এব্রোটেনাম (Abrotanum)

– কোষ্টকাঠিন্য ও উদরাময় পর্যায়কক্রমে হয়। ভুক্তদ্রব্য হজম হয় না। সেইরুপ উদরাময়। Alternate constipation and diarrhoea : lienteria

-বিশেষত: পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পূঁয়ে পাওয়া রোগ (আইওডি, স্যানিকি, টিউবার) Marasmus of children with marked emaciation, especially of legs (Iod., Sanic., Tub.);

-দেহের চামড়া থলথলে, ভাঁজে ভাঁজে ঝুলে থাকে ( ঐ অবস্থা ঘাড়ে = নেটমিউ, স্যানিকি) the skin is flabby and hangs loose in folds (of neck, Nat. m., Sanic.).

-পূঁয়ে পাওয়া (শিশুর) দুর্বল ঘাড়, মাথা সোজা করে রাখতে পারে না। (ইথুজা) In marasmus, head weak, cannot hold it up. (Aeth.)

-কেবল মাত্র নিম্নাঙ্গের শীর্ণতা। Marasmus of lower extremities only.

-রাক্ষুসে ক্ষুধা, ভাল আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকে (আইওডি, টনট-মিউ, স্যানিকি, টিউবার)। Ravenous hunger; losing flesh while eating well (Iod., Nat. m., Sanic., Tub.).

-খালধরা অথবা শূলবেদনার পর হাত পায়ের যন্ত্রনাপূর্ণ কুঞ্চন। Painful contractions of the limbs from cramps or following colic.

-বাতরোগঃ আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রনা, হঠাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোন স্রাব বন্ধ হয়ে বাত, অর্শরোগ বা আমাশয়ের সাথে পর্য়ায়ক্রমে বাতরোগ। Rheumatism : for the excessive pain before the swelling commences; from suddenly-checked diarrhoea or other secretions; alternates with haemorrhoids, with dysentery.

-গেটেবাতঃ অঙ্গ প্রত্যঙ্গের সন্ধি- আড়ষ্ট, স্ফীত এবং সূঁচবেধানো যন্ত্রনা, হাতের কব্জি ও পায়ের গোড়ালিতে ব্যথা ও প্রদাহ, Gout : joints stiff, swollen, with pricking sensation; wrists and ankle-joints painful and inflamed

-সমস্ত শরীরে ক্ষতবৎ অত্যন্ত বেদনা Very lame and sore all over.

-শীতকালীন চুলকানিযুক্ত চর্মে লাল আভা যুক্ত প্রদাহ(এগারি) Itching chilblains (Agar).

-অত্যন্ত দুর্বল ও অবসন্ন, শিশুদের শরীরে ক্ষয়কারী জ্বর-শিশু দাঁড়াতে পারে না Great weakness and prostration and a kind of hectic fever with children; unable to stand.

-শিশু বদমেজাজী, ক্রুদ্ধ, খিটখিটে, হতাশাযুক্ত উগ্র, নিষ্ঠুর-নির্দয়, নির্মম কিছু করতে চায় Child is ill-natured, irritable, cross and despondent; violent, inhuman, would like to do something cruel.

-মুখের আকৃতি বুড়োদের মতো, ফ্যাকাসে কোচকানো (ওপি)Face old, pale, wrinkled (Op.).

 

অল্টারনেটিং স্টেট সমূহঃ ALTERNATING states

  1. মেন্টাল ও ফিজিক্যাল পর্যায়কক্রমে Mental symptoms ??? physical symptoms
  2. ডাইরিয়া ও বাত পর্যায়কক্রমে Diarrhoea ??? rheumatism.
  3. অর্শ ও বাত পর্যায়কক্রমে Haemorrhoids ??? rheumatism.
  4. চর্ম রোগ ও বাত পর্যায়কক্রমে Skin eruptions ??? rheumatism.
  5. ডাইরিয়া ও কোষ্টবদ্ধতা পর্যায়কক্রমে Diarrhoea ??? constipation.
  6. মাথা ব্যথা ও বাত পর্যায়কক্রমে Headache ??? haemorrhoids.
  7. সর্দি ও বাত পর্যায়কক্রমে Catarrh of nose ??? rheumatism.
  8. হৃদরোগ ও গেটেবাত পর্যায়কক্রমে Cardiac symptoms ??? pain in joints

 

সম্বন্ধ: ছোট ছোট (সংযুক্ত) ফোঁড়ায় হিপারের পরে, প্লুরিসি রোগে একোন ব্রায়ো প্রয়োগের পর যখন আক্রন্ত পার্শ্বে একরকম চাপবোধের জন্য শ্বাসকার্য়ে বাধা আসে, তখন উপযোগী ।

শক্তি: 6, 30, 200, LM4 থেকে।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *