ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৪ | Daily Study of Homeopathy

পাঠ -৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. স্বাস্থ্যের সংরক্ষক চিকিৎসক
এফোরিজম ৪: যে সকল কারণ স্বাস্থ্যের বিশৃঙ্খলা সৃষ্টি করে ও রোগের উৎপত্তি ঘটায়, সে সকল বিষয় থেকে মানুষকে বিরত রাখার জ্ঞান ও কৌশল সম্পর্কিত বিষয় চিকিৎসকের জানা থাকলে তিনি একজন স্বাস্থ্যের সংরক্ষক চিকিৎসক।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

19 ANTIMONIUM TARTARICUM [Ant-t]
Ant-t মানসিক লক্ষণ এন্টিম ক্রুডের মত।
Ant-t মুখমণ্ডল পাংশু, রুগ্ন, নাক সরু ও ছোট, চক্ষু কোটরাগত ও চোখের চারিদিকে কালিমা পরে, ঠোট বিবর্ণ ও কুঞ্চিত, মুখমণ্ডল শীতল, শীতল ঘর্ম।
Ant-t ঘন ঘন শ্বাস প্রশ্বাসসহ শ্বাসকষ্ট, কাশির সময় গলায় ঘর ঘর শব্দ হয়, মনে হয় বুকে অনেক শ্লেষ্মা জমে আছে কিন্তু উঠছেনা।
Ant-t রেগে গেলেই শিশুর কাশি হয়।
Ant-t অদম্য নিদ্রালুতা বা অচৈতন্য ভাব (প্রায় প্রত্যেক রোগেই হয়)।
Ant-t জিহ্বায় পাতলা সাদা ময়লা এবং তার দানাগুলো (প্যপিলি) অল্প অল্প লাল, জিহ্বার কিনারা লাল।
Ant-t বমি, ভয়ানক বমিভাব, অবসাদ, শীতল ও শরীরে ঘর্ম।
20 APIS MELLIFICA [Apis]
Apis মৌমাছি হুল ফুটালে যেরূপ জ্বালা যন্ত্রণা হয়, সেরূপ জ্বালা যন্ত্রণা, অত্যন্ত স্পর্শকাতরতা, রোগ লক্ষণ সমূহ তীব্র ও দ্রুতবেগে আসে।
Apis সমস্ত শরীরে বা চোখের নিচের পাতায় শোথ বা ফোলা।
Apis তৃষ্ণার অভাব, ঘামের অভাব, প্রস্রাবের পরিমাণ কম।
Apis অত্যন্ত বিমর্ষ ও অতি সহজেই কেঁদে ফেলে, যেন না কেঁদে থাকতে পারে না, খিটখিটে স্বভাব, অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল।
Apis কোন কাজ করতে গেলে হাতের জিনিস পরে যায়।
Apis ডিম্বকোষে থেঁৎলানো বেদনা।
21 APOCYNUM CANNABINUM [Apoc]
Apoc মাথা ভার লাগা অনুভূতি, তন্দ্রা ও দুর্বলতা অথবা ঘুম হলেও ভাল ঘুম হয় না।
Apoc শরীর যেন অলস ভাবে চলে, নাড়ী ধীরে ধীরে চলে, অসাড়ে প্রস্রাব হয়।
Apoc উপর পেটে খালি খালি অনুভূতি, সেজন্য দীর্ঘনিশ্বাস নিতে হয়।
Apoc পিপাসা আছে কিন্তু পানি পান করলেই বমি হয়।
Apoc বুকে চাপ অনুভূতি, বুক ধড়ফড়  করে  ও হৃদপিণ্ডের কাছে দুর্বলতা অনুভূত হয়।
Apoc নাড়ী দুর্বল, সবিরাম, অনিয়মিত ও ধীরগতি বিশিষ্ট।
22 ARGENTUM METALLICUM [Arg-m]
Arg-m উপাস্থিতে রস জমে স্থানে স্থানে কঠিন গুটলে হয়, নাক ও কানের উপাস্থি পুরু হয়ে যায়।
Arg-m শরীরের নানা স্থানে ক্ষত, উপাস্থিতে ক্ষত, ক্ষত হতে প্রচুর রস ঝরে, ক্ষতের উৎপত্তি স্থানে রস জমে শক্ত হয়ে যায়।
Arg-m সকল স্রাবের বর্ণ ছাইয়ের মত, ধুসর বর্ণ, ঘন ও চটচটে।
Arg-m চুলকাতে চুলকাতে শরীরের স্থানে স্থানে রক্ত বাহির করে ফেলে।
Arg-m দুপুরে ঠিক একই সময়ে ব্যথা সহ রোগের বহু উপসর্গ উপস্থিত হয়।
Arg-m চিত হয়ে শুয়ে থাকলে বুক ধড়ফড় করে।
Arg-m চুপচাপ বসে থাকলে পিঠ ও শরীরের বেদনা বৃদ্ধি হয় কিন্তু বেড়ালে উপশম।
Arg-m রোগীর গরম ভাল লাগে ও গরমে উপশম।
23 ARGENTUM NITRICUM [Arg-n]
Arg-n বিমর্ষ, ভাবপ্রবণ, সহজে রাগ হয়, মনে হয় যেন সময় অতি ধীরে ধীরে যায়, সব কাজে তাড়াতাড়ি করে, উঁচু বাড়ি দেখলে মাথা ঘোরে ও শরীর কাঁপে, উঁচু জায়গায় উঠলে ভয়।
Arg-n মিষ্টি খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, মিষ্টি খেলে বৃদ্ধি।
Arg-n পেট বায়ুতে পূর্ণ হয়ে গড়গড় শব্দ হতে থাকে ও কষ্টে উদগার উঠে।
Arg-n মল সবুজ ও আমযুক্ত অথবা কিছুক্ষণ থাকলে সবুজবর্ণ হয়ে যায়, মল সজোরে বাহির হয়।
Arg-n রোগী ডানপাশে শুইতে পারে না, শুইলে হৃদপিণ্ড কাঁপতে থাকে।
Arg-n জিহ্বায় ব্যথা, জিহ্বার ডগা লাল ও জিহ্বার উপরের দানাগুলি বেশ বড় বড়।
24 ARNICA MONTANA [Arn]
Arn আঘাত, পতন, চাপা লেগে থেঁৎলে যাওয়ার জন্য তরুণ বা পুরাতন উপসর্গে সর্বাপেক্ষা উপযোগী।
Arn শরীরে চোট লাগার মত কালশিরা পড়ে, আঘাতের দরুন রক্তস্রাব।
Arn সমস্ত শরীরে অত্যন্ত ব্যথা, স্পর্শ-ভীতি, কেহ তাকে স্পর্শ করুক তা চায় না, বিছানা শক্ত মনে হয়।
Arn মস্তক ও মুখমণ্ডল গরম কিন্তু শরীরের অন্যান্য অংশ শীতল।
Arn অচৈতন্য অবস্থায় অসাড়ে মল-মূত্র ত্যাগ, কথার জবাব দিতে দিতে পুনরায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে।
Arn জরায়ু প্রদেশে চোট লাগার মত বেদনা, রোগী সোজা হয়ে চলতে পারে না।

Mind অধ্যায়ের ১৫১ থেকে ২০০ পর্যন্ত মূল রুব্রিক:

151 Mind আত্মবিশ্বাস, অনুপস্থিত CONFIDENCE, lacking (86)
152 Mind আত্মবিশ্বাসী CONFIDENT (3)
153 Mind বিশ্বাসপরায়ণ CONFIDING (5)
154 Mind বিভ্রান্ত করে, বস্তু এবং ধারনা সম্পর্কে CONFOUNDING, objects and ideas (7)
155 Mind গুলিয়ে ফেলা CONFUSION (299)
156 Mind ন্যায়পরায়ণ CONSCIENTIOUS (51)
157 Mind সচেতনতা CONSCIOUSNESS (0)
158 Mind সান্ত্বনা CONSOLATION (0)
159 Mind ঘৃণা বা অবজ্ঞা করে CONTEMPTUOUS (41)
160 Mind পরিতুষ্টির অনুভূতি CONTENTED, feeling (32)
161 Mind তর্ক ও ঝগড়া করে CONTENTIONS (0)
162 Mind প্রতিবাদী স্বভাব CONTRADICT, disposition to (36)
163 Mind মতানৈক্য CONTRADICTION (72)
164 Mind পরস্পরবিরোধী, উদ্দেশ্যে ক্রিয়াকলাপ CONTRADICTORY, intentions are, to actions (6)
165 Mind প্রতিকুল আচারি CONTRARY (66)
166 Mind নিয়ন্ত্রণ- মানসিক নিয়ন্ত্রণের অভাব CONTROL, lack of emotional (17)
167 Mind কথোপকথন CONVERSATION (40)
168 Mind মল বা গোবর খাদক COPROPHAGIE (0)
169 Mind দুর্নীতিগ্রস্থ, অর্থলিপ্সু CORRUPT, venal (8)
170 Mind বিশ্বজনীন COSMOPOLITAN (0)
171 Mind গণনা করে, ক্রমাগতভাবে COUNTING, continually (4)
172 Mind দেশ, সম্পর্কে আগ্রহ COUNTRY, desire for the (9)
173 Mind সাহসী, নির্ভীক COURAGEOUS (28)
174 Mind অর্থলোলুপ COVETOUS (0)
175 Mind ভীরুতা COWARDICE (85)
176 Mind হামাগুড়ি দেয় CRAWLING (0)
177 Mind পাগলাটে, যেন যাচ্ছে CRAZY, as if going (11)
178 Mind সহজেই বিশ্বাস করে ফেলে CREDULOUS (5)
179 Mind মানসিক ও শারীরিক প্রতিবন্ধী CRETINISM (21)
180 Mind গুরুতর, ছিদ্রান্বেষী CRITICAL, censorious (76)
181 Mind কর্কশ, স্বভাব CROAKING, behavior (3)
182 Mind তর্ক করা, স্বভাব CROSS, disposition (6)
183 Mind মোরগের ডাকের মত শব্দ করে, স্বপ্নচারী অবস্থার পূর্বে CROWED, like a cock, before every spell of somnambulism (1)
184 Mind নিষ্ঠুরতা, অমানুষিকতা CRUELTY, inhumanity (29)
185 Mind ক্রন্দন করা CRYING (238)
186 Mind শাস্তিযোগ্যতা, নিদারুণ বেদনা বা যন্ত্রণা, হস্তমৈথুনের পর CULPABILITY, distressed by, after masturbations (1)
187 Mind ধূর্ত CUNNING (2)
188 Mind অভিসম্পাত দেয় CURSING (48)
189 Mind কাটা, অন্যদের অঙ্গহানি করতে চায় CUT, mutilate others, desires to (1)
190 Mind নৃত্য করার স্বভাব DANCING, behavior (31)
191 Mind অন্ধকারময়তা DARKNESS (27)
192 Mind দৈব্য স্বপ্ন DAY-dreams (19)
193 Mind সঠিক প্রতিক্রিয়া করার যোগ্যতার অভাব দিনে DAZED, for days (4)
194 Mind বধিরতার ভান করে DEAFNESS, pretended (1)
195 Mind মৃত্যু DEATH (0)
196 Mind লাম্পট্য DEBAUCH (5)
197 Mind প্রতারণা পরায়ণ DECEITFUL (30)
198 Mind প্রতারিত হওয়ার ফলে অপমানিত হয়ে দুর্দশা DECEPTION, causes grief and humiliation (12)
199 Mind ক্রিয়াকাণ্ড ও অনুভূতি এমন যে তিনি মহান কিছু করতে পারেন DEEDS, feels as if he could do great (2)
200 Mind বেপরোয়া অবাধ্য DEFIANT (27)

Abdomen অধ্যায়ের ২০৩ টি মূল রুব্রিক:

1 Abdomen ফোড়া, উদর ত্বকে ABSCESS (6)
2 Abdomen অবিরাম বেদনা ACHING, pain (0)
3 Abdomen উদরে কিছু লেগে থাকার অনুভূতি ADHESION, sensation (3)
4 Abdomen জীবন্ত কিছু, উদরে থাকার অনুভূতি ALIVE, sensation of something (29)
5 Abdomen অর্বুদ বা টিউমার উদরস্থ ধমনীর ANEURISM (2)
6 Abdomen দুশ্চিন্তা উদরে অনুভূত হয় ANXIETY, in (35)
7 Abdomen অমঙ্গল আশঙ্কার অনুভূতি উদরে APPREHENSION, sensation of (3)
8 Abdomen উদরী শোথ ASCITES, dropsy (86)
9 Abdomen নিদ্রিত যেন হাইপোকন্ড্রিয়া বা কুক্ষিদেশ ASLEEP, as if, about hypochondrium (1)
10 Abdomen বলের মত কিছু, গলা বেয়ে যেন উপর দিকে উঠে BALL, as if, ascending to throat (2)
11 Abdomen বন্ধনী, উদরের চারিদিকে BAND, around (1)
12 Abdomen লম্বা ও ভারী কিছু যেন রয়েছে BAR in, as if (1)
13 Abdomen নিম্নদিকে ঠেলামারা বেদনা, উদরে BEARING down, pain (12)
14 Abdomen রক্ত যেন উদর থকে পিঠের দিকে ধাবিত হচ্ছে BLOOD, flowed back into, as if (1)
15 Abdomen তক্তা বা কাঠ, আড়াআড়ি ভাবে নিম্ন উদরে রয়েছে, এমন অনুভূতি BOARD, across hypogastrium, sensation of (1)
16 Abdomen উদরের পার্শ্বদেশ, শক্ত বা ভাঁজ করতে অসমর্থতার, অনুভূতি BODY, stiff, sides sensations (1)
17 Abdomen লোমফোড়া, উদর ত্বকে BOILS (8)
18 Abdomen বুদবুদ উঠার অনুভূতি, উদরে BUBBLING, sensation (10)
19 Abdomen বাগী, উদর ত্বকে BUBO (41)
20 Abdomen জ্বালাকর বেদনা উদরে BURNING, pain (125)
21 Abdomen গর্ত করার মত বেদনা, উদরে BURROWING, pain (8)
22 Abdomen ফেটে যাওয়ার মত বেদনা, উদরে BURSTING, pain (10)
23 Abdomen ক্যান্সার, উদর আবরণে CANCER, omentum, of (1)
24 Abdomen নখ দিয়ে আঘাত করার মত বেদনা উদরে CLAWING, pain (11)
25 Abdomen বস্ত্রাবরন স্পর্শকাতর, উদরে CLOTHING, sensitive to (31)
26 Abdomen মুরগী ডাকার ন্যায় শব্দ, উদরে CLUCKING (14)
27 Abdomen মাকড়সার জাল অনুভূতি, উদরে COBWEB, sensation of (1)
28 Abdomen ঠাণ্ডায় স্পর্শকাতরতা, উদরে COLD, sensitive to (1)
29 Abdomen শীতলতা, উদরে COLDNESS (79)
30 Abdomen হিমাঙ্গ অবস্থা যেন, কোমর থেকে নিম্ন বস্থিদেশ পর্যন্ত COLLAPSE, as if body would, from waist to lower pelvis (1)
31 Abdomen চাপন (সঙ্কোচন, চেপে ধরা) অনুভূতি, বাহ্যিক উদরে আড়াআড়ি চাপের অনুভূতি COMPRESSION, sensation, pressing tranversely across external abdomen (1)
32 Abdomen জন্মগত মামড়ি যুক্ত আঁচিলের মত স্পর্শকাতর এবং ক্ষতকর, উদরে CONGENITAL growth, like a wart, scabby, sensitive and sore (1)
33 Abdomen রক্তাধিক্য বোধ, উদরে CONGESTION, feeling (1)
34 Abdomen সংকোচনকর, উদর CONSTRICTION, of (54)
35 Abdomen সংকোচিত, উদর CONTRACTION (46)
36 Abdomen খিঁচুনি বাহ্যিক, উদরে CONVULSION, external abdomen (1)
37 Abdomen আক্ষেপজনক বেদনা, উদরে CONVULSIVE, pain (12)
38 Abdomen গুহ্যদ্বার এবং নাভিকে যেন দড়ি দিয়ে বেধে রাকা হয়েছে এমন অনুভূতি, তার সহিত সামনের দিকে বাঁকা অবস্থা থেকে সোজা হলে কেটে যাওয়ার অনুভূতি CORD, as if, connecting, anus and navel, sensation of, with cutting on straightening up when bent forward (2)
39 Abdomen উদরে আচ্ছাদন বা কাপড় দিয়ে ঢেকে রাখলে বৃদ্ধি COVERING, agg. (3)
40 Abdomen কটকট এবং চড়চড় শব্দ, উদরে CRACKING, and crackling (2)
41 Abdomen ফাটা, উদরের উপরিভাগ CRACKS, on surface of abdomen (1)
42 Abdomen খিল ধরে, শরীর ঘুরালে CRAMP, turning body (1)
43 Abdomen খিলধরার মত (অবশ কর) বেদনা, উদরে CRAMPING, pain (231)
44 Abdomen গা ছমছমে, উষ্ণ অনুভূতি, এদিক ওদিক যায় CREEPING, warm sensation, runs over (1)
45 Abdomen কাটছে এমন বেদনা, উদরে CUTTING, pain (176)
46 Abdomen বিষণ্নতা, স্টার্নাম উপাস্থি হতে পিউবিস পর্যন্ত নালী ধারার মত বিষণ্ণতার অনুভূতি DEPRESSION, canal-like, from ensiform cartilage to pubes (1)
47 Abdomen ছাল ওঠা, উদর ত্বকের DESQUAMATION (2)
48 Abdomen উদরাময়, অনুভূতি মনে হয় যেন এখনি দেখা দিবে DIARRHEA, sensation as if, would come on (82)
49 Abdomen খনন করার মত বেদনা, উদরে DIGGING, pain (8)
50 Abdomen বেতালা অনুভূতি, উদরে DISAGREEABLE, sensation, in (4)
51 Abdomen স্রাব নির্গত হয়, নাভি হতে DISCHARGE, umbilicus, from (12)
52 Abdomen বর্ণ বিকৃতি, উদর ত্বকের DISCOLORATION (0)
53 Abdomen ফাঁপা বা ফোলা, উদর DISTENSION (198)
54 Abdomen টানতে থাকার মত বেদনা, উদরে DRAGGING, pain (82)
55 Abdomen টেনে ধরার মত বেদনা, উদরে DRAWING, pain (100)
56 Abdomen উদর যেন ঊর্ধ্ব দিকে আকৃষ্ট হচ্ছে DRAWN in, upper (1)
57 Abdomen শোথ বা ফোলা, উদর DROPSY (0)
58 Abdomen কালশিরা (গাড় লাল) রক্তপূর্ণ, উদরে ECCHYMOSIS (1)
59 Abdomen একজিমা, উদর ত্বকে ECZEMA (2)
60 Abdomen বিদ্যুৎ ঘাতের মত কিছু যেন উদরের মধ্যে দিয়ে যায় ELECTRIC shock passing through, like (1)
61 Abdomen উঁচু উঁচু স্থান, উদর ত্বকে ELEVATIONS (1)
62 Abdomen শীর্ণতা, উদর পেশীর EMACIATION, muscles of (2)
63 Abdomen শূন্যতাবোধ অনুভূতি, উদরে EMPTINESS, sensation (56)
64 Abdomen বৃহদাকার, উদর ENLARGED (25)
65 Abdomen উদ্ভেদ, উদর ত্বকে ERUPTIONS (18)
66 Abdomen ইরিসিপিলাস (বিসর্প), উদর ত্বকে ERYSIPELAS (3)
67 Abdomen ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, উদরের EXCORIATION (1)
68 Abdomen নিচে পড়ে যাওয়া অনুভূতি, উদর FALLING, down, sensation of (3)
69 Abdomen চর্বি, উদরে FAT (3)
70 Abdomen ভয় FEAR (0)
71 Abdomen পিঁপড়া চলে বেড়ানোর মত অনুভূতি, উদর ত্বকে FORMICATION, sensation (21)
72 Abdomen পূর্ণতা বোধ অনুভূতি, উদরে FULLNESS, sensation, of (134)
73 Abdomen পিত্তকোষ, সাধারণ GALLBLADDER, general (0)
74 Abdomen পচনশীল ক্ষত, উদর ত্বকে GANGRENE (5)
75 Abdomen গৌচার মোরবাস GAUCHER, morbus (1)
76 Abdomen গ্রন্থি GLANDS (0)
77 Abdomen চিবানোর মত বেদনা, উদরে GNAWING, pain (19)
78 Abdomen কাঁটা উদ্ভেদ, উদরে GOOSEBUMPS (2)
79 Abdomen গেঁটেবাত, স্থানান্তরণ হয়, উদরে GOUT, metastasis, to abdomen (2)
80 Abdomen গড়গড় শব্দ, উদরে GURGLING, in (70)
81 Abdomen মূত্রত্যাগের সময়, হাত দিয়ে উদরে চেপে ধরে HANDS, supports abdomen during urination (1)
82 Abdomen উদর ঝুলেপড়া অথবা পড়ে যাওয়া অনুভূতি HANGING, or falling down, as if (6)
83 Abdomen শক্তভাব, উদর HARDNESS, of (76)
84 Abdomen উত্তাপ উদরে HEAT, in (95)
85 Abdomen ভারবোধ অনুভূতি, উদরে HEAVINESS, sensation (76)
86 Abdomen ভারী কিছু যেন রয়েছে, পেটের বাম পার্শ্বে এমন অনুভূতি HEAVY, as if something lying on left side of (1)
87 Abdomen হার্নিয়া কুচকি স্থানে HERNIA, inguinal (40)
88 Abdomen হার্পিস সিমপ্লেক্স, উদরে HERPES, simplex (1)
89 Abdomen হার্পিস জোস্টার,  কোঁচ-দাদ, কোমর কুঁচকি ইত্যাদি জায়গার HERPES, zoster, shingles (9)
90 Abdomen উদর চেপে ধরতে বাধ্য হয় HOLD, must hold the abdomen (6)
91 Abdomen অবতল-গর্ত HOLLOW (0)
92 Abdomen গা কাটাদিয়ে উঠার মত অবস্থা, উদরে HORRIPILATION (0)
93 Abdomen হাইপারমিয়া বা উদরের ক্যাপিলারীতে রক্তাধিক্য HYPEREMIA (1)
94 Abdomen জন্ডিস, সদ্যোজাত শিশুদের ICTERUS, newborn (5)
95 Abdomen অসুস্থ অনুভূতি, উদরে ILL, sensation, as if (2)
96 Abdomen শ্বাস প্রশ্বাসের সময়, উদর প্রায় নড়েনা IMMOVABLE, almost, during respiration (1)
97 Abdomen নিষ্ক্রিয়তা, উদরের INACTIVITY (1)
98 Abdomen কাঠিন্য INDURATION (0)
99 Abdomen প্রদাহ, অন্ত্রপ্রদাহ INFLAMMATION, enteritis (0)
100 Abdomen কুঁচকির, গ্রন্থির অসুস্থতা INGUINAL, glands (0)
101 Abdomen চুলকানি, উদর ত্বকে ITCHING (43)
102 Abdomen ঝাঁকি দিয়ে উঠা বেদনা, উদরে JERKING, pain (4)
103 Abdomen দড়ির ন্যায় গাটগাট অনুভূতি, উদরে KNOTTY, sensation (2)
104 Abdomen প্রসব বেদনার মত বেদনা, উদরে LABOR-like, pain (6)
105 Abdomen বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা, উদরে LANCINATING, pain (19)
106 Abdomen কিছু উঠালে বৃদ্ধি LIFTING, agg. (1)
107 Abdomen চুন ফুটছে যেন, উদরে LIME boiling in, as if (1)
108 Abdomen কলিজা LIVER (0)
109 Abdomen ঘৃণাকর অনুভূতি, পাকস্থলীতে উদিত হয়, মধ্যরাতের পরে LOATHING, sensation, rising into stomach, after midnight (1)
110 Abdomen শিথিল-ঢিলা অনুভূতি, উদরে LOOSE sensation (2)
111 Abdomen পিণ্ড থাকার অনুভূতি, উদরে LUMP, sensation in (21)
112 Abdomen মধ্যান্ত্রিক, গ্রন্থি MESENTERIC, glands (0)
113 Abdomen নড়াচড়া করছে কিছু একটা, উদরে MOVEMENTS (91)
114 Abdomen স্নায়ুশুল প্রকৃতির বেদনা, উদরে NEURALGIC pain (2)
115 Abdomen গ্রন্থিগুল্ম, উদরে NODES (2)
116 Abdomen উদরের ভিতরে শব্দ NOISES, in (5)
117 Abdomen অসাড়তা, উদরের NUMBNESS (13)
118 Abdomen অত্যধিক অস্বস্থিবোধ, উদরে OPPRESSION (8)
119 Abdomen বেদনা, উদরে PAIN (223)
120 Abdomen অগ্ন্যাশয় PANCREAS (0)
121 Abdomen দোলায়মান অনুভূতি, উদরে PENDULOUS (8)
122 Abdomen নাভিতে যেন ছিদ্র রয়েছে, এমন অনুভূতি PERFORATION, umbilicus, sensation of (1)
123 Abdomen আবরণ ঝিল্লির প্রদাহ, অন্ত্রপ্রদাহ, উদরের PERITONITIS, enteritis (67)
124 Abdomen ঘাম, উদর ত্বকে PERSPIRATION (15)
125 Abdomen ছিপি দ্বারা বন্ধ করা অনুভূতি, নাভির পিছনের দিকে PLUG, umbilicus, sensation of, behind navel (1)
126 Abdomen পোর্টাল সিস্টেমে, রক্তাধিক্য PORTAL system, congestion (7)
127 Abdomen চাপতে ইচ্ছা, উদরে PRESS, desire to (3)
128 Abdomen চেপে ধরার মত বেদনা, উদরে PRESSING, pain (101)
129 Abdomen কাটা বা সুচ ফোটার মত অনুভূতি, উদরে PRICKLING, sensation (2)
130 Abdomen প্রসারিত অবস্থা, উদরের PROTRUSION (1)
131 Abdomen প্রসারিত অবস্থা, নাভিতে PROTRUSION protrusion, umbilicus (8)
132 Abdomen মাংসাঙ্কুর, নাভিতে PROUD flesh, umbilicus (1)
133 Abdomen স্পন্দিত হওয়া, উদর PULSATION (47)
134 Abdomen ঠেলে দেওয়া ভিতর দিকে PUSHING, in (1)
135 Abdomen ফুসকুড়ি হয় উদর ত্বকে, ঋতুস্রাবের পূর্বে RASH, menses, before (2)
136 Abdomen নিরুত্তেজ অনুভূতি, উদরে RELAXED, feeling (22)
137 Abdomen অস্থিরতা, উদরে RESTLESSNESS (55)
138 Abdomen ভিতরদিকে আকর্ষণ, উদর RETRACTION (55)
139 Abdomen বাতজ বেদনা, উদরে RHEUMATIC pain (3)
140 Abdomen কাঠিন্যতা, উদরের বাম পার্শ্বে RIGIDITY, side left (1)
141 Abdomen দাদ, উদর ত্বকে RINGWORM (4)
142 Abdomen বর্ধনশীল অনুভূতি, উদরে RISING, sensation (0)
143 Abdomen গড়াচ্ছে কিছু, এমন অনুভূতি ROLLING, something, in (1)
144 Abdomen অসমতা উদরের গঠনে ROUGHNESS (1)
145 Abdomen উদরে হাত বোলানো বা ঘর্ষণ করা RUBS, abdomen (7)
146 Abdomen গুড়গুড়-গজরানি RUMBLING (0)
147 Abdomen স্পর্শকাতরতা, উদর ত্বকে SENSITIVE, skin, of (8)
148 Abdomen পানি ঝাঁকি দেয়ার মত অনুভূতি, উদরে SHAKING, of (5)
149 Abdomen তীক্ষ্ণ বেদনা, উদরে SHARP, pain (108)
150 Abdomen প্রচণ্ড  আঘাত লাগা অনুভূতি, উদরে SHOCKS (15)
151 Abdomen উদর পেশী যেন ছোট SHORT, as if muscles to short (1)
152 Abdomen কোঁকড়ান, অথবা খাজ কাটা আকৃতির, উদর ত্বক SHRIVELED, or wilted appearance (1)
153 Abdomen থরথর কম্পন অনুভূতি, উদরে SHUDDERING, in (2)
154 Abdomen কোমল উদর SOFT (9)
155 Abdomen উদরস্থ স্নায়ুজালিকা, আক্রান্ত SOLAR PLEXUS, affected (8)
156 Abdomen ক্ষতকর বা স্পর্শ কাতর বেদনা, উদরে SORE, pain (157)
157 Abdomen আক্ষেপ, উদর পেশীর SPASMS, muscle (15)
158 Abdomen প্লীহা SPLEEN (0)
159 Abdomen হাইপোকন্ড্রিয়াতে স্পঞ্জের মত অনুভূতি, কখনো ডানে কখনো বামে SPONGE, in hypochondria, sensation of, alternating sides (1)
160 Abdomen স্প্রিং খুলে গেছে এরূপ অনুভূতি, বাম হাইপোকন্ড্রিয়াতে SPRING, hypochondria, sensation as if a, were unrolled in left (1)
161 Abdomen ছুরি দিয়ে আঘাত করছে এমন অনুভূতি উদরে STABBING, knife, as with a (1)
162 Abdomen অনমনীয় ভাব, উদরের STIFFNESS (4)
163 Abdomen হুল ফুটার ন্যায় বেদনা, উদরে STINGING, pain (14)
164 Abdomen নড়েউঠা অনুভূতি, উদরে STIRRED up, sensation (1)
165 Abdomen পাথর থাকার অনুভূতি, উদরে STONE, in, sensation of (11)
166 Abdomen বন্ধ হয়ে যাওয়া অনুভূতি উদরের কার্যক্রম STOPPED, sensation (17)
167 Abdomen দড়ির মত কিছু উদরে STRING, about (1)
168 Abdomen লাঠির মাথা দিয়ে আঘাত করছে এমন অনুভূতি উদরে STRUCK, sensation as if, pointed stick, as by a (1)
169 Abdomen খাবার খেলে উদরে অতিভোজন অনুভূতি হয় STUFFED sensation, from food (2)
170 Abdomen পুঁজ হওয়া অনুভূতি, উদরে SUPPURATION, sensation of (2)
171 Abdomen পানি পড়ার মত অনুভূতি, উদরে SWASHING (11)
172 Abdomen শক্ত স্ফীতি, হাইপোকন্ড্রিয়াতে SWELLING, hypochondria, hard (1)
173 Abdomen ক্ষয়রোগ যক্ষ্মারোগ মধ্যান্ত্রিক TABES mesenterica, tuberculosis (24)
174 Abdomen ছিন্নকর বেদনা, উদরে TEARING, pain (61)
175 Abdomen স্পর্শকাতর বেদনা, চাপলে TENDERNESS, pressure, to (2)
176 Abdomen চাপা উত্তেজনা বা টান টান ভাব, উদরে TENSION (111)
177 Abdomen সুতা যেন দ্রুত নড়াচড়া করছে এমন অনুভূতি, উদরে THREAD, sensation, moving rapidly (1)
178 Abdomen সুড়সুড়কর অনুভূতি উদরে, যেন সবেগে উপর দিকে ধাবিত হয় TICKLING, sensation, shoots upward through (1)
179 Abdomen ঝিনঝিন কর অনুভূতি, উদরে TINGLING, sensation (1)
180 Abdomen কম্পিত উদর TREMBLING (19)
181 Abdomen ক্ষুদ্র স্ফীতি, রেখাকৃতির, উদর ত্বকে TUBERCLES, linear (1)
182 Abdomen অর্বুদ, টিউমার, উদরে TUMORS (1)
183 Abdomen ঘোর-পাক খাওয়া অনুভূতি, উদরে TURNING, sensation (6)
184 Abdomen টনটনকর বেদনা, উদরে TWINGING, pain (14)
185 Abdomen মোচড়ানো বেদনা, উদরে TWISTING, pain (38)
186 Abdomen আকস্মিক টান এবং ঝাঁকি দিয়ে উঠা, উদরে TWITCHING and jerking, of (31)
187 Abdomen জ্বর বিকার উদর সংক্রান্ত TYPHUS abdominalis (3)
188 Abdomen ক্ষত, উদর ত্বকে ULCERS (19)
189 Abdomen নাভি স্থানের অসুস্থতা UMBILICUS, ailments in region of (13)
190 Abdomen অনিশ্চয়তার অনুভূতি, উদরে UNCERTAINTY, feeling of (3)
191 Abdomen ঢেউ খেলান অনুভূতি, উদরে UNDULATING, sensation (1)
192 Abdomen অসমতল উদর ত্বক UNEVEN (1)
193 Abdomen তাড়ন বা বেগ, উদরে URGING (3)
194 Abdomen আমবাত উদর ত্বকে URTICARIA (2)
195 Abdomen শিরা ফোলা, উদরের VEINS, distended (31)
196 Abdomen ফোস্কা উদর ত্বকে VESICLES (7)
197 Abdomen উদর যেন ঠাণ্ডা পানিতে পরিপূর্ণ WATER, cold, as if seated in, as far as abdomen (1)
198 Abdomen দুর্বলতা বোধ উদরে WEAKNESS, sense of (36)
199 Abdomen নিম্ন উদর ভারী হয়ে যেন পড়ে যাবে, এমন অনুভূতি, শ্বাস গ্রহণের ফলে WEIGHT, hypogastrium, falling, sensation of, on inspiration (1)
200 Abdomen চক্রাকারে ঘোরার অনুভূতি, উদরে WHIRLING, senation of (1)
201 Abdomen শিস দেয়া শব্দ, উদরে WHISTLING (2)
202 Abdomen মোচড়ানোর মত WRENCHING (1)
203 Abdomen মোচড় খাওয়া অনুভূতি, উদরে WRITHING, sense of (4)

Diseases – CANCER এর ৭৪ টি সাব রুব্রিক:

1 Diseases ক্যান্সার (১২৩) CANCER, general (123)
2 Diseases ক্যান্সার,  উদরের ওমেন্টাম পর্দায় ক্যান্সার (১) CANCER, general,  abdomen, cancer of omentum (1)
3 Diseases ক্যান্সার,  মলদ্বারে ক্যান্সার (২) CANCER, general,  anus, cancer (2)
4 Diseases ক্যান্সার,  বগলে ক্যান্সার (৪) CANCER, general,  axilla, cancer (4)
5 Diseases ক্যান্সার,  মূত্রস্থলীতে ক্যান্সার (২) CANCER, general,  bladder, cancer (2)
6 Diseases ক্যান্সার,  অস্থিতে ক্যান্সার (৮) CANCER, general,  bone, cancer (8)
7 Diseases ক্যান্সার,  ব্রেইনে ক্যান্সার (৩২) CANCER, general,  brain, cancer (32)
8 Diseases ক্যান্সার,  স্তনে ক্যান্সার (৭০) CANCER, general,  breast, cancer (70)
9 Diseases ক্যান্সার,  জরায়ুর সার্ভিক্সে ক্যান্সার (১০) CANCER, general,  cervix, cancer of uterine cervix (10)
10 Diseases ক্যান্সার,  কেমোথেরাপি ঔষধের পার্শ প্রতিক্রিয়া (৬) CANCER, general,  chemotherapy, drugs, for side effects (6)
11 Diseases ক্যান্সার,  কণ্ঠাস্থির ক্যান্সার, ফাঙ্গাস হেমাটুডস (১) CANCER, general,  clavicles, cancer, fungus haematodes (1)
12 Diseases ক্যান্সার,  কোলইড ক্যান্সার  (২) CANCER, general,  colloid, cancer (2)
13 Diseases ক্যান্সার,  কোলন ক্যান্সার (০) CANCER, general,  colon, cancer (0)
14 Diseases ক্যান্সার,  থেতলে যাওয়ার পরে ক্যান্সার (৪) CANCER, general,  contusions, cancer after (4)
15 Diseases ক্যান্সার,  ভ্রান্ত ধারণা যে তার ক্যান্সার হয়েছে (৪) CANCER, general,  delusion, of having cancer (4)
16 Diseases ক্যান্সার,  অপসারণের পরে পুনরায় ক্যান্সার হতে থাকে (২) CANCER, general,  deposits, removal of, cancer after (2)
17 Diseases ক্যান্সার,  ডিউডেনামে ক্যান্সার (০) CANCER, general,  duodenum, cancer (0)
18 Diseases ক্যান্সার,  শীর্ণতার সহিত ক্যান্সার (৮) CANCER, general,  emaciation, with cancer (8)
19 Diseases ক্যান্সার,  ইপিথেলিওমা (৪২) CANCER, general,  epithelioma (42)
20 Diseases ক্যান্সার,  খাদ্যনালীতে ক্যান্সার (৩) CANCER, general,  esophagus, cancer (3)
21 Diseases ক্যান্সার,  চোখে ক্যান্সার (১৩) CANCER, general,  eyes, cancer (13)
22 Diseases ক্যান্সার,  মুখমণ্ডলে ক্যান্সার (১৬) CANCER, general,  face, cancer (16)
23 Diseases ক্যান্সার,  ফাঙ্গাস হেমাটুডস (২০) CANCER, general,  fungus, haematodes (20)
24 Diseases ক্যান্সার,  স্ত্রী জননান্দ্রিয়ে ক্যান্সার (৪১) CANCER, general,  genitalia, cancer, female (41)
25 Diseases ক্যান্সার,  পুরুষ জননান্দ্রিয়ে ক্যান্সার (৯) CANCER, general,  genitalia, cancer, male (9)
26 Diseases ক্যান্সার,  গ্রন্থিতে ক্যান্সার (১৫) CANCER, general,  glands, cancer (15)
27 Diseases ক্যান্সার,  হডকিংস রোগ (২৩) CANCER, general,  hodgkin’s disease (23)
28 Diseases ক্যান্সার,  আঘাতের পরে ক্যান্সার (৫) CANCER, general,  injury, cancer after (5)
29 Diseases ক্যান্সার,  কোলন ক্যান্সার (১২) CANCER, general,  intestines, cancer, colon (12)
30 Diseases ক্যান্সার,  চোয়ালে ক্যান্সার (১৩) CANCER, general,  jaw, cancer (13)
31 Diseases ক্যান্সার,  স্বরযন্ত্রের ক্যান্সার (১৬) CANCER, general,  larynx, cancer (16)
32 Diseases ক্যান্সার,  ব্লাড ক্যান্সার (৩৭) CANCER, general,  leukemia, blood (37)
33 Diseases ক্যান্সার,  ঠোটে ক্যান্সার (২৭) CANCER, general,  lips, cancer (27)
34 Diseases ক্যান্সার,  কলিজায় ক্যান্সার (১৫) CANCER, general,  liver, cancer (15)
35 Diseases ক্যান্সার,  ফুসফুসে ক্যান্সার (৫) CANCER, general,  lungs, cancer (5)
36 Diseases ক্যান্সার,  লুপাস চর্মরোগ, ক্যান্সার ঘটিত (৩৮) CANCER, general,  lupus, carcinomatous (38)
37 Diseases ক্যান্সার,  লসিকা গ্রন্থির ক্যান্সার (২২) CANCER, general,  lymphoma, lymphatic glands, cancer (22)
38 Diseases ক্যান্সার,  মেলিনমা (৭) CANCER, general,  melanoma (7)
39 Diseases ক্যান্সার,  ক্যান্সার মায়াজম (৬) CANCER, general,  miasm, cancer (6)
40 Diseases ক্যান্সার,  মুখের তালুর ক্যান্সার (২) CANCER, general,  mouth, cancer, palate (2)
41 Diseases ক্যান্সার,  ঘাড়ের ক্যান্সার (৫) CANCER, general,  neck, cancer (5)
42 Diseases ক্যান্সার,  নোমা ক্যান্সার (১৩) CANCER, general,  noma, cancer (13)
43 Diseases ক্যান্সার,  নাকের ক্যান্সার (১৩) CANCER, general,  nose, cancer (13)
44 Diseases ক্যান্সার,  ডিম্বকোষের ক্যান্সার (৮) CANCER, general,  ovaries, cancer (8)
45 Diseases ক্যান্সার,  ক্যান্সারের ফলে ব্যথা (২৯) CANCER, general,  pains, from cancer (29)
46 Diseases ক্যান্সার,  তালুতে ক্যান্সার (২) CANCER, general,  palate, cancer (2)
47 Diseases ক্যান্সার,  অগ্ন্যাশয়ে ক্যান্সার (৫) CANCER, general,  pancreas, cancer (5)
48 Diseases ক্যান্সার,  কর্নমূল গ্রন্থির ক্যান্সার (২) CANCER, general,  parotid, cancer (2)
49 Diseases ক্যান্সার,  লিঙ্গ মুণ্ডে উপমাংশ ও তাতে ক্যান্সার (৪) CANCER, general,  penis, cancer, glans, epithelioma on excrescences (4)
50 Diseases ক্যান্সার,  অস্থি আবরকের ক্যান্সার (৩) CANCER, general,  periosteum, cancer (3)
51 Diseases ক্যান্সার,  ফেরিংসে ক্যান্সার (১) CANCER, general,  pharynx, cancer (1)
52 Diseases ক্যান্সার,  প্রস্টেটে ক্যান্সার (১২) CANCER, general,  prostate, cancer (12)
53 Diseases ক্যান্সার,  পাইলোরাসে ক্যান্সার (০) CANCER, general,  pylorus, cancer (0)
54 Diseases ক্যান্সার,  তেজস্ক্রিয় রশ্মির পার্শ প্রতিক্রিয়ায় অসুস্থতা (১১) CANCER, general,  radiation, sickness, for side effects (11)
55 Diseases ক্যান্সার,  সরলান্ত্রের ক্যান্সার (১৭) CANCER, general,  rectum, cancer (17)
56 Diseases ক্যান্সার,  সারকোমা কাটিস (১৯) CANCER, general,  sarcoma, cutis (19)
57 Diseases ক্যান্সার,  ক্যান্সারের পুরাতন ক্ষতচিহ্ন (৩) CANCER, general,  scars, cancer in old (3)
58 Diseases ক্যান্সার,  সাইরাস ক্যান্সার (২৮) CANCER, general,  scirrhus, cancer (28)
59 Diseases ক্যান্সার,  অণ্ডথলিতে ক্যান্সার (৫) CANCER, general,  scrotum, cancer (5)
60 Diseases ক্যান্সার,  চামড়ায় ইপিথেলিওমা ক্যান্সার (৫৭) CANCER, general,  skin, cancer, epithelioma (57)
61 Diseases ক্যান্সার,  ধূমপানের ফলে ক্যান্সার (৫) CANCER, general,  smoking, cancer from tobacco (5)
62 Diseases ক্যান্সার,  প্লীহায় ক্যান্সার (৩) CANCER, general,  spleen, cancer (3)
63 Diseases ক্যান্সার,  বক্ষাস্থিতে ক্যান্সার (১) CANCER, general,  sternum, cancer (1)
64 Diseases ক্যান্সার,  পাকস্থলীতে ক্যান্সার (৩৮) CANCER, general,  stomach, cancer (38)
65 Diseases ক্যান্সার,  নিম্ননুস্থ গ্রন্থিতে ক্যান্সার (৪) CANCER, general,  submaxillary glands, cancer (4)
66 Diseases ক্যান্সার,  অপারেশন করার পরে ক্যান্সার (৪) CANCER, general,  surgery, for cancer, after (4)
67 Diseases ক্যান্সার,  অণ্ডকোষের ক্যান্সার (৯) CANCER, general,  testes, cancer (9)
68 Diseases ক্যান্সার,  গলদেশে ক্যান্সার (৩) CANCER, general,  throat, cancer (3)
69 Diseases ক্যান্সার,  থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার (১) CANCER, general,  thyroid, cancer (1)
70 Diseases ক্যান্সার,  জিহ্বায় ক্যান্সার (২৭) CANCER, general,  tongue, cancer (27)
71 Diseases ক্যান্সার,  ক্ষত, ক্যানসার রোগাক্রান্ত (৭১) CANCER, general,  ulcers, cancerous (71)
72 Diseases ক্যান্সার,  জরায়ুর ক্যান্সার (৬২) CANCER, general,  uterus, cancer (62)
73 Diseases ক্যান্সার,  যোনি পথের ক্যান্সার (৩) CANCER, general,  vagina, cancer (3)
74 Diseases ক্যান্সার,  দুর্বলতার সহিত ক্যান্সার (১০) CANCER, general,  weakness, with cancer (10)

Diseases – TUMORS এর ২৪ টি সাব রুব্রিক:

1 Diseases টিউমার (০) TUMORS, general (0)
2 Diseases টিউমার,  উদরীর সহিত (১) TUMORS, general,  ascites, with (1)
3 Diseases টিউমার,  এনজিওমা, ফাঙ্গাস হেমাটুড, হেমানজিওমা (২৪) TUMORS, general,  angioma, fungus hematodes, hemangioma (24)
4 Diseases টিউমার,  এথেরমা, স্টেটোমা (৩৬) TUMORS, general,  atheroma, steatoma (36)
5 Diseases টিউমার,  অস্থির মত, প্রস্ফিত (৬) TUMORS, general,  bone-like, protuberances (6)
6 Diseases টিউমার,  ব্রেইন টিউমার (৩২) TUMORS, general,  brain, encephaloma (32)
7 Diseases টিউমার,  জ্বালাকর (৩) TUMORS, general,  burning (3)
8 Diseases টিউমার,  কোলইড (৩) TUMORS, general,  colloid (3)
9 Diseases টিউমার,  ক্রমসুক্ষ্মাগ্র যুক্ত (৬) TUMORS, general,  conical, acuminate (6)
10 Diseases টিউমার,  পুঁজকোষ যুক্ত (৩৪) TUMORS, general,  cystic (34)
11 Diseases টিউমার,  অস্থিমজ্জার টিউমার (৫) TUMORS, general,  enchondroma (5)
12 Diseases টিউমার,  কৌষিক অর্বুদ (২) TUMORS, general,  epithelioma (2)
13 Diseases টিউমার,  মাড়িতে অর্বুদ (৩) TUMORS, general,  epulis (3)
14 Diseases টিউমার,  ইরেকটাইল (৪) TUMORS, general,  erectile (4)
15 Diseases টিউমার,  ফাইবরইড (৩৩) TUMORS, general,  fibroid (33)
16 Diseases টিউমার,  ছত্রাকের মত (৬) TUMORS, general,  fungus, like (6)
17 Diseases টিউমার,  গ্যাংগলিয়ন (১৯) TUMORS, general,  ganglion (19)
18 Diseases টিউমার,  মেদার্বুদ, চর্বিময় (১৪) TUMORS, general,  lipoma, fatty (14)
19 Diseases টিউমার,  নেভাস (৩৩) TUMORS, general,  nevus (33)
20 Diseases টিউমার,  নিউরোমা (৫) TUMORS, general,  neuroma (5)
21 Diseases টিউমার,  নোমা (২৩) TUMORS, general,  noma (23)
22 Diseases টিউমার,  অস্টিওমা (১) TUMORS, general,  osteoma (1)
23 Diseases টিউমার,  পেপিল্লোমেটা (৫) TUMORS, general,  papillomata (5)
24 Diseases টিউমার,  সারকোমা, কাটিস (১৯) TUMORS, general,  sarcoma, cutis (19)

Ears – DISCHARGES এর ৪০ টি সাব রুব্রিক:

1 Ears স্রাব (৯৩) DISCHARGES (93)
2 Ears স্রাব, রক্ত (২৪) DISCHARGES, blood (24)
3 Ears স্রাব, রক্ত মিশ্রিত (৪১) DISCHARGES, bloody (41)
4 Ears স্রাব, বাদামী বর্ণের (৫) DISCHARGES, brownish (5)
5 Ears স্রাব, পনিরের মতো (২) DISCHARGES, cheesy (2)
6 Ears স্রাব, অনেক দিন ধরে (৩) DISCHARGES, chronic (3)
7 Ears স্রাব, পরিষ্কার (১) DISCHARGES, clear (1)
8 Ears স্রাব, ঠাণ্ডার প্রভাবে বৃদ্ধি (১) DISCHARGES, cold, exposure to, agg. (1)
9 Ears স্রাব, প্রচুর পরিমানে (৩) DISCHARGES, copious (3)
10 Ears স্রাব, ক্ষয় হওয়ার উপক্রম হয় (৯) DISCHARGES, decay, threatening (9)
11 Ears স্রাব, কানের খইল (১২) DISCHARGES, earwax (12)
12 Ears স্রাব, উদ্ভেদ চাপাপড়ার পরে (২) DISCHARGES, eruption, suppressed, after (2)
13 Ears স্রাব, প্রতি সপ্তম দিনে (১) DISCHARGES, every, seven days (1)
14 Ears স্রাব, হ্যাজাকর (১৩) DISCHARGES, excoriating (13)
15 Ears স্রাব, পূতিগন্ধময় (২৬) DISCHARGES, fetid (26)
16 Ears স্রাব, গোস্তের রঙের (৩) DISCHARGES, flesh colored (3)
17 Ears স্রাব, আঠাল চটচটে (৪) DISCHARGES, gluey, sticky (4)
18 Ears স্রাব, সবুজ (৬) DISCHARGES, green (6)
19 Ears স্রাব, গরম যেন (১) DISCHARGES, hot, as if (1)
20 Ears স্রাব, লালার মত (১১) DISCHARGES, ichorous (11)
21 Ears স্রাব, বাম পার্শে (৪) DISCHARGES, left (4)
22 Ears স্রাব, হাম রোগের পরে (১০) DISCHARGES, measles, after (10)
23 Ears স্রাব, শ্লেষ্মাময় (২) DISCHARGES, mucous (2)
24 Ears স্রাব, রাতে (১) DISCHARGES, night (1)
25 Ears স্রাব, দুর্গন্ধ যুক্ত (৪৩) DISCHARGES, offensive (43)
26 Ears স্রাব, বেদনাদায়ক (৩) DISCHARGES, painful (3)
27 Ears স্রাব, নির্দিষ্ট সময়ে আগত,  প্রতি সপ্তম দিনে (১) DISCHARGES, periodic every seventh day (1)
28 Ears স্রাব, পুজের ন্যায় বা পুঁজযুক্ত (৬০) DISCHARGES, purulent (60)
29 Ears স্রাব, ডান কানে (৬) DISCHARGES, right (6)
30 Ears স্রাব, আরক্তিম জ্বরের পরে (২০) DISCHARGES, scarlet fever, after (20)
31 Ears স্রাব, যেন রয়েছে এমন অনুভূতি (১০) DISCHARGES, sensation of (10)
32 Ears স্রাবের, পরিণতি (১৫) DISCHARGES, sequelae (15)
33 Ears স্রাব, রক্তমস্তুপূর্ণ (৩) DISCHARGES, serous (3)
34 Ears স্রাব, চাপাপড়া (১৪) DISCHARGES, suppressed (14)
35 Ears স্রাব, ঘন (১৩) DISCHARGES, thick (13)
36 Ears স্রাব, তরল  (১১) DISCHARGES, thin (11)
37 Ears স্রাব, পানিসিক্ত (১১) DISCHARGES, watery (11)
38 Ears স্রাব, সাদা (৪) DISCHARGES, white (4)
39 Ears স্রাব, হলুদ বর্ণের (১৭) DISCHARGES, yellow (17)
40 Ears স্রাব, হলদে-সবুজ (৬) DISCHARGES, yellowish-green (6)

Ears – EARWAX এর ১৭ টি সাব রুব্রিক:

1 Ears কানের খইল (বর্ধিত) (৩৩) EARWAX (increased) (33)
2 Ears কানের খইল, কালো (২) EARWAX, black (2)
3 Ears কানের খইল, বাদামী বর্ণের (২) EARWAX, brown (2)
4 Ears কানের খইল, শুষ্ক (৫) EARWAX, dry (5)
5 Ears কানের খইল, বিকৃত আকারের (১) EARWAX, foul (1)
6 Ears কানের খইল, শক্ত (৬) EARWAX, hard (6)
7 Ears কানের খইল, বিবর্ণ (১) EARWAX, pale (1)
8 Ears কানের খইল, পুজের ন্যায় বা পুঁজযুক্ত (২) EARWAX, purulent (2)
9 Ears কানের খইল, লাল (৩) EARWAX, red (3)
10 Ears কানের খইল, লালচে (১) EARWAX, reddish (1)
11 Ears কানের খইল, পচা কাগজের মত (১) EARWAX, rotten paper, like (1)
12 Ears কানের খইল, কোমল (১) EARWAX, soft (1)
13 Ears কানের খইল, ঘন (২) EARWAX, thick (2)
14 Ears কানের খইল, তরল  (১৩) EARWAX, thin (13)
15 Ears কানের খইল, হয়না (৮) EARWAX, wanting (8)
16 Ears কানের খইল, সাদাটে (৪) EARWAX, whitish (4)
17 Ears কানের খইল, হলুদ বর্ণের (৩) EARWAX, yellow (3)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *