ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৩ | Daily Study of Homeopathy


পাঠ -৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

৩. আদর্শ চিকিৎসকের গুণাবলী
এফোরিজম ৩: ১. প্রত্যেক রোগীর ক্ষেত্রে কি আরোগ্য করতে হবে (রোগ সম্পর্কে জ্ঞান) এবিষয়ে স্পষ্ট ধারনা।
২. ভেষজসমূহের অভ্যন্তরে কি আরোগ্য শক্তি নিহিত আছে (ভেষজ শক্তি সম্বন্ধে জ্ঞান) তার স্পষ্ট ধারনা।
৩. রোগীর অভ্যন্তরের রোগ সম্পর্কিত জ্ঞানের সহিত ভেষজের আরোগ্য শক্তির সম্পর্ক (ঔষধ নির্বাচন করার জ্ঞান) সম্বলিত জ্ঞান।
৪. ঔষধ প্রস্তুত করার সঠিক পদ্ধতি ও প্রয়োগ বিধান ( মাত্রা সম্পর্কে জ্ঞান) সম্বলিত জ্ঞান।
৫. ঔষধ পুনঃপ্রয়োগ করার উপযুক্ত সময় ও আরোগ্যের ক্ষেত্রে বাধা দূর করে স্থায়ী আরোগ্য সাধনের উপায় (দ্বিতীয় নির্বাচন ও আরোগ্যের বাধা দূরীকরণের জ্ঞান) সম্বলিত জ্ঞান।
ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও চর্চা থাকলে তিনি আদর্শ চিকিৎসক বা আরোগ্য নৈপুণ্যে প্রকৃত চিকিৎসক হিসাবে বিবেচিত হবেন।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

13 AMBRA GRISEA [Ambr]
Ambr কথা বলার সময় অবিরত বিষয় পরিবর্তন করে, উত্তরের প্রতীক্ষ্ণা না করে চিকিৎসককে একটার পর একটা প্রশ্ন করে, স্মৃতিবিভ্রম হয় ও ব্যস্ততার সহিত কাজ করে।
Ambr রোগীর নিকট কেউ উপস্থিত থাকলে অথবা কথাবার্তা বললে রোগের বৃদ্ধি।
Ambr মলত্যাগ করার সময় কেউ নিকটে থাকা একেবারেই পছন্দ করে না।
Ambr জননেন্দ্রিয়ে ইন্দ্রিয়সুখকর চুলকানি।
Ambr শরীরের একদিকেই রোগ লক্ষণ প্রকাশ পায়।
Ambr সকালে নাক হতে প্রচুর রক্ত পড়ে, নাকের ভিতর শুষ্ক, কাশির সহিত ঘন ঘন ঢেঁকুর উঠে ও স্বরভঙ্গ হয়।
Ambr গান অসহ্য, গান শুনলে রোগ বৃদ্ধি।
14 AMMONIUM CARBONICUM [Am-c]
Am-c বুকে ঘড়ঘড়ানি শব্দসহ নিদ্রালুতা, অচৈতন্য ভাব, হাত বাড়িয়ে কিছু ধরতে চায়।
Am-c ঠোট নীল বা বেগুনে বর্ণ, জিহ্বা বাদামী বর্ণ।
Am-c সকালে মুখ ধুয়ার সময় নাক হতে রক্তস্রাব হয়।
Am-c শরীর হতে যে স্রাব বের হয় তা ক্ষতকর, কালচে, তরল ও জমাট বাঁধে না, গ্লান্ডের গ্যাংগ্রীন হওয়ার প্রবণতা।
Am-c যেন হাড় ভেঙ্গে যাবে এরূপ ব্যথা।
Am-c দিনে ভালো ঘুম হয় কিন্তু রাত্রে ভালো ঘুম হয় না, রাত ৩ টার সময় সব রোগের বৃদ্ধি।
Am-c স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শারীরিক ও মানসিক রোগলক্ষণ বৃদ্ধি।
15 AMMONIUM MURIATICUM [Am-m]
Am-m দুই কাঁধের মাঝখানে ঠাণ্ডা অনুভূতি।
Am-m অধিকাংশ রোগে মুখমণ্ডল পাংশু দেখা যায়।
Am-m প্রচুর আঠা আঠা সর্দি স্রাব, মুখের ভিতরে, গলার ভিতরে (Pharynx) পিচ্ছিল অনুভূতি।
Am-m ঘায়ের ব্যথার মত ব্যথা, হাত ও পায়ের অঙ্গুলিতে ঝাঁকানিযুক্ত ছিঁড়ে ফেলার মত ব্যথা, কোমরে ব্যথা।
Am-m সার্ভাইক্যাল গ্রন্থির (Cervical gland) স্ফীতি।
Am-m বুকে ভর ভর শব্দ হয় ও চটচটে শ্লেষ্মা উঠে।
16 ANACARDIUM OCCIDENTALE [Anac-oc]
Anac-oc বাহ্যিক শোথ।
Anac-oc রাশ (Rhus) গ্রুপের ঔষধ বিষাক্ততা, রাসটক্সের অপব্যবহারের ফলে চর্ম উদ্ভেদ।
Anac-oc মুখমণ্ডলে বেদনাযুক্ত উদ্ভেদ, বাম থেকে ডানে বিস্তৃত হয়, অত্যন্ত চুলকানি।
Anac-oc পায়ের তলায় শৃঙ্গাকার কড়া ও চামড়া ফাটা।
17 ANACARDIUM ORIENTALE [Anac]
Anac স্মরণ শক্তির হ্রাস, বিশেষত কোন জিনিস বা লোকের নাম মনে থাকে না।
Anac সর্বদা অকথ্য ভাষায় গালাগালি ও শপথ করার ইচ্ছা।
Anac মনে হয় যেন দুটি ইচ্ছা রয়েছে, একটি করতে বলে অন্যটি বারণ করে।
Anac সন্দেহ প্রবণ, হতাশা ভাব, প্রত্যেক জিনিস ও মানুষকে ভয়, চলার সময় মনে হয় কেউ যেন পিছনে পিছনে আসছে, যেন কেউ চুপিচুপি কথা বলছে।
Anac অদ্ভুত স্বভাব, গুরু বিষয়ে হাস্য করে আবার হাসির বিষয়ে গম্ভীর হয়ে পড়ে।
Anac পাকস্থলী খালি থাকলে বেদনা হয় কিন্তু আহার করলে উপশম।
18 ANTIMONIUM CRUDUM [Ant-c]
Ant-c অতিরিক্ত খিটখিটে ও খুঁতখুঁতে মেজাজ ও সে সঙ্গে জিহ্বায় দুধের সরের মতো সাদা বা হলদে ময়লা এন্টিম ক্রুডের প্রধানতম লক্ষণ।
Ant-c জীবনের প্রতি বিতৃষ্ণা (Loathing of life)।
Ant-c গুরুপাক দ্রব্য অতি ভোজনের ফলে পাকস্থলীর অসুস্থতা।
Ant-c বমিভাব, আহারে অনিচ্ছা কিন্তু টক খাওয়ার প্রবল ইচ্ছা।
Ant-c ঠাণ্ডা পানিতে গোসল করে বা রৌদ্র লাগাবার পর অসুস্থতা।
Ant-c পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা।

Mind অধ্যায়ের ১০১ থেকে ১৫০ পর্যন্ত মূল রুব্রিক:

101 Mind সিঁধেল চোর, মনে করে তার ঘরে চোর ঢুকেছে BURGLARS, imagines they are in the room (2)
102 Mind ব্যবসা সাধারণ BUSINESS, general (0)
103 Mind সদা ব্যাস্ত BUSY (43)
104 Mind হিসাবী CALCULATING (0)
105 Mind উদ্বেগহীন শান্ত অবস্থা CALMNESS (0)
106 Mind পরনিন্দা করা CALUMNIATE (0)
107 Mind ছিটগ্রস্ত, মেজাজ বা আচরণ আকস্মিক অব্যাখ্যেয় পরিবর্তন CAPRICIOUSNESS (99)
108 Mind সাবধানতা CAREFULNESS (19)
109 Mind আদর-সোহাগ CARESSED (0)
110 Mind শয্যাবস্ত্র খোটা CARPHOLOGIA (0)
111 Mind পরিবাহিত হওয়া CARRIED (0)
112 Mind বহন করে কোন বস্তু, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং পুনরায় যথাস্থানে ফিরে আসে CARRIES, things from one place to another and back again (1)
113 Mind ছেড়ে দেয়, তার মতের বিরুদ্ধ ব্যক্তিদের সর্ব বিষয়ে অগ্রাহ্য করে CASTING off, of people against her will (1)
114 Mind ফিটের ব্যামো CATALEPSY (31)
115 Mind চলাফেরা আচার আচরণে অস্বাভাবিকতা বা ক্যাটাটোনিয়ার CATATONIA (4)
116 Mind সতর্ক CAUTIOUS (18)
117 Mind কৌমার্য বা যৌন চাহিদা দমন থেকে অসুস্থতা CELIBACY, ailments from (4)
118 Mind ছিদ্রান্বেষী CENSORIOUS (0)
119 Mind হতাশা CHAGRIN (0)
120 Mind পরিবর্তন CHANGE (0)
121 Mind পরিবর্তনশীল CHANGEABLE (31)
122 Mind বিশৃঙ্খল CHAOTIC (18)
123 Mind চারিত্রিক বৈশিষ্ট্যের অভাব CHARACTER, lack of (7)
124 Mind হাতুড়ে ডাক্তার CHARLATAN (5)
125 Mind জাদুমুগ্ধ, যেন এক বাক্যে কথা বলে CHARMED, as if, and could not break the spell (1)
126 Mind তাড়া করে, কাল্পনিক বস্তু সমূহ CHASES, imaginary objects (3)
127 Mind প্রতারণা মূলক, আচরণ CHEATING, behavior (2)
128 Mind প্রফুল্ল CHEERFUL (172)
129 Mind প্রসব পরবর্তী সময়ে, মানসিক উপসর্গ CHILDBED, mental symptoms during (12)
130 Mind শিশুদের মত, আচরণ CHILDISH, behavior (54)
131 Mind শিশু CHILDREN (0)
132 Mind ভবিষ্যৎ সম্পর্কিত দূরদৃষ্টি সম্পন্ন CLAIRAUDIENCE (0)
133 Mind আবদ্ধ স্থানে অস্বাভাবিক ভীতি CLAUSTROPHOBIA (0)
134 Mind নখবিদ্ধ করে তার পিতার মুখে CLAWING, his father’s face (1)
135 Mind পরিষ্কার মন CLEAR, mind (3)
136 Mind উঁচু স্থানে আরোহণের ইচ্ছা CLIMB, desire to (4)
137 Mind বেয়ে উঠে দেয়াল, প্রলাপ বকার সময় CLIMBS, walls, during delirum (2)
138 Mind আঁকড়ে ধরে শিশু, জেগে উঠে আতঙ্কগ্রস্ত অবস্থায়, অজানা কোন এক বিষয়ে, চিৎকার করে, নিকটের জনকে জড়িয়ে ধরে CLINGING, child awakens terrified, knows no one, screams, clings to those near (6)
139 Mind বন্ধ করলে চোখ, মানসিক সমস্যার উপশম CLOSING, eyes amel. mental symptoms (1)
140 Mind পোশাক পরে, অনুপযুক্তভাবে CLOTHED, improperly (5)
141 Mind ঝাপসা মন CLOUDY, mind (0)
142 Mind চলাফিরা ও কাজকর্মে অসৌন্দর্য্য CLUMSY (0)
143 Mind রঙ সম্পর্কিত খারাপ প্রতিক্রিয়া COLORS, reaction to (0)
144 Mind অচেতনাবস্থা COMA (0)
145 Mind মনের কথা প্রকাশ করে, অকপটে COMMUNICATIVE, expansive (8)
146 Mind লোকসঙ্গ COMPANY (0)
147 Mind অভিযোগ করা COMPLAINING (75)
148 Mind অভিযোগ, অবাস্তব অভিযোগ করে COMPLAINTS, broods over imaginary (4)
149 Mind ধীশক্তি COMPREHENSION (0)
150 Mind একাগ্রতা CONCENTRATION (0)

Diseases অধ্যায়ের ৩৫১ থেকে ৫৩২ পর্যন্ত মূল রুব্রিক:

351 Diseases পশ্চাৎ বক্রতা পিঠের OPISTHOTONOS, back (53)
352 Diseases অণ্ডকোষ প্রদাহ ORCHITIS, testes (46)
353 Diseases অসগোড শ্লাটার্স ডিজিস OSGOOD-schlatter’s disease (2)
354 Diseases অস্থি প্রদাহ ক্রনিক বিকৃত ও বৃহদাকার অস্থি রোগ OSTEITIS, deformans, paget’s disease (1)
355 Diseases অস্থির গঠন বা বৃদ্ধি ত্রুটিপূর্ণ OSTEOGENSIS, imperfecta (3)
356 Diseases ভিটামিন ডি এর অভাবে অস্থির কোমলতা OSTEOMALACIA, softening, bones (45)
357 Diseases অস্থির প্রদাহ OSTEOMYELITIS (12)
358 Diseases অস্টিওপোরাস ভঙ্গুর হাড় OSTEOPORUS, brittle bones (7)
359 Diseases কানের প্রদাহ আভ্যন্তরিক কানের ভেতরে সংক্রমণ OTITIS interna, inner ear infection (53)
360 Diseases গুঁড়া কৃমি OXYURIS, vermicularis (17)
361 Diseases পুতিনস্য নাকে OZAENA, nose (56)
362 Diseases ক্রনিক বিকৃত ও বৃহদাকার অস্থি রোগ PAGET’S, disease (2)
363 Diseases বেদনা নেই এমনটি বলে অথচ বেদনাদায়ক PAINLESSNESS of complaints, usually painful (4)
364 Diseases নখকুনি PANARITIUM, nails (52)
365 Diseases অগ্ন্যাশয়ের প্রদাহ PANCREATITIS (8)
366 Diseases আরক্ত ও মাংসল হওয়া কর্নিয়া PANNUS, cornea (24)
367 Diseases পক্ষাঘাত PARALYSIS (0)
368 Diseases নিম্নাঙ্গের অসাড়তা PARAPLEGIA (29)
369 Diseases পেশী কম্পন ও শক্ত হয়ে উঠা ও দুর্বলতা রোগ PARKINSON’S disease (55)
370 Diseases কর্ণমূল গ্রন্থি প্রদাহ ব্রেইনে স্থানান্তরণ হয় PAROTID gland, inflammation, with metastasis to brain (4)
371 Diseases আকস্মিক প্রচণ্ড প্রকোপ, পুনরাবৃত্ত হয় PAROXYSMS, repeated (37)
372 Diseases অংশ, শরীরের এক অংশ আক্রান্ত হয় PARTS, single, effects in (13)
373 Diseases পেলেগরা PELLAGRA (11)
374 Diseases বস্থিদেশের প্রদাহিক প্রকৃতির অসুস্থতা জরায়ুতে PELVIC inflammatory disease, uterus (65)
375 Diseases ফোস্কা, পানি পূর্ণ ফোস্কা PEMPHIGUS (41)
376 Diseases ছিদ্র, নাকের সেপটামে PERFORATION, nasal septum (7)
377 Diseases নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত অভিযোগ PERIODICITY, of complaints (0)
378 Diseases অস্থিবেষ্ট প্রদাহ, অস্থি আবরকের PERIOSTITIS, periosteum (30)
379 Diseases রক্তদুষ্টি জ্ঞাপন, রক্তাল্পতা PERNICIOUS anemia (10)
380 Diseases ঘুংড়ি কাশি PERTUSSIS (0)
381 Diseases ফেরিংস প্রদাহ, গলদেশের PHARYNGITIS, throat (15)
382 Diseases মুদা-লিঙ্গের, আবরণ ত্বকের সংকোচনহীনতা PHIMOSIS, penis (29)
383 Diseases ধমনীপ্রবাহ, ফিমোরাল ভেইনের প্রদাহ, ফ্লেগমাসিয়া এলবা ডোলেন্স PHLEBITIS, milk leg, phlegmasia alba dolens (60)
384 Diseases ফ্লেগমাসিয়া এলবা ডোলেন্স PHLEGMASIA alba dolens (0)
385 Diseases ক্ষয়কাশ-যক্ষ্মারোগ PHTHISIS (0)
386 Diseases ছুঁলি PITYRIASIS (30)
387 Diseases প্লেগ মহামারী, গ্রন্থির প্রদাহ-লক্ষণযুক্ত PLAGUE, bubonic (0)
388 Diseases প্লুরিসি রোগ PLEURISY (66)
389 Diseases প্লুরাল-নিউমোনিয়া PLEURA-pneumonia (17)
390 Diseases নিউমোনিয়া PNEUMONIA (104)
391 Diseases বিষ, ওয়াক বৃক্ষ অথবা আইভি লতার POISON, oak or ivy (19)
392 Diseases মেরুদণ্ডের মজ্জার স্নায়ু প্রদাহ POLIOMYELITIS, nerves (37)
393 Diseases লোহিত কণিকার আধিক্য, রক্তের POLYCYTHEMIA, blood (3)
394 Diseases একটি বস্তুকে একাধিক দেখা POLYOPSIA, vision (2)
395 Diseases পলিপস সাধারণ POLYPS, general (43)
396 Diseases পোর্টাল সিস্টেমে রক্ত জমা বা পূর্ণতা বোধ PORTAL system, general, congestion (7)
397 Diseases নাকের অভ্যন্তরের অসুস্থতা POST nasal, ailments (19)
398 Diseases পোটস রোগ, কশেরুকার যক্ষ্মারোগ POTT’S disease, tuberculosis of vertebrae (9)
399 Diseases ঋতুপূর্ববর্তী অস্বাভাবিকতা PRE-menstrual syndrome (76)
400 Diseases সরলান্ত্রের প্রদাহ, সরলান্ত্র এবং মলদ্বারের PROCTITIS, rectum and anus (24)
401 Diseases প্রস্টেট গ্রন্থির রোগ আরোগ্যকারী ঔষধ PROSTATE gland, remedies (36)
402 Diseases প্রস্টেট গ্রন্থি বেনাইন ভাবে বর্ধিত হওয়া PROSTATE, benign enlargement (79)
403 Diseases প্রোস্টেট গ্রন্থির প্রদাহ PROSTATITIS, inflammation (51)
404 Diseases মূত্রে প্রোটিনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি PROTEINURIA (0)
405 Diseases প্রুরিগো (ক্রনিক প্রচণ্ড চুলকনি) PRURIGO (24)
406 Diseases সোরিয়াসিস PSORIASIS, skin (81)
407 Diseases অনুপক্ষ রোগ চোখে PTERYGIUM, eyes (23)
408 Diseases বয়ঃসন্ধি কাল PUBERTY (0)
409 Diseases প্রসবান্তিক জ্বর PUERPERAL, fever, females (36)
410 Diseases ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতি PULMONARY, edema, lungs (63)
411 Diseases ধুম্ররোগ রক্তস্রাবী PURPURA hemorrhagica (41)
412 Diseases রক্তে পুঁজোৎপাদক জীবানুসঞ্চার PYEMIA (12)
413 Diseases ডিওডেনামের পাইলরিক নালির সংকীর্ণ অবস্থা PYLORIC stenosis (1)
414 Diseases পায়োমেট্রার ফলে জরায়ুতে পুঁজ সঞ্চয় PYOMETRA, retained pus in uterus (5)
415 Diseases কুকুর নেকড়ে ইত্যাদি দ্বারা সংক্রমিত জলাতঙ্ক RABIES, hydrophobia (50)
416 Diseases রেডিয়েশনের ফলে অসুস্থতা, পার্শ্ব প্রতিক্রিয়া RADIATION, sickness, side effects (11)
417 Diseases জিহ্বার অর্বুদ RANULA, tongue (19)
418 Diseases রেয়নোডস রোগ RAYNAUD’S disease (12)
419 Diseases রেইটার সিনড্রোম বা বাত সংক্রান্ত অস্বাভাবিকতা REITER syndrome (2)
420 Diseases রেটিনার প্রদাহ, চোখের মণির পিছনের আলোকসংবেদী পর্দার প্রদাহ RETINITIS, eyes, retina (19)
421 Diseases বাতজ জ্বর RHEUMATIC, fever (94)
422 Diseases নাকের পাথুরি, নাকে পাথরের মত শক্ত বস্তুর ক্রমবৃদ্ধি RHINOSCLEROMA, nose, stony hard growths (5)
423 Diseases ভিটামিন ডি এর অভাবে শিশু হাড়ের অপুষ্টি জনিত রোগ বিশেষ RICKETS, rachitis, bones (49)
424 Diseases মাড়ি খসে পড়া রোগ RIGG’S disease, teeth (1)
425 Diseases দাদ সাধারণ RINGWORM, general (32)
426 Diseases নাক ও গালের অমসৃণ লালচে উদ্ভেদ নাসিকার ROSACEA, nasal (7)
427 Diseases হামের লালচে ফুসকুড়ি বা ছোপ ROSEOLA, skin (14)
428 Diseases সেকরো-ইলিয়াকে অস্বাভাবিকতা SACRO-ILIAC, syndrome (25)
429 Diseases ফেলুপিয়ন টিউবের প্রদাহ SALPINGITIS, fallopian tubes (21)
430 Diseases সারকোমা, চর্মের SARCOMA, cutis (19)
431 Diseases মাংস বৃদ্ধি, জননেন্দ্রিয়ের SARCOCELE, genitalia (7)
432 Diseases খোস পাচড়া SCABIES (55)
433 Diseases আরক্ত জ্বর SCARLET, fever, scarlatina (41)
434 Diseases সিস্টোসোমায়সিস বিলহারযায়সিস SCHISTOSOMIASIS, bilharziasis (3)
435 Diseases নিতম্ববেদনা SCIATICA, pain (100)
436 Diseases স্ক্লেরোডারমা, চামড়ায় SCLERODERMA, skin (22)
437 Diseases স্কার্ভি রোগ SCURVY, scorbutus (87)
438 Diseases দৃষ্টির কেন্দ্রে অন্ধকারময়তা দেখে দৃষ্টিশক্তির ক্ষতি SCOTOMA, central vision, loss (5)
439 Diseases সমুদ্রে অসুস্থতা SEASICKNESS (18)
440 Diseases মেদবহুল সিস্ট আব SEBACEOUS cysts, wens (28)
441 Diseases সেবোরিয়া চর্মরোগ মাথায় SEBORRHEA, head (27)
442 Diseases সেপসিস প্রসবান্তিক SEPSIS, puerperalis (12)
443 Diseases জীবাণু-পচিত (রক্তদুষ্টিকর) জ্বর SEPTIC, fever (34)
444 Diseases রক্তে জীবাণু সংক্রমণ, রক্ত বিষাক্ততা SEPTICEMIA, blood poisoning (92)
445 Diseases জাহাজে অসুস্থতা SHIPBOARD, ailments (6)
446 Diseases আঘাত SHOCK (0)
447 Diseases কুঞ্চিত হওয়া দেহ SHRIVELLING, body (44)
448 Diseases অসুস্থ বোধ সাধারণ SICK  feeling, general (41)
449 Diseases ফুসফুসে সিলিকা ধূলিকণা সঞ্চয় SILICOSIS (19)
450 Diseases নিদ্রিতাবস্থায় অসুস্থতা SLEEPING, sickness (4)
451 Diseases গুটিবসন্ত সংক্রমণ SMALLPOX, infection (30)
452 Diseases ধূমপানে অভ্যাস SMOKING, habit (0)
453 Diseases ঘুমন্ত অবস্থায় জাগ্রত ব্যক্তির ন্যায় ঘোরাফেরা করা, নিদ্রায় হাঁটাচলা SOMNAMBULISM, sleep-walking (53)
454 Diseases চলটার মত কিছু জমা বাম পার্শ্বের গালের নিচে SORDES, under left cheek (1)
455 Diseases প্রদাহিত স্পর্শকাতর বেদনা গলদেশে, কণ্ঠস্বর অতিরিক্ত ব্যবহারের ফলে SORE throat, from overuse of voice (30)
456 Diseases শুক্রবাহী রজ্জু সাধারণ SPERMATIC cord, general (5)
457 Diseases বীর্য কম হওয়ার ফলে বন্ধ্যত্ব SPERM, low count of, infertility (2)
458 Diseases মেরুদণ্ডীয় বিফিডা SPINAL bifida (25)
459 Diseases মেরুদণ্ডীয় বক্রতা SPINAL curvature (30)
460 Diseases প্লীহা রোগ আরোগ্যকারী ঔষধ SPLEEN, remedies (78)
461 Diseases স্পন্ডিলাইটিস ঘাড়ের SPONDYLITIS, neck (1)
462 Diseases স্টেফাইলোকক্কাস সংক্রমণ STAPHYLOCOCCUS, infection (32)
463 Diseases স্টেফাইলোমা চোখের STAPHYLOMA, eyes (15)
464 Diseases মুখগহ্বরের প্রদাহ ক্ষতকর মুখগহ্বর STOMATITIS, ulcerative, mouth (43)
465 Diseases পাথর কিডনিতে STONES, kidney (31)
466 Diseases টেরা দৃষ্টি STRABISMUS, eyes (61)
467 Diseases স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণ STREPTOCOCCUS, infection (6)
468 Diseases সঙ্কীর্ণতা মূত্রনালির STRICTURE, urethra (41)
469 Diseases স্ট্রোক অঙ্গবিকৃতি STROKE, apoplexy (104)
470 Diseases আঁজনি চোখের পাতায় STYES, eyelids (50)
471 Diseases সন্তান প্রসবের পরে জরায়ু স্বাভাবিক অবস্থায় না আসা SUBINVOLUTION, female genitalia (33)
472 Diseases পেশী কম্পন সংযোগ কলার টেন্ডিয়াম পেশীর কম্পন SUBSULTUS, tendinum (24)
473 Diseases সৌর তাপে স্ট্রোক SUNSTROKE (40)
474 Diseases রোগ চাপাপড়ার ফলে অসুস্থতা SUPPRESSION, ailments from (0)
475 Diseases পুঁজোৎপত্তি SUPPURATIONS (0)
476 Diseases লক্ষণ ও তার অবস্থা SYMPTOMS, and states (0)
477 Diseases সন্ধি প্রদাহ SYNOVITIS, joints (19)
478 Diseases সিফিলিস সাধারণ SYPHILIS, general (155)
479 Diseases হৃদযন্ত্রের সংকোচন-পর্ব অতিরিক্ত SYSTOLE, extra (1)
480 Diseases ক্ষয় মধ্যান্ত্রিক TABES, mesenterica (24)
481 Diseases টেম্পোরোমেন্ডিবুলার T.M.J. চোয়ালের সন্ধি স্থানে বেদনা TEMPOROMANDIBULAR, T.M.J. jaws, pain in joints (30)
482 Diseases পেশিবন্ধনীর প্রদাহ TENDONITIS (7)
483 Diseases টেনি TENIAE (0)
484 Diseases অতিরিক্ত কনুই ব্যবহার করার কারনে প্রদাহ TENNIS, elbow (8)
485 Diseases ধনুষ্টঙ্কার দাঁতে দাঁতে লেগে যাওয়া TETANUS, lockjaw (107)
486 Diseases রক্তনালীতে বা হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধা THROMBOSIS (13)
487 Diseases ঠোট মুখ জিহ্বা গলা ইত্যাদি স্থানে ক্ষতকর প্রদাহ THRUSH, mouth (15)
488 Diseases থাইরয়েড গ্রন্থি THYROID, gland (0)
489 Diseases দাদ সাধারণ TINEA, general (36)
490 Diseases টনসিল অপারেশন করে ফেলে দেয়ার পরে অসুস্থতা TONSILLECTOMY, ailments after (5)
491 Diseases টনসিল প্রদাহ গলদেশে TONSILLITIS, throat (67)
492 Diseases বোধশক্তির জড়ত্ব TORPOR (30)
493 Diseases ঘাড় বাঁকা বা এক পার্শে ফিরানো TORTICOLLIS (61)
494 Diseases ট্রেকিয়া প্রদাহ TRACHEITIS (27)
495 Diseases কেঁচোকৃমিতে আক্রান্ত TRICHINOSIS (3)
496 Diseases ট্রাইকোফাইটোসিস TRICHOPHYTOSIS (22)
497 Diseases অত্যন্ত গরমের ফলে জ্বর TROPICAL, fever (10)
498 Diseases ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (72)
499 Diseases যক্ষ্মারোগ ফুসফুসে TUBERCULOSIS, lungs (122)
500 Diseases অর্বুদ সাধারণ TUMORS, general (0)
501 Diseases টাইফলাইটিস TYPHLITIS (24)
502 Diseases টাইফয়েড জ্বর TYPHOID, fever (133)
503 Diseases ক্ষত ULCERS (0)
504 Diseases রক্তে অত্যধিক পরিমাণে ইউরিন UREMIA (34)
505 Diseases মূত্রনালির প্রদাহ URETHRITIS, inflammation, urethra (33)
506 Diseases ইউরিক এসিড ডায়াথেসিস URIC acid diathesis (11)
507 Diseases আমবাত URTICARIA (0)
508 Diseases টিকা দেওয়ার পরে অসুস্থতা VACCINATIONS, ailments, after (38)
509 Diseases গো-বসন্ত VACCINIA (0)
510 Diseases যোনিপথের আক্ষেপ VAGINISMUS, vagina (44)
511 Diseases যোনিপথের প্রদাহ VAGINITIS, vagina (22)
512 Diseases হৃৎপিণ্ডের কপাটকসংক্রান্ত হৃদরোগের সহিত হৃৎপিণ্ডের বিকৃত শব্দ VALVULAR heart disease, with murmurs (42)
513 Diseases পানবসন্ত VARICELLA (0)
514 Diseases শুক্রনালীর শিরাস্ফীতি VARIOCELE, spermatic cord (24)
515 Diseases স্ফীত শিরা VARICOSE, veins (110)
516 Diseases বসন্তরোগ VARIOLA (0)
517 Diseases শিরা VEINS (0)
518 Diseases শিরাচ্ছেদনের ফলে অসুস্থতা VENESECTION, ailments (11)
519 Diseases শিরোঘূর্ণন VERTIGO (0)
520 Diseases অত্যধিক অসুস্থতা VIOLENT, illnesses (25)
521 Diseases ভাইরাস সংক্রমণ VIRAL, infections (11)
522 Diseases ধবল VITILIGO (2)
523 Diseases কণ্ঠস্বর VOICE (0)
524 Diseases বমি করা VOMITING (0)
525 Diseases আঁচিল WARTS (79)
526 Diseases জল-ঢেকুর WATER-brash (0)
527 Diseases অর্বুদ আব WENS (0)
528 Diseases হুপিং কাশি WHOOPING cough, pertussis (112)
529 Diseases আক্কেল দাঁত সম্পর্কিত অসুস্থতা WISDOM, teeth, ailments (7)
530 Diseases ক্রিমি পরজীবী সাধারণ WORMS, parasites, general (70)
531 Diseases পীতজ্বর (জন্ডিস জ্বর) YELLOW, fever (39)
532 Diseases জাইমোটিক জ্বর ZYMOTIC, fever (33)



Breathing – DIFFICULT এর ১৭৭ টি সাব রুব্রিক:

1 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া DIFFICULT, breathing (286)
2 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উদর ফাঁপা ও টানবোধের ফলে DIFFICULT, breathing abdomen, from distension and tension in (5)
3 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বিকেলে DIFFICULT, breathing afternoon (28)
4 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বাতাসে উপশম DIFFICULT, breathing air, amel (12)
5 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত পর্যায়ক্রমে কাশি DIFFICULT, breathing alternating, with, cough (1)
6 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রাগ হওয়ার পরে DIFFICULT, breathing anger, after (7)
7 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যরাতের পরে দুশ্চিন্তা ও বুক ধড়ফড়ানির সহিত নিদ্রা হতে জেগে উঠে DIFFICULT, breathing anxiety, palpitation, with, waking after midnight (1)
8 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু প্রসারিত করে রাখলে উপশম DIFFICULT, breathing arms apart, amel. (6)
9 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উপর দিকে উঠলে DIFFICULT, breathing ascending (77)
10 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মদ্যপ ব্যক্তির DIFFICULT, breathing alcoholics (1)
11 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শরৎকালীন DIFFICULT, breathing autumn (1)
12 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বিয়ার পান করার পরে DIFFICULT, breathing beer, after (1)
13 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঢেঁকুর-উদ্গারে উপশম DIFFICULT, breathing belching, amel. (7)
14 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু পিছন দিকে ভাঁজ করলে DIFFICULT, breathing bending, arm backwards, on (1)
15 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর ভাবে শ্বাস গ্রহণের ফলে DIFFICULT, breathing breath, on taking a deep (1)
16 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর শ্বাস নিলে উপশম DIFFICULT, breathing breathing, deep amel. (1)
17 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, আবহাওয়ার পরিবর্তনে DIFFICULT, breathing change, of weather (2)
18 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শিশুদের DIFFICULT, breathing children (11)
19 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শীত লাগার সময় DIFFICULT, breathing chill, during (17)
20 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, চোখ বন্ধ করলে DIFFICULT, breathing closing, eyes, on (2)
21 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বস্ত্রাবরনে বৃদ্ধি DIFFICULT, breathing clothing, agg. (3)
22 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কফি পান করার ফলে DIFFICULT, breathing coffee, from (3)
23 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঠাণ্ডা গ্রহণ করার পরে DIFFICULT, breathing cold, after taking (4)
24 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শূলবেদনায় বৃদ্ধি DIFFICULT, breathing colic agg. (2)
25 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, স্বরযন্ত্রের সংকোচনকর অবস্থার ফলে DIFFICULT, breathing constriction, of, larynx (8)
26 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, খিঁচুনির সময় DIFFICULT, breathing convulsions, during (6)
27 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, সর্দির সহিত DIFFICULT, breathing coryza, with (9)
28 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কাশির সহিত DIFFICULT, breathing cough, with (88)
29 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, নাকে বা মুখে আচ্ছাদন রাখার ফলে DIFFICULT, breathing covering, nose or mouth (3)
30 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মানুষের ভিড় যুক্ত ঘরে DIFFICULT, breathing crowded, room (1)
31 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, অন্ধকারে DIFFICULT, breathing dark, in the (1)
32 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দিবাভাগে DIFFICULT, breathing daytime (1)
33 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর শ্বাসক্রিয়ায় বৃদ্ধি DIFFICULT, breathing deep breathing, agg. (1)
34 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ডিনারের সময় DIFFICULT, breathing dinner, during (1)
35 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত নয় এমন স্থানে অসুস্থতার ফলে শ্বাসকষ্ট DIFFICULT, breathing diseased, conditions of distant parts not involved in act of breathing (1)
36 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কাঁধ পিছনের দিকে টেনে ধরলে উপশম DIFFICULT, breathing drawing shoulders back amel. (2)
37 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, স্বপ্ন দেখা অবস্থায় DIFFICULT, breathing dreams, during (2)
38 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পোশাক পরিচ্ছদ পড়ার সময় DIFFICULT, breathing dressing, while (1)
39 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পানি পান করার সময় DIFFICULT, breathing drinking, when (10)
40 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শোথ রোগে আক্রান্ত হয়ে DIFFICULT, breathing dropsy, in (1)
41 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ধূলিবালির ফলে DIFFICULT, breathing dust, as from (16)
42 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, খাবার খাওয়ার সময় DIFFICULT, breathing eating, while (1)
43 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতির ফলে DIFFICULT, breathing edema, pulmonary (4)
44 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বৃদ্ধ লোকের DIFFICULT, breathing elderly, people (8)
45 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বীর্যপাতের পরে DIFFICULT, breathing emission, after (2)
46 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বায়ুষ্ফীতির ফলে DIFFICULT, breathing emphysema, in (5)
47 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উদরোর্ধে চাপবোধের ফলে DIFFICULT, breathing epigastrium, from oppression in (9)
48 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মৃগীরোগের পূর্বে DIFFICULT, breathing epilepsy, before (1)
49 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, চর্মরোগের সহিত DIFFICULT, breathing eruptive, diseases, with (2)
50 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, সন্ধ্যায় DIFFICULT, breathing evening (55)
51 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উত্তেজনায় বৃদ্ধি DIFFICULT, breathing excitement, agg. (6)
52 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পরিশ্রম করার পরে DIFFICULT, breathing exertion, after (59)
53 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শ্লেষ্মা-নির্গমনে উপশম DIFFICULT, breathing expectoration, amel. (13)
54 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসত্যাগে DIFFICULT, breathing expiration (15)
55 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পড়ে যাওয়ার ফলে DIFFICULT, breathing falling down due to (1)
56 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পাখার বাতাস চায় DIFFICULT, breathing fanned, wants to be (17)
57 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পেটফাঁপার ফলে DIFFICULT, breathing flatulence, from (14)
58 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পূর্বাহ্ণে DIFFICULT, breathing forenoon (9)
59 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শরীরে বহির্গত বস্তু থাকার ফলে DIFFICULT, breathing foreign bodies, from (2)
60 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ভয় পাওয়ার পরে DIFFICULT, breathing fright, after (2)
61 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার পূর্বে সুড়সুড়ি লাগে DIFFICULT, breathing formication, preceded by (1)
62 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁ করে শ্বাস নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে DIFFICULT, breathing gasping, with (12)
63 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলী সংক্রান্ত কারণে DIFFICULT, breathing gastric origin, from (7)
64 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মুখের নিকটে রুমাল নেয়া সহ্য করতে পারে না ফলে ছোট ছোট শ্বাস নিতে হয় DIFFICULT, breathing handkerchief, cannot bear to have, approach the mouth as it will cause dyspnea (4)
65 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাত ব্যবহার করে DIFFICULT, breathing hands, on using (1)
66 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পা ঝুলিয়ে রাখলে উপশম DIFFICULT, breathing hang down, legs, amel. (1)
67 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মাথা ব্যথার সহিত DIFFICULT, breathing headache, with (1)
68 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সময় হৃৎপিণ্ডে বেদনা DIFFICULT, breathing heart, pain, during (15)
69 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বুক জ্বালা অম্বলের ফলে DIFFICULT, breathing heartburn, from (2)
70 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত উত্তাপ DIFFICULT, breathing heat, with (21)
71 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, অতিমাত্রায় উত্তপ্ত অবস্থায় DIFFICULT, breathing heated, when overheated (3)
72 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ভারি DIFFICULT, breathing heavy (2)
73 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রক্ত কাশির সহিত DIFFICULT, breathing hemoptysis, with (1)
74 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হিক্কার সহিত DIFFICULT, breathing hiccough, with (1)
75 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কোনো কিছুতে চেপে ধরলে উপশম DIFFICULT, breathing holding to something amel. (1)
76 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, অপমানিত হওয়ার পরে DIFFICULT, breathing humiliation, after (1)
77 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, যেন দ্রুত শ্বাসক্রিয়া DIFFICULT, breathing hurried, if (1)
78 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হিস্টিরিয়া গ্রস্ত DIFFICULT, breathing hysterical (9)
79 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, আঘাত লাগার ফলে DIFFICULT, breathing injury, from (2)
80 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসগ্রহণে কষ্ট DIFFICULT, breathing inspiration (28)
81 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঠাণ্ডা বাতাসে উপশম DIFFICULT, breathing cold air, amel. (1)
82 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত চুলকানি DIFFICULT, breathing itching, with (1)
83 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, যখন নিচের দিকে ঝুঁকে DIFFICULT, breathing knocked down, when (1)
84 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কুজু অবস্থায় DIFFICULT, breathing kyphosis, in (24)
85 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, প্রত্যেক প্রসব বেদনার সময় DIFFICULT, breathing labor pain, with every (1)
86 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাসলে DIFFICULT, breathing laughing (7)
87 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, লালচে ঠোটের সহিত DIFFICULT, breathing lips, with redness of (1)
88 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কলিজায় সূচি বিদ্ধ অনুভূতির সহিত DIFFICULT, breathing liver, from stitches in (2)
89 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ফুসফুস প্রসারিত হতে পারে না DIFFICULT, breathing lung, cannot expand the (2)
90 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শয়ন করার সময় DIFFICULT, breathing lying, while (87)
91 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাতের কাজ করার সময় DIFFICULT, breathing manual, labour (6)
92 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাম রোগ চাপাপড়ার ফলে DIFFICULT, breathing measles, from suppressed (3)
93 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, অতিরজঃস্রাব চাপাপড়ার ফলে DIFFICULT, breathing menorrhagia, from being suppressed (1)
94 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঋতুস্রাবের সময় DIFFICULT, breathing menses, during (19)
95 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মানসিক পরিশ্রমে DIFFICULT, breathing mental, exertion (3)
96 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঋতু ব্যতীত রক্ত স্রাবের সহিত DIFFICULT, breathing metrorrhagia, with (1)
97 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যরাতে DIFFICULT, breathing midnight (8)
98 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, সকালে DIFFICULT, breathing morning (28)
99 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, নড়াচড়ায় DIFFICULT, breathing motion (41)
100 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পাহাড়ে উঠলে DIFFICULT, breathing mountains, in (5)
101 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসনালীর শ্লেষ্মার ফলে DIFFICULT, breathing mucus, in the trachea, from (15)
102 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বমি ভাবের সহিত DIFFICULT, breathing nausea, with (3)
103 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, স্নায়বিক কারণে DIFFICULT, breathing nervous causes, from (12)
104 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রাতে DIFFICULT, breathing night, during (95)
105 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রাত ১১ টায় DIFFICULT, breathing 11 p.m (3)
106 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যাহ্নে DIFFICULT, breathing noon (2)
107 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, নাকে অনুভূত হয় DIFFICULT, breathing nose, felt in (8)
108 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, নাক দিয়ে রক্ত ঝরার সহিত DIFFICULT, breathing nosebleed, with (9)
109 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গন্ধ ঘটিত DIFFICULT, breathing odor, caused by (4)
110 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁ করে শ্বাসগ্রহণের সহিত DIFFICULT, breathing open, mouth with inspiration (2)
111 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বেদনার সময় DIFFICULT, breathing pain, during (12)
112 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সময় বুক ধড়ফড় করে DIFFICULT, breathing palpitations, during (41)
113 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত DIFFICULT, breathing periodic attacks (6)
114 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার ফলে ঘর্ম DIFFICULT, breathing perspiration (7)
115 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শুয়োরের মাংস খাওয়ার পরে DIFFICULT, breathing pork, after (1)
116 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গর্ভধারণ অবস্থায় DIFFICULT, breathing pregnancy, during (5)
117 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মেরুদণ্ডে চাপবোধ হয় DIFFICULT, breathing pressing, on spine (1)
118 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলীতে চাপ লাগার সহিত DIFFICULT, breathing pressure, in stomach, with (1)
119 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, খোঁচামারার মত অনুভূতির সহিত DIFFICULT, breathing pricking, with (1)
120 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু উত্তোলন করলে বৃদ্ধি DIFFICULT, breathing raising, arms agg. (7)
121 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পড়াশোনা করার সময় DIFFICULT, breathing reading, while (2)
122 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বিশ্রামের ফলে DIFFICULT, breathing rest, from (1)
123 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কাঁধ পিছনের দিকে টানলে উপশম DIFFICULT, breathing retraction of shoulders, amel (3)
124 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হৃৎপিণ্ড সংক্রান্ত বাতরোগের ফলে DIFFICULT, breathing rheumatism of heart (8)
125 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, যানবাহনে পরিভ্রমণ করার সময় DIFFICULT, breathing riding, while (1)
126 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শোয়া বসা থেকে উঠার পরে DIFFICULT, breathing rising, after (1)
127 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দোলখেলে উপশম DIFFICULT, breathing rocking amel. (2)
128 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দৌড়ানোর পরে DIFFICULT, breathing running, after (3)
129 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, যৌনক্রিয়া করার সময় DIFFICULT, breathing sex, during (7)
130 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গান গাওয়ার সময় DIFFICULT, breathing singing, when (1)
131 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উদরে কিছু একটা ডুবে যাওয়ার অনুভূতির ফলে DIFFICULT, breathing sinking sensation in abdomen, from (1)
132 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বসে থাকলে DIFFICULT, breathing sitting (28)
133 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঘুমানোর সময় DIFFICULT, breathing sleep, during (31)
134 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ধোঁয়ার ফলে DIFFICULT, breathing smoke, as from (10)
135 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁচির সহিত DIFFICULT, breathing sneezing, with (3)
136 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, আক্ষেপিক DIFFICULT, breathing spasmodic (8)
137 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দ্রুত কথা বলার সময় DIFFICULT, breathing speaking, rapidly, when (1)
138 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, সোজা হয়ে দাঁড়াতে বাধ্য হয় DIFFICULT, breathing stand, compelled to stand erect (1)
139 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দাঁড়িয়ে থাকলে DIFFICULT, breathing standing (5)
140 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বক্ষাস্থিতে চাপ লাগার ফলে DIFFICULT, breathing sternum, from pressure on (7)
141 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উত্তেজক পদার্থে বৃদ্ধি DIFFICULT, breathing stimulants, agg. (1)
142 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলী থেকে যেন DIFFICULT, breathing stomach, as from (1)
143 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, মলত্যাগ করার সময় DIFFICULT, breathing stool, during (3)
144 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, অবনত হলে DIFFICULT, breathing stooping, on (13)
145 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঝড়ো আবহাওয়ায় DIFFICULT, breathing stormy weather (3)
146 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু ছড়িয় রাখলে উপশম DIFFICULT, breathing stretching arms apart amel. (1)
147 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হঠাৎ DIFFICULT, breathing sudden (5)
148 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, সালফারের ধোঁয়া যেন গ্রহণ করেছে DIFFICULT, breathing sulphur, as if he inhaled, fumes of (10)
149 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গ্রীষ্মকালে বৃদ্ধি DIFFICULT, breathing summer agg. (2)
150 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রাতের খাবার খাওয়ার সময় DIFFICULT, breathing supper, during (1)
151 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার পরে DIFFICULT, breathing after (4)
152 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উদ্ভেদ চাপাপড়ার ফলে DIFFICULT, breathing suppressed, eruptions, from (1)
153 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, ঢোকগেলায় DIFFICULT, breathing swallowing (7)
154 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কথা বলার পরে DIFFICULT, breathing talking, after (14)
155 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উদরোর্ধ টানবোধের সহিত DIFFICULT, breathing tension, in epigastrium, with (1)
156 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, গলগহ্বর সংকোচনকর অবস্থার ফলে DIFFICULT, breathing throat-pit, constriction, at (1)
157 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির পূর্বে DIFFICULT, breathing thunderstorm, before (3)
158 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত জিহ্বা লাল DIFFICULT, breathing tongue, with red (1)
159 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, স্বরযন্ত্র স্পর্শ করে DIFFICULT, breathing touching, larynx (3)
160 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, যক্ষ্মারোগের সময় DIFFICULT, breathing tuberculosis, in (3)
161 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বিছানায় মোড় ঘোড়লে DIFFICULT, breathing turning, in bed (3)
162 Breathing কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত ক্ষত DIFFICULT, breathing ulcer, with (1)
163 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বক্ষ অনাবৃত করলে উপশম DIFFICULT, breathing uncovering, chest amel. (1)
164 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, রক্তে অতিমাত্রায় ইউরিনের সহিত DIFFICULT, breathing uremia, with (1)
165 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, জরায়ুর স্থানচ্যুতির ফলে DIFFICULT, breathing uterine displacements, from (1)
166 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, শিরোঘূর্ণনের সহিত DIFFICULT, breathing vertigo, with (1)
167 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বিরক্তির পরে DIFFICULT, breathing vexation, after (2)
168 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, জাগ্রত হওয়ার সহিত DIFFICULT, breathing waking, with (50)
169 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁটাচলা DIFFICULT, breathing walking (61)
170 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, উষ্ণ পানিতে গোসল করলে DIFFICULT, breathing warm, bath (2)
171 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, পানিতে দাঁড়িয়ে থাকলে DIFFICULT, breathing water, when standing in (1)
172 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, দুর্বলতা DIFFICULT, breathing weakness (3)
173 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, আর্দ্র আবহাওয়া DIFFICULT, breathing wet weather (7)
174 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, বায়ুময়-ঝড়ো আবহাওয়ায় DIFFICULT, breathing windy, weather (2)
175 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, কাজের সময়ে DIFFICULT, breathing work, during (1)
176 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, লেখালেখি করার সময় DIFFICULT, breathing writing, while (3)
177 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া, হাইতোললে বৃদ্ধি DIFFICULT, breathing yawning, agg. (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *