (59)

  161. ক্ষত সাধারণত Skin,  ULCERS, general (99)

  162. অসাস্থ্যকর চামড়া, প্রতিটি আচরের স্থানে পুজ হয় অথবা আরোগ্য হতে কষ্ট হয় Skin, UNHEALTHY, skin, every scratch festers or heals with difficulty (65)

  163. মুত্র সম্বন্ধীয় পীড়ার সহিত চর্মরোগ Skin,  URINARY affections, with skin (1)

  164. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ Skin, URTICARIA, hives (133)

  165. গো-বসন্ত Skin,  VACCINIA, (0)

  166. ভালভ, পাতা, যেন Skin,  VALVE, leaf, as of a (13)

  167. পানবসন্ত Skin,  VARICELLA, (0)

  168. বসন্তরোগ Skin,  VARIOLA, (0)

  169. ফোস্কা উদ্ভেদ Skin,  VESICLES, eruptions (121)

  170. ধবল Skin,  VITILIGO (2)

  171. উষ্ণ Skin,  WARM (1)

  172. আঁচিল সাধারণত Skin,  WARTS, general, (79)

  173. মোমবৎ চামড়া Skin, WAXY, skin (11)

  174. অর্বুদ, আব Skin,  WENS, (0)

  175. শুকিয়ে যাওয়া চামড়া Skin, WITHERED, skin (32)

  176. উলের পোষাকে বৃদ্ধি Skin,  WOOL, agg. (7)

  177. কৃমি চামড়ায় Skin,  WORMS, skin (8)

  178. ভাজপড়া, কোকড়ানো Skin, WRINKLED, shrivelled (54)

  179. হলুদ বর্নের চামড়া Skin,  YELLOW skin, (125)

 

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

9 Comments

  1. shihabul Hasan

    জনাব,
    আমি দীর্ঘদিন যাবত চর্মরোগে বোগতাছি, এমতা অবস্তায় আমি কি করতে পারি। আমার দ্বারা এত দূর আসা সম্বব না।

    ধন্যবাদান্তে
    শিহাবুল হাসান
    মোবাইল নংঃ01925-956630

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৬৫৫৬৭৫১২ অথবা ০১৯৭৮৭৮৯৪৯৪ নাম্বারে যোগাযোগ করুন।

      Reply
  2. Shepu

    Comment…last year i saw some whitspots in my both lags but till today these spots are spreading rapidly. Somehow i know that it is sign of ( Vitiligo). if you do treatment, please inform me. i will please..

    Reply
  3. মোঃ নুরুল আমিন

    ডা. সাহেব আমি প্রায় ১০/১২ বছর যাবৱ সোরিয়াসিস রোগে ভুগতেছি এলোপাথিক অনেক ৌষুধ ব্যবহার করলাম কোন স্থায়ী উপকার পাছ্চিনা দয়া করে এর ভাল পরামর্শ দিলে চির কৃতজ্ত থাকবো

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      সরিয়েসিসের সফল চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব। ৪০% রোগী সম্পূর্ন আরোগ্য হয় এবং ৪০% রোগীর রোগের তীব্রতা কমে।

      Reply
      1. md kawsar

        ডা: সাহেব কয়েক বছর যাবৎ আমার একটা হাতের নখের সমস্যায় ভুগতেছি?

        Reply
  4. Mohiuddin alam

    Ame gotho 12 bochor jaboth psoriasis roge bogce kentho kono doctors ekono permanent solution deta pareni aye obosti ekebare colejabe erakom solution ache ki ?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *