হোমিওপ্যাথি ঔষধ এসেটিক এসিড (Acetic acid)
ফ্যাকাসে, শীর্ণ ব্যক্তি, যাদের পেশেী শিথিল, থলথলে, মুখমন্ডল বিবর্ণ মোমের মত (ফেরাম) অবয়বের ব্যাক্তিদের জন্য বেশি উপযোগী Adapted to pale, lean persons with lax, flabby muscles; face pale, waxy (Fer.).
রক্তস্রাবঃ দেহের প্রতিটি শ্লৈষ্মিক (Mucous) ঝিল্লীযুক্ত পথ যেমন- নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, জরায়ু হতে অতিরিক্ত রজোস্রাব (ফেরাম, মিলিফো) জরায়ু থেকে রক্তস্রাব (Vicarious) আঘাত জনিত নাক হতে রক্তস্রাবে (আর্নিকা) উপযোগী। Haemorrhage : from every mucous outlet, nose, throat, lungs, stomach, bowels, uterus (Fer., Mill.) : metrorrhagia; vicarious; traumatic epistaxis (Arn.).
শিশুদের পূঁয়ে পাওয়া ও শরীরের অন্য ক্ষয়কারী রোগ (এব্রোটে, আইওডি, স্যানিকি, টিউবার Marasmus and other wasting diseases of children (Abrot., Iod., Sanic., Tub.).
দারুন অবসন্নতাঃ আঘাতের পর (এসিড-সালফ) অস্ত্রোপচারের ফলে মানসিক সক হলে, অনুভূতিলোপকারক ওষুধ প্রয়োগের পরে।Great prostration : after injuries (Sulph. ac.); after surgical shock; after anaesthetics.
পিপাসাঃ প্রচুর, জ্বালাপোড়া, শোথরোগ, বহুমূত্ররোগ ও পুরতেন উদরাময়ে প্রচুর জলপানেও তৃষ্ণা নিবৃত্তি হয় না। কিন্তু জ্বরের সময় পিপাসা থাকেনা। Thirst : intense, burning, insatiable even for large quantities in dropsy, diabetes, chronic diarrhoea; but no thirst in fever
গর্ভাবস্থায়ঃ টক উদগার ও বমন, গলা বেয়ে জলীয় পদার্থ ওঠে যাতে গলাবুক জ্বালা করে এবং দিনরাত্রি সবসময় প্রচুর লালাস্রাব (ল্যাকটিক এসি,-লালাস্রাব রাত্রে বাড়ে-মার্কসল)। Sour belching and vomiting of pregnancy, burning waterbrash and profuse salivation, day and night (Lac. ac.-salivation < at night, Mer. s.).
উদরাময়ঃ প্রচুর দুর্বলতা আনে, অত্যন্ত পিপাসাসহ,- শোথ রোগে, টাইফাস জ্বরে, যক্ষ্মা রোগের সাথে রাত্রিকালীন ঘর্ম থাকে। Diarrhoea : copious, exhausting, great thirst; in dropsy, typhus, phthisis; with night sweats.
ক্রুপ কাশিঃ শ্বাসক্রিয়ায় সাঁইসাঁই শব্দ, শ্বাস গ্রহণকালে কাশি (স্পঞ্জিয়া), শেষ অবস্থায় প্রযোজ্য। True croup, hissing respiration, cough with the inhalation (Spong.); last stages.
সিডার ভিনিগারের বাষ্প গ্রহণহেতু ক্রুপকাশি ও সাংঘাতিক ডিপথেরিয়া রোগে সাফল্য পাওয়া গেছে। Inhalation of vapor of cider vinegar has been successfully used in croup and malignant diphtheria. চিৎ হয়ে ঘুমাতে পারেনা (চিৎ হয়ে ভাল ঘুমায়-আর্স), শ্বাসকষ্ট- উদরে শূন্যতাবোধ সহ উপুড় হয়ে শুলে আরাম পায় (এমন-কার্ব)Cannot sleep lying on the back (sleeps better on back, Ars.); sensation of sinking in abdomen causing dyspnoea; rests better lying on belly (Am. c.).
একটানা ক্ষয়কারী জ্বর, চামড়া শুকনো এবং গরম বাঁ-গালে লাল লাল দাগ এবং নৈশঘর্মে সমস্ত দেহ ভিজে যায়। Hectic fever, skin dry and hot; red spot on left cheek and drenching night sweats.
সম্বন্ধ- অনুভুতিলোপি বাষ্পের(এমিল-নাই)কয়লা বা গ্যাসের ধোয়ায়, ওপিয়াম ও ষ্ট্র্যামোনিয়ামের দোষঘ্ন, সিডার ভিনিগার কার্বলিক এ্যাসিডের ক্রিয়ানাশক।
ভাল খাটে- রক্তস্রাবে সিঙ্কোনার পর, শোথরোগে ডিজিটালিসের পরে। ইহা আর্ণিকা, বেল, ল্যাকে ও মার্কসলের লক্ষনসমূহ বিশেষতঃ বেলেডোনা হতে উৎপন্ন শিরঃপীড়ার বৃদ্ধি করে।
শক্তি- 3, 6, 30, 200 LM3 থেকে