শরীরের কোথাও আঘাত লেগে যদি থেঁতলে যাওয়ার মত কালশিটে (Bruises) হয় ও রক্ত জমাট (Ecchymosis) বাঁধে অথবা আঘাত পাওয়া ছাড়াও অনুরূপ কালশিটে পরে, তার জন্য নিচে দেয়া লক্ষণ সমূহ প্রাথমিক বিবেচনায় নিয়ে এ রোগের সফল চিকিৎসা করা সম্ভব।
এ কথা অবশ্যই মনে রাখতে হবে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় একটি আঘাত প্রাপ্ত রোগীকে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে ফলাফল পাওয়া যায়, হোমিওপ্যাথি চিকিৎসায় অল্প ব্যয় করে তার থেকে অধিক ফলপ্রসূ ও দীর্ঘ মেয়াদি আরোগ্য পাওয়া যায়।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটের রুব্রিক ও তার ঔষধঃ
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে BRUISES, ecchymosis (44) 1 aeth, 1 anthr, 1 arg-n, 3 ARN, 1 ars, 1 bad, 1 bar-c, 1 bar-m, 2 bell-p, 1 both-l, 2 bry, 1 calc, 2 carb-v, 1 cham, 1 chin, 1 chlol, 1 coca, 2 con, 2 crot-h, 1 dulc, 1 euphr, 2 ferr, 3 HAM, 2 hep, 1 kreos, 2 lach, 1 laur, 3 LED, 2 nux-v, 1 par, 3 PH-AC, 3 PHOS, 1 plb, 2 puls, 1 rhus-t, 1 ruta, 3 SEC, 1 sep, 2 sulph, 3 SUL-AC, 2 tarent, 2 ter, 1 trinit, 1 uran-n
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে, থেঁতলে যাওয়ার ফলে BRUISES, ecchymosis contused (5) 3 ARN, 1 ham, 3 LED, 1 sul-ac, 1 symph
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে, অব্যাহত ভাবে কালশিটের উপড়ে আবারো কালশিটে জন্মে BRUISES, ecchymosis persistence of ecchymosis, with (4) 1 arn, 1 ham, 1 led, 2 sul-ac
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে, প্রতি বৎসর আক্রান্ত হয় BRUISES, ecchymosis returning yearly (1) 1 crot-h
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে, সহজে ভেঙ্গে চুর্ন হওয়ার প্রবণতা BRUISES, ecchymosis tendency to bruise easily (5) 1 arn, 1 ham, 1 lach, 1 sep, 2 phos
-
থেঁতলানোবৎ রক্তপুর্ন কালশিটে, শিরার নিষ্ক্রিয়তার ফলে BRUISES, ecchymosis venous stasis, from (2) 1 ham, 1 sep
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “থেতলানোবৎ রক্তপুর্ন কালশিটে চামড়ায় Skin, BRUISES, ecchymosis” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।