ত্বকে হটাত করে পোকায় কামড় দিচ্ছে এমন অনুভূতি যদি কারো বার বার বা বিরক্তিকর অবস্থায় পৌঁছে যায় তবেই এটি রোগ হিসেবে বিবেচ্য হবে। এ রোগের জন্য হোমিওপ্যাথিতে সফল চিকিৎসা রয়েছে। চিকিৎসার জন্য নিচে দেয়া রুব্রিক ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নেয়া যেতে পারে।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
কামড় দিচ্ছে এমন অনুভূতির রুব্রিক ও তার ঔষধঃ
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি BITING, sensation (74) 2 agar, 1 agn, 1 alum, 1 am-c, 2 am-m, 1 ant-c, 1 arn, 1 bar-m, 1 berb, 1 bell, 1 bor, 1 bov, 2 bry, 2 calad, 2 calc, 1 camph, 1 canth, 1 caps, 1 carb-an, 2 carb-v, 2 caust, 1 cham, 1 chel, 1 chin, 1 cocc, 1 coc-c, 2 colch, 1 coloc, 2 con, 1 dros, 3 EUPH, 2 gamb, 1 hell, 2 ip, 1 kreos, 2 lach, 3 LED, 2 lyc, 1 lyss, 1 mag-c, 1 mang, 1 merc, 2 mez, 1 mur-ac, 1 nat-c, 1 nat-m, 1 nat-p, 1 nicc, 2 nux-v, 2 olnd, 1 op, 1 pall, 1 petr, 1 phel, 1 ph-ac, 1 phos, 1 plat, 3 PULS, 1 ran-b, 1 ran-s, 1 rhod, 1 rhus-t, 1 ruta, 1 sel, 1 sep, 1 sil, 1 spig, 2 spong, 1 stront-c, 2 sulph, 1 thuj, 1 verat, 1 viol-t, 1 zinc
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, শীত লাগার সময় BITING, sensation chill, during (1) 1 gamb
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি রাতে বিছানায় থাকা অবস্থায় BITING, sensation night, in bed (3) 1 coc-c, 1 mag-c, 1 sulph
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, রাতে নিদ্রার পূর্বে বিছানায় থাকা অবস্থায় BITING, sensation night, in bed before sleep (1) 1 coc-c
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, ঘর্মের ফলে BITING, sensation perspiration, from (3) 1 cham, 1 tarax, 1 thuj
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, চুলকানোর পরে BITING, sensation scratching, after (37) 1 am-c, 2 am-m, 1 bry, 1 calc, 1 canth, 1 carb-an, 1 carbn-s, 1 carb-v, 2 caust, 1 chin, 1 con, 1 dros, 2 euph, 1 hell, 1 ip, 1 kreos, 3 LACH, 2 led, 2 lyc, 1 mang, 1 merc, 2 mez, 1 nat-c, 1 nat-m, 1 nux-v, 3 OLND, 1 petr, 1 ph-ac, 2 puls, 1 ran-b, 1 ruta, 1 sel, 1 sep, 1 sil, 2 spong, 2 sulph, 1 zinc
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, আঁচড়ালে স্থান পরিবর্তন হয়ে অন্য স্থানে হয় BITING, sensation changing place on scratching (1) 1 sulph
-
কামড় দিচ্ছে এমন অনুভূতি, অল্প স্থানে BITING, sensation spots, in (1) 1 nat-m
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “কামড় দিচ্ছে এমন অনুভূতি চর্মে Skin, BITING, sensation” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।