এস্কিউলাস হিপ্পোক্যাষ্টানাম (Aesculus Hippocastanum)

হোমিওপ্যাথি ঔষধ এস্কিউলাস হিপ্পোক্যাষ্টানাম (Aesculus Hippocastanum)

[হর্স চেষ্টনাট নামক গাছ Horse Chestnut.]

[স্যাপিনডাসি Sapindaceae.]

 

প্রধান কথা

  1. পূর্নতা বোধ, অর্শ ও পিঠ ব্যথা। হাঁটাচলা ও সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি। Fullness, haemorrhoids and backache agg. walking and stooping.
  2. নির্জীবতা ও কাজ কর্মে দ্বিধান্বিত, রক্ত বা জৈব তরল প্রবাহে সমস্যা। Dullness and confusion on waking, circulatory problems.
  3. শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা, জ্বালা ও হাজা ভাব। Dryness, burning and rawness of mucous membranes.
  4. শিরাস্থ রক্ত সঞ্চয় ও ধীর গতির রক্ত প্রবাহ। Venous congestions and sluggish circulation.

 

অর্শরোগের প্রবণতাযুক্ত ব্যক্তি এবং যারা পাকাশয় জনিত পৈত্তিক ও সর্দিকাশির অসুখে ভোগে তাদের পক্ষে উপযোগী। For persons with haemorrhoidal tendencies, and who suffer with gastric, bilious or catarrhal troubles.

শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়েছে এরূপ পূর্নতাবোধ যথা হৃদপিণ্ডে, ফুসফুসে, পাকস্থলীতে, মস্তিষ্কে, বস্তিদেশে এবং চর্মে। Fullness in various parts, as from an undue amount of blood; heart, lungs, stomach, brain, pelvis, skin.

শৈরিক (যার মাধ্যমে De-oXygenated blood হৃদপিণ্ডে পৌছায় ) রক্ত সঞ্চয় বিশেষত: যকৃৎ ও অর্শবলিতে। Venous congestion, especially portal and haemorrhoidal.

হতাশ, বিষণ্ণ, অত্যন্ত খিটখিটে, সহজেই মেজাজ হারায় ও ধীরে ধীরে শান্ত হয়; অত্যন্ত ক্রোধী (ক্যামো)।Despondent, gloomy; very irritable; loses temper easily and gains control slowly; miserably cross (Cham.).

মুখ,গলা ও রেক্টাম শ্লৈষ্মিক ঝিল্লীসমূহ স্ফীত, উহাতে জ্বালাবোধ, মনে হয় যেন গুকিয়ে গেছে, হেজে গেছে । Mucous membranes of mouth, throat, rectum are swollen, burn, feel dry and raw.

সর্দি-পাতলা, জলের মত, জ্বালা থাকে, মনে হয় (নাক,গলা) হেজে গেছে, ঠাণ্ডা বায়ুতে শ্বাস নিতে অত্যানুভূতি. Coryza : thin, watery, burning; rawness and sensitive to inhaled cold air.

গল কোষ প্রদাহে-দানা সংযুক্ত, ভীষণ জ্বালা,গলা মনে হয় হেজে গেছে, গলায় শুকনো ভাব ও খসখসে ভাব । Follicular pharyngitis : violent burning, raw sensation in throat; dryness and roughness of throat.

বারে বারে ঢোক গিলতে চায়, তার সহিত জ্বালা, গলায় কাটা ফোটার মত,হুল বেধার মত যন্ত্রণা তৎসহ শুকনো ভাব এবং গলা যেন আটকে আসছে এরূপ অনুভূতি থাকে (এপিস;বেল)। Frequent inclination to swallow, with burning, pricking, stinging and dry constricted fauces (Apis, Bell.).

রেক্টামে (মলদ্বারের ঠিক আগে যে অন্তাংশ) শুষ্কতাও উত্তাপবোধ, মনে হয় স্থানটিতে ছোটছোট কাঠি ফুটে আছে, ছুরিকাঘাতের মত যন্ত্রণা রেক্টামের মধ্যদিয়ে যেন উপরদিকে উঠছে (ইগনে; সালফ) অর্শবলি- যন্ত্রণাহীন, যন্ত্রণাযুক্ত, জ্বালাযুক্ত, বেগুনি বর্ণ,  কদাচিৎ রক্তস্রাবী। Rectum : dryness and heat of; feels as if full of small sticks; knife-like pains shoot up the rectum (Ign., Sulph.); haemorrhoids blind, painful, burning, purplish, rarely bleeding.

রেক্টামে ঘায়ের মত ব্যথা, ফুলে আছে এরূপ অনুভূতি, জ্বালা এবং চুলকায় (সালফ)। Rectum sore, with fulness, burning and itching (Sulph.).

কোষ্ঠবদ্ধতা শক্ত, শুকনো মল, কষ্টে বের হয় সেইসাথে রেক্টামে শুষ্কতা ও উত্তাপ, কোমরের নিচে ভীষণ যন্ত্রণা।  Constipation : hard, dry stool, difficult to pass; with dryness and heat of rectum; severe lumbo-sacral backache.

মলত্যাগের পরে কয়েক ঘণ্টা ধরে রেক্টামের পূর্নতাবোধ ও মলদ্বারে তীব্র যন্ত্রণা (এলো, ইগ্নে, মিউ-এসি, সালফ)।  Stool followed by fulness of rectum and intense pain in anus for hours (Aloe, Ign., Mur. ac., Sulph.).

জরায়ু বেরিয়ে আসে ও হাজাকর অবস্থা, কালচে স্রাব, সে সাথে কোমরের নীচে বেদনা, হাঁটাচলায় অত্যন্ত ক্লান্তিবোধ। Prolapsus uteri and acrid, dark leucorrhoea, with lumbo-sacral backache and great fatigue, from walking.

কোমরে ও পিঠের নীচে  ভয়ানক ঘিনঘিনে ব্যথা-এ ব্যথা কমবেশি সবসময়েই থাকে, এতে স্যাক্রাম ও নিতম্ব আক্রান্ত হয়।   Severe dull backache in lumbo-sacral articulation; more or less constant; affecting sacrum and hips.

পিঠে ভারবোধ অবশভাব থাকে। Sensation of heaviness and lameness in back.

হাত পা ও মেরুদণ্ডে পক্ষাঘাতের মত অনুভূতি।  Paralytic feeling in arms, legs and spine.

 

সম্বন্ধ-সমগুণ অর্শ রোগে এলো, কলিণসো, ইগ্নে, মিউ-এসি, নাক্স, সালফ এর মত।  Relation. Similar : to, Aloe, Coll., Ign., Mur. ac., Nux, Sulph., in haemorrhoids.

কলিনসোনি দিয়ে অর্শ উপশমিত হওয়ার পর ইস্কউলাস আরোগ্য করে। After Coll. has improved piles, AEsc. often cures.

নাক্স ও সালফারে অর্শের উপকার হয়েছে কিন্তু সারে নি, সে ক্ষেত্রে ব্যবহার্য। Useful after Nux and Sulph. have improved, but failed to cure piles.

বৃদ্ধি– নড়াচড়ায় পিঠে বেদনা ও ক্ষতবোধ, হাঁটাচলায় ও সামনে ঝুঁকলে, ঠাণ্ডা বাতাসে শ্বাস নিলে।

শক্তি– Q, 3, 30, 200, LM3 থেকে

 

 

 

 

 

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *