ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৬ | Daily Study of Homeopathy

পাঠ -৬

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. লক্ষণ সমষ্টি।
এফোরিজম ৬: সমষ্টিগত লক্ষণই রোগের সর্বাত্মক পরিচয় বহন করে।
এফোরিজম ৭: আরোগ্য করতে হলে চিকিৎসকের প্রয়োজন লক্ষণ সমষ্টিকে দূর করা।
এফোরিজম ৮: যদি সকল রোগ লক্ষণ দূরীভূত হয় তা হলে আভ্যন্তরীণ রোগও নিরাময় হয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

31 AURUM METALLICUM [Aur]
Aur মানসিক বিষণ্ণতা, আত্মহত্যা করবার অদম্য ইচ্ছা, রোগী সর্বদাই যেন নৈরাশ্যের সমুদ্রে ডুবে থাকে, জীবন তার বোঝা মনে হয়, মৃত্যু হলেই যেন বাঁচে, খিটখিটে মেজাজ।
Aur উপদংশ বা পারদের অপব্যবহার জনিত অস্থির বা হাড়ের রোগ, অস্থিতে বেদনা, রাত্রে বৃদ্ধি।
Aur নাকের ভিতর ক্ষত (ওজিনা)।
Aur মস্তকের চুল উঠে যায়, বিশেষত উপদংশ হেতু।
Aur বয়ঃসন্ধি বালিকার মুখে অত্যন্ত দুর্গন্ধ।
Aur শরীরের ভিতরে গরম কিন্তু বাহিরে ঠাণ্ডা অনুভূতি।
32 AURUM MURIATICUM NATRONATUM [Aur-m-n]
Aur-m-n জিহ্বায় আঁচিল।
Aur-m-n একশিরা (Orchitis) বা অণ্ডকোষের বীচির স্ফীতি, বিশেষত বাম অণ্ডকোষের বীচি অসম্ভব রূপে ফুলে গেলে এটা ‍উপকারী।
Aur-m-n ওভেরি ফুলে বর হয়ে ওঠে।
Aur-m-n হিস্টিরিয়া, জরায়ু নিচে নেমে আসে, জরায়ু বড় বা বাল্কি, জরায়ু প্রদাহ ও কোন অংশ ফুলে শক্ত হয়ে যায়, প্রদাহ ও ফোলার জন্য জরায়ুর মুখে ক্ষত।
Aur-m-n মাতার উপদংশ দোষ থাকলে এটা ব্যবহারে সন্তান দোষ হতে রক্ষা পায়।
Aur-m-n প্রতিবার একই সময়ে গর্ভপাত।
33 AVENA SATIVA [Aven]
Aven যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন, শিক্ষক, ব্যবসায়ী ও যারা তরুণ ব্যাধিতে ভুগে ও মানসিক উদ্বেগ হেতু দুর্বলও রক্তহীন হয়ে পড়েছেন, তাদের পক্ষে বিশেষ উপযোগী।
Aven স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা, ধাতুদৌর্বল্য প্রভৃতি ব্যাধিতে যারা ভুগছেন তাদের পক্ষে একটি মহোপকারী ঔষধ।
Aven অত্যন্ত ইন্দ্রিয়সেবা, হস্তমৈথুন ও মানসিক অবসন্নতার ইতিহাস থাকলে, অনিদ্রাতে বিশেষ উপযোগিতার সহিত ব্যবহৃত হয়।
Aven স্ত্রীলোকদের ডিম্বকোষ এবং পুরুষদের ধাতুসংক্রান্ত নানাবিধ গোলযোগ।
Aven মর্ফিয়া ও তামাকের অভ্যাস দূরীকরণে এটি যথেষ্ট সহায়তা করে থাকে।
34 BACILLINUM BURNETT [Bac]
Bac লক্ষণ সমূহ পরিবর্তনশীল অর্থাৎ রোগীর মগজ, ফুসফুস, কলিজা, প্লীহা, স্নায়ুবিধান ইত্যাদি একেক সময় একেক স্থানে আক্রান্ত হয়।
Bac লক্ষণ হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়।
Bac সহজেই সর্দি লাগে, খুব সাবধানে থাকলেও রক্ষা নাই, কেমন করে যে সর্দি লাগে, তা রোগী নিজেই ঠিক বুঝতে পারে না।
Bac রোগী দিন দিন রোগা হয়ে হতে থাকে। বেশ খায় দায় অথচ রোগা হয়ে যায়।
Bac ঘাড়ের গ্রন্থিগুলি (গ্লান্ড) বড় ও তাতে ব্যথা।
Bac চোখের পাতার ধারে একজিমা বা কাউর ঘা।
35 BAPTISIA TINCTORIA [Bapt]
Bapt অনুভূতিশক্তির গোলযোগ, রোগীকে দেখলে মাতালের মত মনে হয়, চোখ মুখ টসটসে দেখায়, কখনো কখনো চোখ মুখ বসে যায়।
Bapt বেশীর ভাগ সময় তন্দ্রালুতা থাকে, জাগিয়ে কোন কথা জিজ্ঞাসা করলে, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে।
Bapt রোগী কুকুরের মত জড়সড় হয়ে বিছানার একপাশে শুয়ে থাকে, রোগী মনে করে সে যেন দুজন হয়ে গেছে, শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি বিছানার উপর আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছে, সে জন্য হাত দিয়ে একত্রিত করতে চায়।
Bapt মুখ হতে মলদ্বার পর্যন্ত শ্লৈষ্মিক ঝিল্লীতে ক্ষত হয়, সে জন্য শ্বাস-প্রশ্বাস, মল-মূত্র এমন কি ঘামে পর্যন্ত তীব্র দুর্গন্ধ হয়।
Bapt যে পাশে শুয়ে থাকে সেই পাশ মনে হয় থেঁৎলিয়ে গেছে, কিছুদিন রোগে ভুগার পরই অত্যন্ত দুর্বল হয়ে পড়ে ও কাঁপে।
36 BARYTA CARB [Bar-c]
Bar-c খর্বাকৃতি, বুদ্ধি অত্যন্ত মোটা, স্মৃতিশক্তি দুর্বল, পড়াশুনায় অমনোযোগী।
Bar-c অকাল বার্ধক্য, বয়সের অনুপাতে শিশুর দৈহিক পুষ্টি ও মানসিক উন্নতির অভাব।
Bar-c অপরিচিত লোক দেখে ভয়, সে জন্য লুকিয়ে থাকে, খেলা ধূলা পছন্দ করে না।
Bar-c দেরীতে হাঁটতে ও কথা বলতে শেখে, অঙ্গ প্রত্যঙ্গ ও পেশী দুর্বল এবং অস্থি অপুষ্ট বলে দেরীতে হাঁটতে শেখে।
Bar-c শরীরের নানাস্থানের যথা ঘাড়, বগল, কুঁচকি ও পেটের গ্রন্থি বড় ও শক্ত হয়।
Bar-c মুখমণ্ডলে যেন ডিমের সাদা অংশ মাখান আছে এরূপ অনুভূতি।
Bar-c সর্দি প্রবণ, সর্বদা শীত শীত অনুভূতি করে, ঠাণ্ডা সহ্য হয়না, গায়ে কাপড় জড়িয়ে রাখে।

Mind অধ্যায়ের ২৫১ থেকে ৩০০ পর্যন্ত মূল রুব্রিক:

251 Mind খাবার খাওয়া EATING (8)
252 Mind আহার করে, প্রয়োজনের চেয়ে আরো বেশি EATS, more than should (5)
253 Mind খামখেয়ালীপনা পাগলাটে আচরণ ECCENTRIC, behavior (55)
254 Mind পরমানন্দ ECSTASY (60)
255 Mind শিক্ষা গ্রহণে অনীহা EDUCATION, averse to (1)
256 Mind অভিমান করার ফলে অসুস্থতা EGOTISM, ailments, from (11)
257 Mind আত্মম্ভরি, অহংকারী EGOTISTICAL, haughty (52)
258 Mind উৎফুল্ল হওয়া, মানসিকভাবে ELATED, state of mind (6)
259 Mind সুরুচি পূর্ণতার অভাব ELEGANCE, lack of (10)
260 Mind উদারতা, মানসিক ELEVATION, mental (4)
261 Mind বাকপটু ELOQUENT (2)
262 Mind বিব্রত হবার, অনুভূতি EMBARRASSMENT, feelings of (11)
263 Mind তিক্ত করে, উত্তেজিত করে EMBITTERED, exasperated (10)
264 Mind আলিঙ্গন করে EMBRACES (0)
265 Mind আবেগ EMOTIONS (0)
266 Mind শূন্যতাবোধ, অনুভূতি EMPTINESS, sensation (7)
267 Mind শত্রু, মনে করে সবাইকে ENEMY, thinks everyone is the (6)
268 Mind মানসিক ক্লান্তি ENNUI (0)
269 Mind পরিবেশের তারতম্য, মানসিকভাবে খুব সংবেদনশীল ENVIRONMENT, mentally oversensitive to (5)
270 Mind প্রতিযোগিতামূলক হিংসা ENVY (21)
271 Mind খেয়ালী স্বভাব ERRATIC, behavior (46)
272 Mind ভ্রান্ত ধারনা ERRONEOUS, notions (5)
273 Mind অব্যাহতি পাওয়ার প্রচেষ্টা করে ESCAPE, attempts to (61)
274 Mind বিচ্ছিন্ন, তার পরিবার হতে, এমনটি মনে হয় ESTRANGED, feels, from her family (21)
275 Mind কুশল এবং আনন্দ, চঞ্চল অবস্থা EUPHORIA (13)
276 Mind বলপূর্বক অসংগত দাবি করে EXACTING, too (4)
277 Mind পদমর্যাদায় উন্নতিসাধন, রাজনীতিতে EXALTATION, politics (2)
278 Mind উত্তেজনা EXCITEMENT (269)
279 Mind একচেটিয়া EXCLUSIVE, too (3)
280 Mind কার্য সম্পাদন করার মানসিক ক্ষমতা হারিয়েছে, মাত্রাতিরিক্ত সংবেদনশীলতার ফলে EXECUTION, mental, lost as the result of overpowering visual sensations (1)
281 Mind দৈহিক পরিশ্রমে, মানসিক উপসর্গের উপশম EXERCISE, mental symptoms amel. by physical (5)
282 Mind পরিশ্রম EXERTION (129)
283 Mind নির্জীবতা EXHAUSTION (206)
284 Mind অশ্লীল ভাবে দেহকে অনাবৃত করণ EXHIBITIONISM (2)
285 Mind প্রাণবন্ত ভাব EXHILARATION (80)
286 Mind অকপট, জাহির করে EXPANSIVE, too demonstrative (3)
287 Mind কথার ব্যাখ্যা করে অবিরত, প্রসবান্তিক বাতিক-পাগলামি অবস্থায় EXPLAINING, constantly, in puerperal mania (1)
288 Mind স্বীয় মনোভাবাদি প্রকাশ করার ইচ্ছা EXPRESS oneself, desires to (2)
289 Mind সীমালঙ্ঘন EXTRAVAGANCE (17)
290 Mind বহির্মুখ ব্যক্তি EXTROVERTED (9)
291 Mind প্রাণোচ্ছল EXUBERANCE (17)
292 Mind উল্লাস পূর্ণ EXULTANT (1)
293 Mind চোখ বন্ধ করলে বৃদ্ধি EYES, closing, agg. (3)
294 Mind মুখ ভঙ্গি করে অদ্ভুত ভাবে FACES, makes, strange (5)
295 Mind ধর্মান্ধতা FANATICISM (7)
296 Mind অলিক কল্পনা FANTASIES (0)
297 Mind দূরবর্তী, ভবিষ্যতের অনীহা ও অযত্নের অনুভূতি FAR AWAY, feeling, with apathy and indifference to future (1)
298 Mind খুঁতখুঁতে FASTIDIOUS (25)
299 Mind ছিদ্রান্বেষী স্বভাব FAULTFINDING, disposition (11)
300 Mind ভয় FEAR (242)

Back অধ্যায়ের ১৩৩ টি মূল রুব্রিক:

1 Back ফোড়া ABSCESS (10)
2 Back অবিরাম বেদনা ACHING (175)
3 Back ব্রণ ACNE (4)
4 Back বাতাস, ঘাড়ের উপরে বাতাস লাগা সহ্য করতে পারে না AIR, cannot bear a draft of, on nape (3)
5 Back এনকলসিং স্পন্ডিলাইটিস ANKLOSING spondylitis (10)
6 Back নিদ্রিত অনুভূতি, পিঠের ডানাতে ASLEEP, sensation, scapula (1)
7 Back পিঠের রোগ আরোগ্যকারী ঔষধ BACK, remedies (71)
8 Back ভারী দণ্ড যেন রয়েছে, পিঠে BAR, feeling as though a, in the back (2)
9 Back বিফিডা মেরুদণ্ডীয় BIFIDA, spinal (0)
10 Back রক্ত লাম্বারে অতিরিক্ত রক্তাধিক্য BLOOD, lumbar, extravasation of, in (1)
11 Back নীলচে, পিঠের ডান পার্শ্বে BLUISH, right side of back (1)
12 Back লোমফোড়া BOILS (17)
13 Back ছিদ্র করার মত বেদনা BORING, pain (16)
14 Back ভাঙ্গা লাম্বার, যেন পিঠ ভেঙ্গে গেছে BREAK, lumbar, as though the back will (11)
15 Back ভাঙ্গা BROKEN (22)
16 Back বাদামি দাগ কাঁধে BROWN, spots on shoulders (1)
17 Back বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation in (4)
18 Back জ্বালাকর বেদনা BURNING, pain (83)
19 Back গর্ত করার মত বেদনা, লাম্বারে BURROWING, pain, lumbar (2)
20 Back ফেটে যাওয়ার মত বেদনা, উভয় কাঁধের মধ্যখানে BURSTING, pain, between shoulders (1)
21 Back দুষ্টব্রণ-বিস্ফোটক CARBUNCLE (5)
22 Back নখাঘাত বেদনা CLAWING, pain (1)
23 Back শীতলতা COLDNESS (141)
24 Back সংকোচক বেদনা COMPRESSING, pain (1)
25 Back সংকোচনকর, অথবা বন্ধনী CONSTRICTION, or band (16)
26 Back চেপে সংকোচন করছে CONSTRINGING (5)
27 Back সঙ্কুচিত বেদনা CONTRACTING, pain (8)
28 Back সংকোচন CONTRACTION (4)
29 Back কটকট করে লাম্বারে CRACKING, lumbar (5)
30 Back খিল ধরা CRAMP (17)
31 Back পিষ্ট করছে যেন, লাম্বার রিজন CRUSHED, as though, lumbar region (3)
32 Back বক্রতা মেরুদণ্ডের CURVATURE of spine (30)
33 Back কাটছে CUTTING (37)
34 Back ক্ষয়প্রাপ্ত মেরুদণ্ড DECAY, of, spine (20)
35 Back খনন করার মত বেদনা DIGGING, pain (4)
36 Back মেরুদণ্ডের খণ্ডের অস্বাভাবিকতা, কশেরুকার স্খলন বা ভাঙ্গন DISKS, syndrome, slipped or ruptured vertebrae (14)
37 Back স্থানচ্যুত কশেরুকা DISLOCATIONS, of vertebrae (15)
38 Back টানতে থাকার মত বেদনা DRAGGING, pain (3)
39 Back টেনে ধরার মত বেদনা DRAWING, pain (95)
40 Back রক্তপূর্ণ কালশিটে লাম্বারে ECCHYMOSIS, lumbar (2)
41 Back একজিমা ECZEMA (3)
42 Back শীর্ণতা EMACIATION (4)
43 Back সম্মুখবক্র টংকার EMPROSTHOTONOS (4)
44 Back উদ্ভেদ ERUPTIONS (55)
45 Back ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (6)
46 Back পড়ে যাওয়া, ফসকে যাওয়া অনুভূতি, শক্ত করে বেধে রাখলে উপশম FALLING apart sensation, relieved by bandaging tightly (1)
47 Back নালী ক্ষত FISTULA (6)
48 Back স্রোত প্রবাহ অনুভূতি, ডান পিঠের ডানায় FLOWING sensation, scapula, right (1)
49 Back দাপাদাপি বা ডানা ঝাপটানোর মত অবস্থা, লাম্বারে FLUTTERING, lumbar (2)
50 Back সুড়সুড়ি লাগা FORMICATION (51)
51 Back চিবানোর মত বেদনা GNAWING, pain (5)
52 Back গুড়গুড়-গজরানি মেরুদণ্ডে GRUMBLING, spine (1)
53 Back চুল পিঠে HAIR, on back (1)
54 Back উত্তাপ ভিতরে HEAT, in (61)
55 Back ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation, weight (45)
56 Back হার্পিস সিমপ্লেক্স HERPES, simplex (7)
57 Back অতিসংবেদনশীলতা চামড়ায় HYPERSENSITIVE, skin (4)
58 Back ইমপেটিগো IMPETIGO (4)
59 Back প্রদাহ INFLAMMATION (42)
60 Back আঘাত লাগা INJURIES (24)
61 Back উপদাহ IRRITATION (85)
62 Back চুলকানি ITCHING (73)
63 Back ঝাঁকি দিয়ে উঠা JERKING (1)
64 Back প্রসব বেদনার মত বেদনা LABOR-like, pain (15)
65 Back খোঁড়ামি বেদনা LAMENESS, pain (43)
66 Back বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (17)
67 Back কিছু উঠানোর ফলে অসুস্থতা LIFTING, ailments from (11)
68 Back পিণ্ড থাকার অনুভূতি LUMP, sensation of, in (7)
69 Back পিণ্ড, থোরাসিকের মধ্যবর্তী স্থানে LUMPS, thoracic, middle of (2)
70 Back ইঁদুর যেন পিঠের উপর দিয়ে দৌরাচ্ছে MOUSE, as if a, running up the back (1)
71 Back নড়াচড়া করে মুরগী ডাকার ন্যায় শব্দ বাম পার্শ্বে MOVEMENTS, clucking, left side (1)
72 Back সুচ হিমশীতল সূচ থাকার অনুভূতি NEEDLES, icy, sensation, in (2)
73 Back গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি বেদনা শূন্য লাল NODULES, painless, red (1)
74 Back অসাড়তা NUMBNESS (20)
75 Back পশ্চাৎ বক্রতা OPISTHOTONOS (53)
76 Back চাপবোধ পিঠের ডানার মধ্যবর্তী স্থানে OPPRESSION, between scapula (1)
77 Back বেদনা PAIN (217)
78 Back পক্ষাঘাত পিঠের পেশীতে PARALYSIS, muscles of back (6)
79 Back ঘাম PERSPIRATION (41)
80 Back পলিপস POLYPS (3)
81 Back পোটস রোগ POTT’S disease (0)
82 Back চেপে ধরার মত বেদনা PRESSING, pain (75)
83 Back কাটা বা সুচ ফোটার মত অনুভূতি PRICKLING, sensation (9)
84 Back সোরিয়াসিস তালিতালি দাগ যুক্ত PSORIASIS, patches (3)
85 Back স্পন্দিত PULSATING (34)
86 Back ফুসকুড়ি RASH (7)
87 Back অস্থিরতা লাম্বারে RESTLESSNESS, lumbar (4)
88 Back বাতজ বেদনা RHEUMATIC, pain (56)
89 Back স্পর্শকাতর দুই কশেরুকার মধ্যবর্তী স্থানে SENSITIVE, between vertebrae (2)
90 Back তীক্ষ্ণ বেদনা SHARP, pain (133)
91 Back কম্পন SHIVERING (55)
92 Back বিদ্যুৎঘাতের অনুভূতি মেরুদণ্ড বরাবর SHOCKS, electric like, spine, along (4)
93 Back কোমলতা প্রাপ্তি মেরুদণ্ডীয় রগ SOFTENING, spinal cord (18)
94 Back শক্ত যেন ত্রিকাস্থি SOLID, as if, sacrum (1)
95 Back প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE (93)
96 Back আক্ষেপিক টেনে ধরার মত অনুভূতি উভয় কাঁধের মধ্যখানে সকালে SPASMODIC, drawing, sensation between shoulders, morning (4)
97 Back আক্ষেপ SPASMS (29)
98 Back মেরুদণ্ডীয় বিফিডা SPINAL bifida (25)
99 Back দাগ চামড়ায় SPOTS, skin (9)
100 Back মচকানো যেন SPRAINED, as if (19)
101 Back শক্তভাব STIFFNESS (98)
102 Back আঘাত করে যেন একটি হাতুড়ি দিয়ে, শক্ত কিছু দিয়ে চেপে ধরলে উপশম STRUCK, with a hammer, as if, pressing against something hard amel. (1)
103 Back স্ফীতি থুরাসিকে SWELLING, thoracic, of (8)
104 Back ছিন্নকর বেদনা TEARING, pain (58)
105 Back টানবোধ TENSION (34)
106 Back সুতা যেন বিস্তৃত হয়, অঙ্গপ্রত্যঙ্গে THREADS, as if extending to limbs (1)
107 Back ধুকধুককর বেদনা, লাম্বারে THROBBING, pain, lumbar (5)
108 Back বিদ্ধ করা হুল ফুটার ন্যায় ব্যথা THRUSTS, stinging (1)
109 Back সুড়সুড়করণ বেদনা TICKLING, pain (1)
110 Back কম্পিত TREMBLING (6)
111 Back ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (7)
112 Back যক্ষ্মারোগ কশেরুকার অথবা পোটস রোগ TUBERCULOSIS, of vertebrae, or Pott’s disease (9)
113 Back অর্বুদ পুঁজকোষ TUMORS, cyst (1)
114 Back আকস্মিক টান TWITCHING (19)
115 Back ক্ষত ULCERS (2)
116 Back অস্বস্থি বোধ তার সহিত অবসাদ UNEASINESS, prostration, with (1)
117 Back মূত্রত্যাগ করার সময় পিঠে বেদনা URINATION, backache, during (8)
118 Back আমবাত URTICARIA (4)
119 Back টিকা গ্রহণের পরে পিঠের বেদনা VACCINATION, backache after (1)
120 Back বসন্তরোগ VARIOLA (2)
121 Back কশেরুকা VERTEBRAE (0)
122 Back ফোস্কা VESICLES (14)
123 Back অনুকম্পন, শ্বাস বন্ধ করলে ভালো লাগে VIBRATION, better by expulsion of wind (1)
124 Back সঞ্চরণশীল বেদনা WANDERING, pains (4)
125 Back উষ্ণ বাষ্প, যেন মেরুদণ্ড দিয়ে মাথায় যায় WARM, sense of warm air steaming up spine into head (2)
126 Back আঁচিল WARTS (3)
127 Back ঢেউয়ের মত বেদনা, ডান পার্শ্বের ট্রেপিজিয়াস মাসেলে WAVE like, pain, up right trapezius (0)
128 Back দুর্বল WEAK (95)
129 Back ক্লান্তিভাব পিঠে WEARINESS, back, in (19)
130 Back ভিজা অনুভূতি যেন ভিজা কাপড় রয়েছে WET, sensation, as if clothes are (1)
131 Back বায়ু যেন প্রবাহিত হয় এমন অনুভূতি, লাম্বার রিজনে WIND, sensation, as if blowing, lumbar region (2)
132 Back কাঠের মত কিছু দিয়ে আড়াআড়ি ভাবে টানা আছে, এমন অনুভূতি WOOD, stretched across, sensation, as if (1)
133 Back ক্ষত মেরুদণ্ডীয় WOUNDS, spinal (5)

Bones অধ্যায়ের ৮০ টি মূল রুব্রিক:

1 Bones ফোড়া ABSCESS (19)
2 Bones অবিরাম বেদনা ACHING, pain (26)
3 Bones অস্থির স্পার্স BONE spurs (21)
4 Bones হাড়ের রোগ আরোগ্যকারী ঔষধ BONES, remedies (48)
5 Bones ছিদ্র করার মত বেদনা BORING, pain (33)
6 Bones ভঙ্গুর হাড় BRITTLE, bones (9)
7 Bones ভাঙ্গা হাড় BROKEN, bones (0)
8 Bones থেঁতলানোবৎ বেদনা BRUISED, pain (8)
9 Bones জ্বালাকর বেদনা BURNING, pain (31)
10 Bones ক্যান্সার CANCER, of (8)
11 Bones ঠাণ্ডা অনুভূতি COLD, sensation, in (16)
12 Bones সংকোচনকর বেদনা CONSTRICTING, pain (1)
13 Bones সংকোচনকর CONSTRICTION (26)
14 Bones গা ছমছমে বেদনা CREEPING, pain (4)
15 Bones ভেঙে টুকরো টুকরো হওয়া অস্থি CRUMBLE off, pieces of bone (1)
16 Bones বক্রতা হাড়ের CURVATURE, of bones (17)
17 Bones কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (3)
18 Bones ক্ষয়প্রাপ্ত DECAY (76)
19 Bones ক্রমবিকাশ DEVELOPMENT (0)
20 Bones খনন করার মত বেদনা DIGGING, pain (13)
21 Bones স্থানচ্যুত, মনে হয় যেন সংযোগ থেকে সরে গেছে, নিজ হাতে যথাস্থানে বসিয়ে দেয় DISLOCATED, feel as if out of joint, in getting up shakes herself to get them in place (1)
22 Bones টেনে ধরার মত বেদনা DRAWING, pain (12)
23 Bones এপিফাইসিসের উপরে কার্যকরী EPIPHYSIS, acts on (2)
24 Bones অস্থি বৃদ্ধি বা অর্বুদ EXOSTOSES (14)
25 Bones নালীক্ষত, হাড়ে FISTULA, of bones (16)
26 Bones সুড়সুড়ি লাগা FORMICATION (23)
27 Bones পূর্ণতাবোধ FULLNESS (2)
28 Bones চিবানোর মত বেদনা GNAWING, pain (18)
29 Bones বর্ধনশীল বেদনা GROWING pains (12)
30 Bones ক্রমবৃদ্ধি খুব দ্রুত GROWTH, too fast (9)
31 Bones ভারী অনুভূতি HEAVY, sensation, in (0)
32 Bones প্রদাহ হাড়ের INFLAMMATION, bones (46)
33 Bones আঘাত লাগা INJURIES (38)
34 Bones ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (22)
35 Bones অস্থি মজ্জার দুর্বলতা MARROW, weakness of bone (3)
36 Bones অস্থি পচন NECROSIS (25)
37 Bones অসগোড শ্লাটার্স ডিজিস OSGOOD-schlatter’s disease (2)
38 Bones অস্থি প্রদাহ, ক্রনিক বিকৃত ও বৃহদাকার অস্থি রোগ OSTEITIS, deformans, paget’s disease (1)
39 Bones অস্থির গঠন বা বৃদ্ধি ত্রুটিপূর্ণ OSTEOGENSIS, imperfecta (3)
40 Bones ভিটামিন ডি এর অভাবে অস্থির কোমলতা প্রাপ্তি OSTEOMALACIA, softening of (45)
41 Bones অস্থির প্রদাহ OSTEOMYELITIS (12)
42 Bones অস্টিওপরোসিস ভঙ্গুর হাড় OSTEOPOROSIS, brittle bones (7)
43 Bones বেদনা PAIN (104)
44 Bones বাত ব্যাধিসংক্রান্ত বেদনা PARALYTIC, pain (18)
45 Bones অস্থি আবরকের রোগ আরোগ্যকারী ঔষধ PERIOSTEUM, remedies (28)
46 Bones অস্থিবেষ্ট প্রদাহ PERIOSTITIS (30)
47 Bones চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (10)
48 Bones চেপে ধরার মত বেদনা PRESSING, pain (48)
49 Bones স্পন্দিত হওয়া আভ্যন্তরিকভাবে PULSATION, internally (14)
50 Bones বাতরোগ, হাড়ে RHEUMATISM of bones (3)
51 Bones ভিটামিন ডি এর অভাবে শিশুর হাড় অপুষ্টি জনিত রোগ বিশেষ RICKETS (49)
52 Bones চাঁচার মত বেদনা SCRAPING, pain (8)
53 Bones স্পর্শকাতর SENSITIVE (29)
54 Bones তীক্ষ্ণ বেদনা SHARP, pain (59)
55 Bones তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (1)
56 Bones একুইট যন্ত্রণাকর বেদনা, রাতে SMARTING, pain, at night (1)
57 Bones প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (49)
58 Bones কশেরুকা প্রক্রিয়ার অসুস্থতা SPINOUS processes, diseased (1)
59 Bones হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (3)
60 Bones হুল ফুটার ন্যায় বেদনা, অস্থি আবরকে, শীতল বাতাসে আরো খারাপ অবস্থা stinging, periosteum, boring, worse in cool air (1)
61 Bones সুচবিদ্ধবৎ STITCHES, in (18)
62 Bones অতিরিক্ত সংখ্যক SUPERNUMERARY (1)
63 Bones পুঁজ হওয়া SUPPURATION (12)
64 Bones শিরনসন্ধি বরাবর আক্রান্ত SUTURES, affected along (2)
65 Bones স্ফীতি SWELLING (46)
66 Bones ফোলা-স্ফীতি অনুভূতি SWOLLEN, sensation (8)
67 Bones সিফিলিসের ফলে অস্থিতে অসুস্থতা SYPHILIS, bone ailments from (7)
68 Bones ছিন্নকর বেদনা TEARING, pain (82)
69 Bones ছিন্নকর অস্থি আবরক tearing, periosteum (4)
70 Bones টানবোধ TENSION (18)
71 Bones ঘন হতে ঘনতর হওয়া অস্থি আবরক, তার সহিত গণ্ডমালা রোগ ও পায়ের উপরে ক্ষত THICKENING, periosteum, with scrofulous ulcer on leg (1)
72 Bones ধুঁক ধুঁক করে THROBBING (2)
73 Bones ঝিনঝিনকর অস্থি আবরক TINGLING, periosteum (1)
74 Bones যক্ষ্মারোগ হাড়ে TUBERCULOSIS, of bones (4)
75 Bones নলাকৃতি হাড় আক্রান্ত TUBULAR bones, affected (2)
76 Bones অর্বুদ হাড়ে TUMORS, bones (21)
77 Bones ক্ষতসৃষ্টি, মার্করিয়-সিফিলিস জাত ULCERATION, mercurio-syphilitic (1)
78 Bones ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (11)
79 Bones ক্ষত, পারদ অপব্যবহারের পর ULCERS, after abuse of mercury (1)
80 Bones দুর্বল হাড় WEAK, bones (44)

Female – AMENORRHEA এর ৭ টি সাব রুব্রিক:

1 Female ঋতুস্রাব অনুপস্থিত AMENORRHEA (menses absent)  (168)
2 Female ঋতুস্রাব অনুপস্থিত, অল্পবয়স্ক বালিকাদের AMENORRHEA girls, in young (2)
3 Female ঋতুস্রাব অনুপস্থিত, স্তনে দুধ আসার সহিত AMENORRHEA milk in breasts, with (2)
4 Female ঋতুস্রাব অনুপস্থিত, শুধুমাত্র ঋতুস্রাব হওয়ার চাপ অনুভূত হয় AMENORRHEA molimen only (5)
5 Female ঋতুস্রাব অনুপস্থিত, যৌনক্রিয়া করার ইচ্ছা অনুপস্থিত AMENORRHEA sexual desire absent (2)
6 Female ঋতুস্রাব অনুপস্থিত, মানসিক ও শারীরিক স্ট্রেইনের পড়ে AMENORRHEA strain, after psychical and physical (2)
7 Female ঋতুস্রাব অনুপস্থিত, অতি দুর্বল স্ত্রীলোকের AMENORRHEA women, in, feeble (3)

Female – BLEEDING metrorrhagia এর ৯৬ টি সাব রুব্রিক:

1 Female রক্তপাত BLEEDING, metrorrhagia (185)
2 Female রক্তপাত, ঝাঁঝালো BLEEDING, acrid (2)
3 Female রক্তপাত, সক্রিয় BLEEDING, active (23)
4 Female রক্তপাতের সহিত পর্যায়ক্রমে ছোট ছোট শ্বাস গ্রহণ বা শ্বাসকষ্ট BLEEDING, alternating, with dyspnea (1)
5 Female রক্তপাত, রক্তাল্পতার সহিত BLEEDING, anemia, with (11)
6 Female রক্তপাত, রাগ হওয়ার পরে BLEEDING, anger, after (4)
7 Female রক্তপাত, জরায়ুর পেশীর দুর্বলতার ফলে BLEEDING, atony, from uterine (5)
8 Female রক্তপাত, পিঠের বেদনার সহিত বসলে এবং চাপলে উপশম BLEEDING, backache, with, amel. by pressure and sitting (1)
9 Female রক্তপাত, দুই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে BLEEDING, between, the menstrual periods (39)
10 Female রক্তপাত, কালো BLEEDING, black (27)
11 Female রক্তপাত, শিশুকে স্তন্যপান করানোর সময় BLEEDING, breast-feeding, the child, when (4)
12 Female রক্তপাত, উজ্জ্বল লাল BLEEDING, bright, red (32)
13 Female রক্তপাত, বহুদিনের রোগাক্রান্ত শীর্ণ মহিলাদের BLEEDING, cachectic females, in (1)
14 Female রক্তপাত, ক্যান্সারে আক্রান্ত হয়ে BLEEDING, cancerous affections, in (5)
15 Female রক্তপাত, জরায়ু মুখ হতে সহজেই রক্তপাত, হয় BLEEDING, cervix, bleeding easily (8)
16 Female রক্তপাত, ক্যামোমিলার চা পান করার ফলে BLEEDING, chamomile, tea, from (2)
17 Female রক্তপাত, রক্তের রঙ ও প্রবাহ পরিবর্তনশীল BLEEDING, changeable in color and flow (1)
18 Female রক্তপাত, পুরাতন BLEEDING, chronic (2)
19 Female রক্তপাত, জমাট বাঁধা BLEEDING, coagulated (42)
20 Female রক্তপাত, দেহে শীতলতার সহিত BLEEDING, coldness of body, with (4)
21 Female রক্তপাত, হঠাৎ করে শুরু হয় এবং হঠাৎ করে বিরত হয় BLEEDING, comes, suddenly and ceases suddenly (1)
22 Female রক্তপাত, একটানা BLEEDING, continuous (19)
23 Female রক্তপাত, আক্ষেপের সহিত BLEEDING, convulsions, with (4)
24 Female রক্তপাত, কিউরেটেজ ব্যবহারের ফলে BLEEDING, curettage, from (2)
25 Female রক্তপাত, শুধুমাত্র দিনে BLEEDING, daytime, only (1)
26 Female রক্তপাত, কালচে রক্ত BLEEDING, dark, blood (32)
27 Female রক্তপাত, কালচে ক্লোট (ডেলা) মিশ্রিত BLEEDING, dark, clots, mixed with (11)
28 Female রক্তপাত, জরায়ু স্থানচ্যুত হওয়ার ফলে BLEEDING, displaced, uterus, from (0)
29 Female রক্তপাত, বয়োজ্যেষ্ঠ স্ত্রীলোকের BLEEDING, elderly, women, in (10)
30 Female রক্তপাত, আবেগ উত্তেজনা ইত্যাদি ঘটিত BLEEDING, emotions, excitement, etc. (17)
31 Female রক্তপাত, পরিশ্রম করার পরে BLEEDING, exertion, after (11)
32 Female রক্তপাত, মুর্ছাকল্পতার সহিত BLEEDING, fainting, with (7)
33 Female রক্তপাত, ফাইব্রইড টিউমারের ফলে BLEEDING, fibroids, from (22)
34 Female রক্তপাত, তরল BLEEDING, fluid (20)
35 Female রক্তপাত, ভয় পাওয়ার পরে BLEEDING, fright, after (4)
36 Female রক্তপাত, ছোট বালিকাদের BLEEDING, girls, little (3)
37 Female রক্তপাত, ফিনকি দিয়ে বা প্রচণ্ড তোড়ে ধেয়ে-আসা BLEEDING, gushing (21)
38 Female রক্তপাত, শক্ত মল নির্গমনের ফলে BLEEDING, hard, stool, from passing (2)
39 Female রক্তপাত, রক্তসঞ্চয়জনিত মাথা ব্যথার সহিত BLEEDING, headache, with congestive (3)
40 Female রক্তপাত, গরম রক্ত BLEEDING, hot blood (7)
41 Female রক্তপাত, বন্ধ্যা স্ত্রীলোকের BLEEDING, infertile, women (1)
42 Female রক্তপাত, আঘাত লাগার ফলে BLEEDING, injuries (8)
43 Female রক্তপাত, থেমে-থেমে নির্গত হয় BLEEDING, intermittent, flow (17)
44 Female রক্তপাত, আয়রন অতিমাত্রায় সেবন করার পরে BLEEDING, iron, after abuse of (3)
45 Female রক্তপাত, প্রসব বেদনার সময় ও পরে BLEEDING, labor, during and after (57)
46 Female রক্তপাত, চিত হয়ে শয়ন করলে বৃদ্ধি BLEEDING, lying on back agg. (1)
47 Female রক্তপাত, ঋতুলোপ কালে BLEEDING, menopausal period, during (46)
48 Female রক্তপাত, দুই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে BLEEDING, menses, between (55)
49 Female রক্তপাত, গর্ভপাত অবস্থায় BLEEDING, miscarriage, during (23)
50 Female রক্তপাত, চাঁদের সাথে সম্পর্ক যুক্ত BLEEDING, moonl (3)
51 Female রক্তপাত, নড়াচড়ায় বৃদ্ধি BLEEDING, motion, agg. (26)
52 Female রক্তপাত, রাতে বৃদ্ধি BLEEDING, night, agg. (5)
53 Female রক্তপাত, দুর্গন্ধ যুক্ত BLEEDING, offensive (12)
54 Female রক্তপাত, বেদনাশূন্য BLEEDING, painless (16)
55 Female রক্তপাত, ফ্যাঁকাসে রক্ত BLEEDING, pale, blood (12)
56 Female রক্তপাত, আকস্মিক প্রচণ্ড প্রকোপ BLEEDING, paroxysms, in (9)
57 Female রক্তপাত, অসাড়ে BLEEDING, passive (23)
58 Female রক্তপাত, অবিরত BLEEDING, persisting (5)
59 Female রক্তপাত, ঠাণ্ডা ঘামের সহিত BLEEDING, perspiration, with cold (3)
60 Female রক্তপাত, প্ল্যাসেন্টা প্রিভিয়া হওয়ার ফলে BLEEDING, placenta, preavia, from (5)
61 Female রক্তপাত, রক্তাধিক্য পূর্ণ স্ত্রীলোকের BLEEDING, plethoric, women, in (17)
62 Female রক্তপাত, পলিপস হওয়ার ফলে BLEEDING, polyps, from (8)
63 Female রক্তপাত, গর্ভধারণ অবস্থায় BLEEDING, pregnancy, during (24)
64 Female রক্তপাত, অনর্গল BLEEDING, profuse (54)
65 Female রক্তপাত, বয়ঃসন্ধিকালে BLEEDING, puberty, at (1)
66 Female রক্তপাত, পুনরাবৃত্ত BLEEDING, recurrent (7)
67 Female রক্তপাত, যানবাহনে পরিভ্রমণ করার ফলে BLEEDING, riding, from (1)
68 Female রক্তপাত, বিছানা থেকে উঠার ফলে BLEEDING, rising from, bed (1)
69 Female রক্তপাত, দড়ির মত পাকানো BLEEDING, ropy blood (4)
70 Female রক্তপাত, পরিমাণে অত্যল্প BLEEDING, scanty (4)
71 Female রক্তপাত, ঘুমানোর সময় BLEEDING, sleep, during (1)
72 Female রক্তপাত, কৃশকায় স্ত্রীলোকের BLEEDING, scrawny, women, in (1)
73 Female রক্তপাত, যৌনক্রিয়া করার সময় BLEEDING, sex, during (1)
74 Female রক্তপাত, দাঁড়িয়ে থাকা অবস্থায় BLEEDING, standing, while (1)
75 Female রক্তপাত, মলত্যাগ করার সময় BLEEDING, stool, during (2)
76 Female রক্তপাত, কোঁথানি দেয়ার ফলে BLEEDING, straining, from (1)
77 Female রক্তপাত, আঁশযুক্ত BLEEDING, stringy, blood (4)
78 Female রক্তপাত, সন্তান প্রসবের পরে জরায়ু স্বাভাবিক অবস্থায় না এসে BLEEDING, subinvolution (6)
79 Female রক্তপাত, হঠাৎ BLEEDING, sudden (4)
80 Female রক্তপাত, গ্রন্থির স্ফীতির সহিত BLEEDING, swelling of glands, with (1)
81 Female রক্তপাত, লম্বা স্ত্রীলোকের BLEEDING, tall, women (1)
82 Female রক্তপাত, আলকাতরার মত BLEEDING, tarry (1)
83 Female রক্তপাত, ঘন BLEEDING, thick, blood (7)
84 Female রক্তপাত, পাতলা তরল BLEEDING, thin, fluid (21)
85 Female রক্তপাত, স্পর্শে বৃদ্ধি BLEEDING, touch, agg. (1)
86 Female রক্তপাত, মূত্রত্যাগ করার সময় BLEEDING, urination, during (1)
87 Female রক্তপাত, জরায়ু স্থানচ্যুত হওয়ার ফলে BLEEDING, uterus, from displaced (1)
88 Female রক্তপাত, যোনি পথের স্রাবের সহিত BLEEDING, vagina discharge, with (2)
89 Female রক্তপাত, যোনি পথের স্রাবের পরে BLEEDING, vagina discharge, with after (1)
90 Female রক্তপাত, বিরক্তির পরে BLEEDING, vexation, after (2)
91 Female রক্তপাত, কামোদ্দীপক চুলকানির সহিত BLEEDING, voluptuous itching, with (1)
92 Female রক্তপাত, হাঁটাচলার পরে BLEEDING, walking, after (1)
93 Female রক্তপাত, উষ্ণ পানিতে গোসল করার পরে BLEEDING, warm, bath, after (1)
94 Female রক্তপাত, পানির মত BLEEDING, watery (10)
95 Female রক্তপাত, দুর্বল স্ত্রীলোকের BLEEDING, weakly, women (15)
96 Female রক্তপাত, বিধবা যুবতীদের BLEEDING, widows, in young (1)

Female – DYSMENORRHEA painful menses এর ৫১ টি সাব রুব্রিক:

1 Female কষ্টরজ DYSMENORRHEA, painful menses (214)
2 Female কষ্টরজ, রাগ হলে DYSMENORRHEA, anger, from (2)
3 Female কষ্টরজ, শুরুতে DYSMENORRHEA, beginning at (8)
4 Female কষ্টরজ, ঢেঁকুর-উদ্গারের সহিত DYSMENORRHEA, belching, with (1)
5 Female কষ্টরজ, পিছনের দিকে বাঁকা হলে উপশম DYSMENORRHEA, bending back amel. (2)
6 Female কষ্টরজ, কালো রক্ত স্রাবের সহিত DYSMENORRHEA, blood, black, with (2)
7 Female কষ্টরজের, সহিত সমস্ত শরীরে উদ্ভেদের দাগ DYSMENORRHEA, blotches, all over, body, with (1)
8 Female কষ্টরজ, শীত লাগার সহিত DYSMENORRHEA, chill, with (2)
9 Female কষ্টরজ, ঠাণ্ডা হওয়ার পরে DYSMENORRHEA, cold, after becoming (2)
10 Female কষ্টরজ, শীতলতার সহিত DYSMENORRHEA, coldness, with (1)
11 Female কষ্টরজ, শূলবেদনা পরে DYSMENORRHEA, colic, after (3)
12 Female কষ্টরজ, আক্ষেপের সহিত DYSMENORRHEA, convulsions, with (4)
13 Female কষ্টরজ, দুপুরের খাবার বা রাতের খাবারের পরে DYSMENORRHEA, dinner or supper, after (1)
14 Female কষ্টরজ, চাপ চাপ স্রাব হলে উপশম DYSMENORRHEA, discharge of clots amel. (1)
15 Female কষ্টরজ, আবেগ আপ্লুত হলে DYSMENORRHEA, emotions, from (2)
16 Female কষ্টরজ, ঋতুস্রাব শেষের সময়ে DYSMENORRHEA, end, of menses (1)
17 Female কষ্টরজ, উত্তেজিত হলে DYSMENORRHEA, excitement, from (1)
18 Female কষ্টরজ, মুর্ছাকল্পতার সহিত DYSMENORRHEA, fainting, with (4)
19 Female কষ্টরজ, কোন কিছুতে পা চেপে রাখলে উপশম DYSMENORRHEA, feet pressing, against support, amel. (1)
20 Female কষ্টরজ, পা ভিজিয়ে রাখার ফলে DYSMENORRHEA, feet wet, from getting (10)
21 Female কষ্টরজ, কয়েক ফোটা রক্ত স্রাবের সহিত DYSMENORRHEA, few drops of blood, with (1)
22 Female কষ্টরজ, প্রথম দিনে DYSMENORRHEA, first day (2)
23 Female কষ্টরজ, পেটফাঁপার সহিত DYSMENORRHEA, flatulence, with (1)
24 Female কষ্টরজ, প্রবাহিত হলে উপশম DYSMENORRHEA, flow, amel. (6)
25 Female কষ্টরজ, ভয় পাওয়ার ফলে DYSMENORRHEA, fright, from (1)
26 Female কষ্টরজ, ভয়ঙ্কর DYSMENORRHEA, frightful (3)
27 Female কষ্টরজ, ভয়ঙ্কর বেদনা ক্রন্দন করে এবং উচ্চ চিৎকার করে DYSMENORRHEA, horrible pain, crying and screaming (9)
28 Female কষ্টরজের, সহিত শিশুসুলভ আচরণ করে DYSMENORRHEA, infantilism, with (1)
29 Female কষ্টরজ, বন্ধ্যত্বের সময় DYSMENORRHEA, infertility, in (3)
30 Female কষ্টরজ, ঝাঁকি দিয়ে উঠার সহিত DYSMENORRHEA, jerks, with (1)
31 Female কষ্টরজ, শয়নে উপশম DYSMENORRHEA, lying amel. (1)
32 Female কষ্টরজ, মেনোপজ প্রিয়ডে DYSMENORRHEA, menopausal, period (1)
33 Female কষ্টরজ, গর্ভপাতের পরে DYSMENORRHEA, miscarriage, after (1)
34 Female কষ্টরজ, বমিভাব এবং বমির সহিত DYSMENORRHEA, nausea and vomiting, with (5)
35 Female কষ্টরজ, শারীরিক কোন অবস্থায় কষ্টের উপশম হয়না DYSMENORRHEA, no relief in any position (1)
36 Female কষ্টরজ, ঘামের ছোপ ছোপ দাগের সহিত DYSMENORRHEA, perspiration, from checked (1)
37 Female কষ্টরজ, অকাল DYSMENORRHEA, premature (21)
38 Female কষ্টরজ, স্থানচ্যুতির সহিত DYSMENORRHEA, prolapse, with (2)
39 Female কষ্টরজ, বয়ঃসন্ধি কালে DYSMENORRHEA, puberty, at (3)
40 Female কষ্টরজ, বাতজ DYSMENORRHEA, rheumatic (6)
41 Female কষ্টরজ, চিৎকার করার সহিত DYSMENORRHEA, screams, with (3)
42 Female কষ্টরজ, যৌনক্রিয়া করার ইচ্ছার সহিত DYSMENORRHEA, sexual desire, with (1)
43 Female কষ্টরজ, আক্ষেপিক স্নায়ুশুল প্রকৃতির DYSMENORRHEA, spasmodic, neuralgic (24)
44 Female কষ্টরজ, মূত্রকৃচ্ছ রোগের সহিত DYSMENORRHEA, strangury, with (1)
45 Female কষ্টরজ, ঠাণ্ডা ঘামের পরে DYSMENORRHEA, sweat, cold, after (1)
46 Female কষ্টরজ, ঊরুর নিম্ন দিকে DYSMENORRHEA, thighs down (7)
47 Female কষ্টরজ, ঘন ঘন মূত্রত্যাগের সহিত DYSMENORRHEA, urination, frequent, with (1)
48 Female কষ্টরজ, হাঁটাচলায় বৃদ্ধি DYSMENORRHEA, walking, agg. (1)
49 Female কষ্টরজ, উষ্ণতায় উপশম DYSMENORRHEA, warmth amel. (7)
50 Female কষ্টরজ, ধৌত করলে উপশম DYSMENORRHEA, washing, amel. (1)
51 Female কষ্টরজ, ভিজা অবস্থায় থাকার পরে DYSMENORRHEA, wet, after getting (3)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *